বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত

By আসিফ ইকবাল বাদশা 

বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত, বিমান টিকেট চেক, মালয়েশিয়া যেতে কত সময় লাগে,দুরত্ব কত, টাকার মান কেমন সহ বিস্তারিত সকল তথ্য জানুন।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী আমদানী করে থাকে মালয়েশিয়া সরকার। সেই সাথে আমাদের দেশের বহু লোকের কাছে কাজের জন্য মালয়েশিয়া যাওয়া অনেকটা স্বপ্নের মত। তো নতুন করে যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া কত।

Index:

1. বাংলাদেশ টু মালয়েশিয়া ফ্লাইট

2.মালয়েশিয়া বিমান টিকেট চেক

3.বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত সময় লাগে

4.মালয়েশিয়া থেকে বাংলাদেশের দুরত্ব কত কিলোমিটার

5.মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশি কত টাকা

6.কলকাতা টু মালয়েশিয়া বিমান ভাড়া কত

7.মালয়েশিয়া টু বাংলাদেশ ফ্লাইট কবে চালু হবে

বাংলাদেশ টু মালয়েশিয়া ফ্লাইট

ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য কয়েকটি বিমান আছে। বিমানের কোম্পানির ক্যাটাগরী ভেদে সময় ও টাকার পরিমান নির্ভর করে।

Biman Bangladesh Airlines- ৪৯ থেকে ৭৫ হাজার টাকা

Us Bangla- ৯০ হাজার টাকা।

Indigo Airlines- ৪৪ থেকে ৪৬ হাজার টাকা।

Sri Lanka Airliner- ৪৬ হাজার টাকা।

Thai Airlines- ৪৫ থেকে ৬৭ হাজার টাকা।

Malindo Airlines- ৯১ হাজার টাকা। 

Malaysia Airlines- ৪৭ থেকে ৭১ হাজার টাকা।

বি:দ্র: সময় ও পরিস্থিতি ভেদে বিমানের টিকেটের দাম কম বেশি হয়ে থাকে।

মালয়েশিয়া বিমান টিকেট চেক

  • মালয়েশিয়া বিমান টিকেট চেক করার জন্য এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন। 
  • Check in এ ক্লিক করুন।
  • Booking refarnace number/ e- ticket number এ টিকিট নাম্বার দিন।
  • Last name এ যে নামে টিকেট বুক করা, তার শেষের অংশ টাইপ করুন।
  • সর্বশেষ Check me in এ ক্লিক করলে টিকেট আসল নাকি নকল সহ বিস্তারিত তথ্য আপনার সামনে চলে আসবে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে মালয়েশিয়া দুই ভাবে যাওয়া যায়। ১. স্টপেজে থেমে থেমে। 

২. ননস্টপ ফ্লাইটে। 

ননস্টপ ফ্লাইটে গেলে ৩.৫০ ঘন্টা থেকে ৪ ঘন্টার মত সময় লাগে। আর থেমে থেমে গেলে ১২ থেকে ১৫ ঘন্টার মত সময় লাগে। 

মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে যে সময় লাগে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে ও ঐ একই সময় লাগে।

মালয়েশিয়া থেকে বাংলাদেশের দুরত্ব কত কিলোমিটার

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মোট দুরত্ব  ৩,৭০৮ কিলোমিটার।

মালয়েশিয়ার পূর্ব নাম কি ছিল?

মালয়েশিয়ার পূর্ব নাম ছিল "চেরসোনেসাস"। যার বাংলা অর্থ 'সোনার উপদ্বীপ'

মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশি কত টাকা

মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। আজকের দিনে মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান ২৪.৮৬ টাকা।

কলকাতা টু মালয়েশিয়া বিমান ভাড়া কত

কলকাতা থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া তুলনা মূলক অনেক কম। সুধু বিমান ভাড়া বাবদ কলকাতা থেকে মালয়েশিয়া যেতে ১০৫০০ টাকার মত খরচ হয়।

তবে বিমান ভেদে এই ভাড়ার তারতম্য লক্ষ্য করা যায়।

মালয়েশিয়া টু বাংলাদেশ ফ্লাইট কবে চালু হবে?

যাত্রি ভোগান্তি, চাকরির অভাব সহ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন মলয়েশিয়ান ফ্লাইট বন্ধ থাকলে ও বর্তমানে আবার তা চালু করেছে সরকার।

নিয়মিত ফ্লাইটের পাশাপাশি আরও অতিরিক্ত কয়েকটি ফ্লাইট চালু করেছে এয়ার বাংলাদেশ এয়ারলাইন্স।

শেষ কথা: আজকে আমরা জানলাম বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া কত সহ বিস্তারিত অনেক তথ্য। 

বাংলাদেশ থেকে যে কোন দেশের বিমান ভাড়া জানতে নিচে যে কোন একটি লিংকে ভিজিট করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url