বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত

By আসিফ ইকবাল বাদশা 

বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত,দুরত্ব কত, যেতে কত সময় লাগে, বেতন কেমন, কোন কাজের চাহিদা বেশি, ভিসার ধরণ সহ সকল তথ্য জানুন।

ইটালি সরকার প্রতি বছর বাইরের দেশ থেকে হাজার হাজার কর্মী নিয়োগ করে। বর্তমান সময়ে ইটালি যাওয়াটা মানুষের কাছে স্বপ্নের মতো। বাংলাদেশ থেকে যারা নতুন করে ইটালি যেতে চাচ্ছে তারা অনেকেই জানতে চেয়েছেন, বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত

জানুন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া কত 

Index:

1.বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত।

2.বাংলাদেশ টু ইতালি কত কিলোমিটার।

3.বাংলাদেশ থেকে ইটালী যেতে কত সময় লাগে।

4.ইতালির সর্ব নিম্ন বেতন কত।

5.ইতালিতে কোন চাকরির বেতন সবচেয়ে বেশি।

6.ইতালি ভিসা পেতে কতদিন লাগে।

7.ইতালি ভিসা কত প্রকার।

8.ইটালি কোন কাজের চাহিদা বেশি।

9.বাংলাদেশ থেকে ইউরোপ বিমান ভাড়া কত।

বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত

বাংলাদেশের ঢাকা থেকে ইটালি বিমান ভাড়া কত হবে তা নির্ভর করবে আপনি কোন বিমানে করে যাবেন এবং কেমন ক্লাসের টিকেট বুক করবেন তার উপর।

কারণ বিমান ও টিকেটের শ্রেণীভেদে টিকেটের দাম কম, বেশি হয়ে থাকে। আবার সময় ভেদে ও বিমান ভাড়ার তারতম্য লক্ষ্য করা যায়।

আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে ইটালি যেতে চান তাহলে সুধুমাত্র বিমান ভাড়া বাবদ ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা খরচ হবে।

আর ভিসা প্রসেসিং সহ সকল খরচ মিলে ৯ থেকে ১০ লক্ষ টাকা মত খরচ হবে।

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার খরচ কত টাকা 

সিজনাল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ইটালি যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ হয়। 

আর নন সিজনাল ভিসা নিয়ে ইটালি যেতে ৯ থেকে ১০ লক্ষ টাকা খরচ হয়। 

বাংলাদেশ টু ইতালি কত কিলোমিটার

বাংলাদেশ থেকে ইটালির মোট দুরত্ব ৭,২৯৫ কিলোমিটার। 

মাইলের হিসেবে ঢাকা থেকে ইটালির দুরত্ব ৪.৫৪৩ মাইল।

বাংলাদেশ থেকে ইটালী যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত সরাসরি কোন বিমান যায় না। প্রথমে বিমানে করে দুবাই পর্যন্ত যেতে হয়।

দুবাইতে কিছু সময় বিরতি দিয়ে পরে ইটালি যেতে হয়। তো এই সব মিলিয়ে দুবাই থেকে ইটালি যেতে মোট ১৪ থেকে ১৫ ঘন্টা মত সময় লাগে।  

ইতালির সর্ব নিম্ন বেতন কত

বর্তমানে ইটালির সর্বনিন্ম বেতন ৮০০ ইউরো।যা বাংলাদেশী টাকার প্রায় ১ লক্ষ টাকার মত।  

ইতালিতে একজন শ্রমিক বা কৃষকের সর্বনিম্ন বেতন হল ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

ইতালিতে কোন চাকরির বেতন সবচেয়ে বেশি

ইতালির সবচাইতে বেশি বেতনের কাজগুলোর মধ্যে সাধারণত ধরা হয় অর্থ, প্রযুক্তি, প্রকৌশল এবং চিকিৎসা খাতকে।

এসব পেশায় কাজ করে মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়।

বাংলাদেশ টু ইতালি ফ্লাইট ওপেন ডেট

চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ২৬ শে মার্চ থেকে ঢাকা টু রোম,রোম টু ঢাকা সরাসরি বিমান চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তখন থেকে অধ্যবদি এই বিমানটি চালু আছে।

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে ইটালি মোট তিন ভাবে যাওয়া যায়।

১.সরকারি ভাবে।(খরচ তুলনামূলক কম)

২.বেসরকারি ভাবে।(খরচ অনেক বেশি)

৩.চোরাই ভাবে।(খরচ কম তবে লাইফ রিক্স)

ইতালি ভিসার জন্য কত ব্যাংক ব্যালেন্স লাগে

ইটালি ভিসার জন্য সর্বনিন্ম ব্যাংক ব্যালান্স হিসেবে ৬০০ ডলার নির্ধারণ করেছে ইটালি সরকার।

ইতালি ভিসা পেতে কতদিন লাগে

ইটালি ভিসা প্রসেসিং হওয়ার সময় সাধারণত ১৫ থেকে ৬০ কার্যদিবস। তবে টেকনিক্যাল সমস্যার কারণে কিছুক্ষেত্রে আরও বেশি সময় লেগে যেতে পারে।

ইতালি ভিসা কত প্রকার

ইটালি ভিসা সাধারণত দুই প্রকার।

১.সিজনাল ভিসা।

২. নন সিজনাল ভিসা। 

নন সিজনাল ভিসার আবার বেশ কয়েকটি ধরণ আছে।

ইটালি কোন কাজের চাহিদা বেশি

ইটালীতে প্রায় সব ধরণের কাজের চাহিদা আছে। তবে মেকানিকাল, ইলেক্টিশিয়ান, ড্রাইভিং, ক্লিনিং, কেয়ারটেকার, কৃষি কাজ, কনস্ট্রাকশন, ডেলিভারি ইত্যাদি কাজের প্রচুর চাহিদা রয়েছে। 

বাংলাদেশ থেকে ইউরোপ বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে ইউরোপের যে কোন দেশে যেতে শুধু বিমান ভাড়া বাবদ ৭০ থেকে ৯০ হাজার টাকা লাগে।

শেষ কথা: আজকে আমরা জানলাম বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত এবং এর সাথে সম্পৃক্ত আরও অনেক তথ্য।


Previous Post
No Comment
Add Comment
comment url