নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার নিয়ম

By আসিফ ইকবাল বাদশা 

নগদ একাউন্ট খোলার নিয়ম, টাকা দেখার নিয়ম, একাউন্ট হালনাগাদ করার নিয়ম ,পিন রিসেট করার নিয়ম এবং একাউন্ট পিন ভুলে গেলে করণীয় কী সহ বিস্তারিত সকল তথ্য।

নগদ একাউন্ট খোলার নিয়ম

আজকে আর্টিকেলের মাধ্যমে আপনাদের শেখাবো ঘরে বসে নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ হল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সেবা। এটি ২০১৮ সালের নভেম্বর মাসে সর্বপ্রথম যাত্রা শুরু করে। বর্তমানে বিকাশের পাশাপাশি নগদ ও একটি বহুল ব্যবহৃত অনলাইন লেনদেন সেবা। 

Index:

1. নগদ একাউন্ট খোলার নিয়ম।

1.1. অ্যাপসের মাধ্যমে।

1.2. USSD এর মাধ্যমে।

1.3. এজেন্টের মাধ্যমে।

2. নগদ একাউন্ট দেখার নিয়ম

3. নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম

4. নগদ একাউন্ট সফটওয়্যার

5. নগদ একাউন্টের পিন কোড ভুলে গেলে করণীয় কি

6. নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস দেয়

7. জন্মনিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম 

নগদ একাউন্ট খোলার মোট তিনটি পদ্ধতি রয়েছে।

১. নগদ অ্যাপসের মাধ্যমে। 

২. বাটন ফোন বা USSD কোর্ডের মাধ্যমে।

৩. নগদ এজেন্ট বা উদ্দোক্তার মাধ্যমে। 

নগদ অ্যাপসের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম 

১. সর্বপ্রথম প্লে ষ্টোর থেকে নগদের অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিন।

২. এখন অ্যাপসের ভেতর ঢুকে নতুন একাউন্ট খুলুন এ ক্লিক করুন।

৩. এখন যে নাম্বারে নগদ একাউন্ট খুলবেন সেই নাম্বার টাইপ করে পরবর্তি বাটনে ক্লিক করুন। 

৪. অপারেটর সিলেক্ট করুন।( গ্রামীনফোন/ রবি/ বাংলালিংক, এয়ারটেল)

৫. একাউন্ট টাইপ সিলেক্ট করুন। (রেগুলার/ ইসলামিক)

৬. এখন  KYC  তথ্য দিন। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সামনের ও পিছনের ছবি প্রদান করুন।

৭. অন্যান্ন তথ্যে- লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা এবং মুনাফা গ্রহণ করতে চান কি না, তা সিলেক্ট করুন।

৮. এরপর আপনার লাইভ ছবি প্রদান করে, বিস্তারিত নির্দেশনা ওখানে পড়ে নিন।

৯.অন্যান্ন ডকুমেন্টস থাকলে তা প্রদান করুন। না থাকলে স্কিপ করুন।

৯. "আমি নগদ শর্তাবলীর সাথে একমত" আয়কনে টিক মার্ক করে, নিচের ফাকা জায়গায় আপনার সাক্ষর দিন।

১০. এখন সমস্ত তথ্য যাচাই করে পরবর্তি বাটনে ক্লিক করুন।

১১. এবার পিন এ আপনার সুবিধা মত ৪ সংখ্যার পিন টাইপ করুন।

পিন পুনরায় লিখুন এ, আগের পিনটি আবার টাইপ করে, সাবমিট বাটেনে ক্লিক করুন। 

১২. এবার আপনার নাম্বারে ৬ সংখ্যার একটি ওটিপি আসবে, ওটিপি টি প্রদান করে যাচাই করুন এ ক্লিক করুন। 

১৩. সর্বশেষ, "নগদ অ্যাপে আপনাকে স্বাগতম" এখনে পরবর্তি বাটনে ক্লিক করলে, আপনার নগদ একাউন্টটি সম্পন্ন হয়ে যাবে।

বাটন মোবাইল বা USSD কোর্ডের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম 
১. আপনার ফোনের ডায়াল প্যাডে গেয়ে *১৬৭# ডায়াল করুন।

২. আপনার সুবিধামত চার সংখ্যার পিন প্রদান করুন।

৩. কনফার্ম করার জন্য পিন আবার টাইপ করে Send বাটনে ক্লিক করুন।

নগদ এজেন্ট বা উদ্দোক্তার মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম 

উদ্দোক্তার কাছ থেকে নগদ একাউন্ট খোলার জন্য বেশকিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। 

যেমন: 

  • রেজিষ্ট্রেশনকৃত সীমকার্ড। (যে নাম্বারে নগদ খুলবেন)
  • এনআইডি কার্ড।
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • একটি মোবাইল ফোন, যেখানে সিমটি ভরা থাকবে।

নগদ উদ্দোক্তা পয়েন্টে যাওয়ার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে ফর্মটি পূরণ করে জমা দিলে, উদ্দোক্তা আপনার সকল ফর্মালিটি পূরণ করে একাউন্ট খুলে দিবেন। এবার ৫০ টাকা ক্যাশ ইন করলেই আপনার একাউন্ট সচল হয়ে যাবে।

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার দুইটি নিয়ম আছে।

১. অ্যাপসের মাধ্যমে।

২. USSD কোর্ডের মাধ্যমে।

অ্যাপসের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম

অ্যাপসের মাধ্যমে ব্যালান্স দেখা সহ সকল কাজ খুবই সহজেই করা যায়।

  • নগদ অ্যাপসে ক্লিক করুন।
  • পিন নাম্বার দিয়ে "লগ ইন" আয়কনে ক্লিক করুন।
  • ভাষা বাংলায় থাকলে " ব্যালান্সের জানতে ক্লিক করুন" আর ইংরেজি হলে "Tap for balance" এ ক্লিক করুন।

USSD কোর্ডের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম

  • *১৬৭# ডায়াল করুন।
  • My Nogod অপশনে যান।
  • Balance enquiry সিলেক্ট করুন। 
  • নগদের পিন নাম্বার দিয়ে send বাটনে ক্লিক করে প্রবেশ করুন। 

এখন আপনার সামনে আপনার নগদ ব্যালান্স দেখতে পাবেন।

নগদ একাউন্ট হালনাগাদ বা KYC পূরণ করার নিয়ম

  • নগদ একাউন্ট হালনাগাদ হালনাগাদ করার জন্য আপনাকে
  • সর্ব প্রথম আপনাকে পিন কোর্ড প্রদানের মাধ্যমে নগদ অ্যাপসে প্রবেশ করতে হবে।
  • "আমার নগদ" অপশনে গিয়ে "KYC পুনরায় জমা দিন এ ক্লিক করতে হবে।
  • তারপর নতুন নগদ একাউন্ট খেলার মত একই নিয়মে, নতুন যে সকল তথ্য আপডেট করতে চান তা প্রদান করুন।
  • সকল ডকুমেন্টস দেওয়ার পর উপরের নির্দেশনা অনুযায়ী আপনি নিজেই বাকি কাজ সম্পন্ন করতে পারবেন।

জন্মনিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার জন্য এন আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর যে কোন একটা অবশ্যই প্রয়োজন। 

তবে বর্তমানে গুগল ও ইউটিউবে জন্মনিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার বিভিন্ন নিয়ম দেখানো হচ্ছে। যার সব গুলা নিয়মই ভুয়া। 

জন্মনিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার কোন অপশন এখনও পর্যন্ত চালু হয়নি। নগদ একাউন্ট খোলার জন্য উপরিউক্ত যে কোন একটি ডকুমেন্টর প্রয়োজন হবে।

বি: দ্র: আপনার যদি উক্ত ডকুমেন্টস না থকে সেক্ষেত্রে বাবা/মা পরিচিত যে কারো ডকুমেন্ট দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন।

নগদ একাউন্ট সফটওয়্যার

নগদ একাউন্ট সফটওয়্যারের নাম নগদ অ্যাপস। প্লে ষ্টোর বা যে কোন ব্রাউজারে গিয়ে নগদ লিখে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন।

নগদ একাউন্টের পিন কোড ভুলে গেলে করণীয় কি

 ১. "পিন নাম্বার ভুলে গিয়েছেন " এ ক্লিক করুন।

২. "যাচাই করুন " অপশনে ক্লিক করুন।

৩. যে নাম্বারে আপনার নগদ খোলা সেটাতে একটা ৬ সংখ্যার ওটিপি যাবে ওইটা টাইপ করুন।

৪. নতুন পিন নাম্বার দিয়ে পরবর্তি বাটনে ক্লিক করুন

৫. পুনরায় পিন নাম্বার দিয়ে কার্যক্রম শেষ করুন।

#FAQ

নগদ একাউন্ট খোলার কোড কত?

নগদ একাউন্ট খোলার কোড হল *১৬৭#।

নগদ ক্যাশ আউট খরচ কত?

অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট খরচ প্রতি হাজারে ১২ টাকা এবং USSD  এর মাধ্যমে হাজার প্রতি ১৫ টাকা খরচ হয়।

নগদ ইসলামিক একাউন্ট কি

নগদ সাধারণ একাউন্টে টাকা জমা রাখলে, জামা টাকার উপর একটা নির্দিষ্ট পরিমান সুদ পাওয়া যায়। কিন্তু ইসলামিক একাউন্টে কোন ধরণের সুদ পাওয়া যায় না।

নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস দেয়

নগদ একাউন্ট খুললে কোন টাকা বোনাস পাওয়া যায় না। তবে নগদ এজেন্টের কাছ থেকে একাউন্ট খুললে ৫০ টাকা ক্যাশ ইন করতে হয়।

নগদ একাউন্ট পিন কি রিসেট করা যায়?

হা আপনি চাইলেই নগদ একাউন্টের পিন রিসেট করা যায়।

শেষ কথাঃ আজকে আমার শিখলাম বাটন মোবাইল ও নগদ অ্যাপস দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম। 

ব্যাংকিং সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url