দুবাই যেতে কত টাকা লাগে

দুবাই যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 

দুবাই যেতে কত টাকা লাগে,দুবাই ভিসা ক্যাটাগরী, কোন কাজের চাহিদা বেশি, বেতন কেমন, যেতে কত বছর বয়স লাগে সহ বিস্তারিত তথ্য।

দুবাই যেতে কত টাকা লাগে

বাংলাদেশের হাজার হাজার লোক দুবাই থাকে। প্রতিনিয়ত বহু লোক দুবাই যাচ্ছে এবং যেতে চাচ্ছে৷ নতুন করে যারা যেতে চাচ্ছেন তারা প্রত্যেকে জানতে চেয়েছেন দুবাই যেতে কত টাকা লাগে। 

জানুন. কানাডা যেতে কত টাকা লাগে 

            কাতার যেতে কত টাকা লাগে

Index:

1. সংক্ষেপে দুবাই সম্পর্কে

2. দুবাই যেতে কত টাকা লাগে

3. দুবাই ভিসা ক্যাটাগরী

3.1. দুবাই কাজের ভিসা করতে কত টাকা লাগে

3.2. দুবাই টুরিস্ট বা ভিজিটর ভিসা 

3.3. দুবাই ফ্রি ভিসা

3.4. দুবাই কোম্পানি ভিসা

4. দুবাই স্টুডেন্ট ভিসা

5. দুবাই কোন কাজের চাহিদা বেশি

6. বাংলাদেশ থেকে দুবাইয়ের বিমান ভাড়া কত

7. দুবাই বেতন কেমন

8.কোন মাসে দুবাই যেতে সবচেয়ে কম খরচ হয়

9. দুবাই ভিসা স্টেটাস চেক অনলাইন

10. দুবাই যেতে কত বছর বয়স লাগে 

সংক্ষেপে দুবাই সম্পর্কে 

দুবাই মূলত কোন দেশ না। এটি হল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এবং সবথেকে বড় ও জনবহুল শহর। এই শহরের আনুমানিক মোট জনসংখ্যা ৩৪,০০৮,০০ জন। 

এখানকার মাথাপিছু আয় ৩৫,০০০ মার্কিন ডলার। এখানে অনেক বড় বড় ইমারত, প্রচুর উন্নত হোটেল এবং ক্রীয়া প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বের কাছে তারা পরিচিতি লাভ করেছে।

দুবাই যেতে কত টাকা লাগে

দুবাই যেত কত টাকা লাগবে তা নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরীর ভিসা নিয়ে দুবাই যাবেন তার উপর। তো চলুন আগে জেনে নিই দুবাই ভিসা ক্যাটাগরী সম্পর্কে।

দুবাই ভিসা ক্যাটাগরী

  • কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট। 
  • টুরিস্ট বা ভিজিট ভিসা। 
  • স্টুডেন্ট ভিসা। 
  • ড্রাইভিং ভিসা। 
  • কোম্পানি ভিসা।
  • দুবাই ফ্রি ভিসা।

কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট করতে কত টাকা লাগে 

আপনি যদি দুবাই কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট নেয়ে দুবাই যেতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কোন একটি কাজের উপর দক্ষ হতে হবে। 

উক্ত কাজের দক্ষতার সনদ দেখিয়ে আপনি খুব সহজেই দুবাই ভিসা পেয়ে যাবেন।

কাজের ভিসা নিয়ে সরকারী ভাবে দুবাই যেতে ৩ থেকে ৪ লক্ষ টকার মত খরচ হয়। আর বেসরকারী ভাবে কোন এজেন্সি বা দালালের মাধ্যমে দুবাই যেতে ৪ থেকে ৫ লক্ষ টাকার মত খরচ হবে।

দুবাই টুরিস্ট বা ভিজিটর ভিসা 

দুবাই শহরের বড় বড় নির্মান ও সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বের অন্যান্ন দেশ থেকে বহু লোক এখানে আসে। বাংলাদেশ থেকে দুবাই ভিজিটর ভিসায় যাওয়ার জন্য মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। 

তবে ভিজিটর ভিসা নিয়ে যারা কাজ করার উদ্দেশ্যে দুবাই যেতে চান তাদের সব মিলিয়ে ২ থেকে ৩ লক্ষ টাকার মত খরচ হয়। 

দুবাই ভিজিটর ভিসা মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন হয়ে থাকে। ভিজিটর ভিসা আবার দুই ধরণের।

সিঙ্গেল এন্ট্রি ভিসা- এ ভিসায় মাত্র একবার দুবাই প্রবেশ করা যায় এবং সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করা যায়।

ডাবল এন্ট্রি ভিসা- এ ভিসায় ৫ বছর মেয়াদে ইচ্ছা মত কয়েক বার দুবাই যাওয়া যায়। তবে একবরে সর্বোচ্চ ৯০ দিনের বেশি থাকা যায় না।

দুবাই ফ্রি ভিসা

সত্যি কথা বলতে সরকারি ভাবে দুবাই ফ্রি ভিসা বলতে কোন ভিসা এখনও পর্যন্ত দুবাই সরকার চালু করেনি। তবে কিছু অসাধু কোম্পানি মালিক বন্ধ কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে ভিসা বের করে সেটাকে ফ্রি ভিসা হিসেবে বিক্রি করে।

আপনি যদি ফ্রি ভিসা নিয়ে দুবাই যেতে চান তাহলে আপনার ৭ থেকে ৯ লক্ষ টাকার মত খরচ হবে। আর কোন দলালের চক্করে পড়ে গেলে ১০ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে।

দুবাই কোম্পানি ভিসা

দুবাইয়ের বিভিন্ন কোম্পানি কাজের জন্য প্রতি বছর অনেক লোক নিয়োগ দিয়ে থাকে। তবে কাজের বিভিন্ন কট্যাগরী আছে। 

আপনি ভিসা করার সময় আপনার দালাল বা এজেন্সির সাথে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিবেন।

কোম্পানির ভিসা নিয়ে দুবাই যেতে ৮ থেকে ৯ লক্ষ টাকার মত খরচ হয়। 

দুবাই স্টুডেন্ট ভিসা

বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে দুবাই যায়। যার মধয়ে অনেকে যায় সরকারি ভাবে স্কলারশিপ নিয়ে আবার অনেকে যায় প্রাইভেট ভাবে বিভিন্ন বেসরকারি এজেন্সির মাধ্যমে।

যারা স্কলারশিপ নিয়ে সরকারি ভাবে যায় তাদের অনেক কম খরচ অর্থাৎ ১ থেকে ২ লক্ষ টাকা লাগে।

আর  যারা বেসরকারি এজেন্সির মাধ্যমে যায় তাদের ৪ থেকে ৫ লক্ষ টাকার মত খরচ হয়। 

দুবাই কোন কাজের চাহিদা বেশি

  • হোটেল বা রেষ্টুরেন্টের কাজ।
  • কন্সট্রাকশনের কাজ। 
  • ফ্যাক্টরি কর্মী।
  • ক্লিনিং।
  • ইলেকট্রিক্যাল
  • মেকানিক্যাল । 
  • রোড ক্লিনার।
  • সিকিউরিটি গার্ড । 

বাংলাদেশ থেকে দুবাইয়ের বিমান ভাড়া ও দুরত্ব কত

ঢাকা থেকে দুবাইয়ের দূরত্ব হচ্ছে ৩,৫৪৩ কিলোমিটার। আর মাইলের হিসাবে ২,২০৯ মাইল।

বাংলাদেশ থেকে দুবাইয়ের বর্তমান বিমান ভাড়ার সর্বনিম্ন মূল্য ৫৪,৩৭০ টাকা এবং বিজনেস হাই ক্লাসের মূল্য হচ্ছে ১,৩৭,৪৯৫ টাকা।

আর আপনি যদি সরাসরী প্রতিদিন বিমান ভাড়া জানতে বা কিনতে চান তাহলে এই সাইটে https://infopoka.com/bangladesh-to-dubai-air-ticket-price/ ভিজিট করুন।

বাংলাদেশ থেকে দুবাই যেতে কত সময় লাগে

বিমানে করে ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি দুবাই যেতে ৪ ঘন্টা ৫৫ মিনিট মত সময় লাগে।

আর লোকাল বিমানে করে গেলে ৬ ঘন্টা ৩০ মিনিটের মত সময় লাগে।

দুবাই বেতন কেমন

দুবাইতে শ্রমিকরা কাজের ক্যাটাগরীর উপর ভিত্তি করে বেতন পেয়ে থাকে। দুবাইয়ের যে কোন কোম্পানির সর্বনিন্ম বেতন ৩৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। 

তবে আপনি যদি কোন কাজের উপর মোটামুটি ভালো দক্ষ হন। তাহলে প্রতি মাসে ১ লক্ষ টাকা ও ইনকাম করতে পারবেন।

দুবাই ১ টাকা সমান বাংলাদেশি কত টাকা 

দুবাইয়ের মুদ্রার নাম দিরহাম। আজকের দিনে দুবাইয়ের এক দিরহাম সমান ২৯ টাকা ৯১ পয়সা।

কোন মাসে দুবাই যেতে সবচেয়ে কম খরচ হয় বা দুবাই যাওয়ার জন্য সবচেয়ে সস্তা সময় কখন

দুবাই যাওয়ার জন্য সবচেয়ে সস্তা মাস সাধারণত নভেম্বর মাস। তবে ভ্রমণ করার জন্য যেতে চাইলে এপ্রিল থেকে আগষ্ট মাসের মধ্যে গেলে সবথেকে ভালো হবে।

দুবাই ভিসা স্টেটাস চেক অনলাইন

দুবাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে ক্লিক করুন 

অথবা http://www.moi.gov.ae/ এই ওয়েবসাইটে ভিজিট করে, পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই আপনার দুবাই ভিসার অবস্থা বা স্টাটাস দেখে নিতে পারবেন।

দুবাই দেশের নাম কি?

দুবাই মূলত কোন দেশ নয়। এটি হলো আরব আমিরাতের রাজধানী এবং সেই সাথে আরব আমিরাতের সবচেয়ে বড় ও জনবহুল শহর। 

দুবাই যেতে কত বছর বয়স লাগে 

দুবাই যাওয়ার সর্বনিন্ম বয়স ২২ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৫ বছর নির্ধারণ করেছে দুবাই সরকার।

আমাদের শেষ কথাঃ আজকের আর্টিকেলের মাধ্যমে জানালাম দুবাই যেতে কত টাকা লাগে এবং সেই সাথে বিস্তারিত আরও অনেক তথ্য। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url