সাইপ্রাস যেতে কত টাকা লাগে

সাইপ্রাস যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 

সাইপ্রাস যেতে কত টাকা লাগে, সাইপ্রাস ভিসার ক্যাটাগরী, টাকার মান কেমন, বেতন কেমন, কোন মাসে কম খরচে সাইপ্রাস যাওয়া যায় সহ বিস্তারিত তথ্য জানুন।

সাইপ্রাস যেতে কত টাকা লাগে

জানুন. কানাডা যেতে কত টাকা লাগে 

            কাতার যেতে কত টাকা লাগে

Index:

1. সাইপ্রাস যেতে কত টাকা লাগে
2. সাইপ্রাস ভিসার ক্যাটাগরী
3. সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা
4. সাইপ্রাস সর্বনিম্ন বেতন কত
5. সাইপ্রাস ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা
6সাইপ্রাস থেকে ইতালির দুরত্ব কত এবং যেতে কত সময় লাগে
7. সাইপ্রাস যেতে কত বছর বয়স লাগে
8. সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়ার উপায় 
9. সাইপ্রাস কি ইউরোপের অন্তর্ভুক্ত
10. সাইপ্রাস যেতে সবচেয়ে কম খরচ হয় কোন মাসে
11. সাইপ্রাস ভাষা
12.শেষ কথা

সাইপ্রাস হল ভূমধ্যসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।ভৌগলিক দিক থেকে সাইপ্রাস এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত হলেও, এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র।

সাইপ্রাস যেতে কত টাকা লাগে

তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা খরচ হবে তা মূলত নির্ভর করবে আপনি কোন ভিসা নিয়ে সাইপ্রাস যাবেন তার উপর। 

আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে সাইপ্রাস যান তাহলে সব মিলিয়ে আপনার ৪ থেকে ৫ লক্ষ  টাকার মত খরচ হবে। 

যার ভেতর ৪ হাজার ২০০ ইউরো আগে থেকে কলেজে জমা দিতে হবে। বাকিটা যাতাওয়াত খরচ।

আর আপনি যদি কাজের ভিসা নিয়ে সাইপ্রাস যেতে চান তাহলে, আপনার ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হবে। 

তবে, আপনি যদি কোন দালালদের খপ্পরে পড়েন তাহলে আপনার ৯ থেকে ১০ লক্ষ টাকা ও লেগে যেতে পারে। তাই খুব সাবধান।

সাইপ্রাস ভিসার ক্যাটাগরী

সাইপ্রাস ভিসা মূলত দুই প্রকার।

সিজনাল ভিসা: এই ভিসা নিয়ে সাইপ্রাস গেলে অল্প সময় অর্থাৎ ছয় থেকে নয় মাস, সর্বোচ্চ ১ বছর থাকা যায়। তারপর ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং উক্ত ব্যক্তি সাইপ্রাসে অবৈধ হয়ে যায়।

নন সিজনাল ভিসা: এই ভিসার মেয়াদ ২ থেকে ৪ বছরের মত হয়ে থাকে। ভিসার মেয়াদ শেষ হলে আবার রিনিউ করে বাড়িয়ে নেওয়া যায়। 

সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা 

বাংলাদেশ থেকে যত লোক সাইপ্রাস যায় তার বেশিরভাগই ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা নিয়ে যায়।

আর বেশির ভাগ লোক সাইপ্রাস যেয়ে হোটেল / রেষ্টুরেন্টের বা কৃষি কাজ করে থাকে। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সাইপ্রাস যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হয়।

সাইপ্রাস ভিসা আবেদন

সাইপ্রাস ভিসার আবেদন করার জন্য এই লিংকে ভিজিট করে। স্টেপ বাই স্টেপ সকল তথ্য প্রদান করে ভিসার জন্য আবেদন করুন।

সাইপ্রাস ভিসা চেক করার নিয়ম

এই লিংকে ভিজিট করে, পাসপোর্ট ও ভিসা নাম্বার দিয়ে, খুব সহজেই সাইপ্রাস ভিসা চেক করে নিতে পারবেন।

তুর্কি সাইপ্রাস বা সাইপ্রাসের সর্বনিম্ন বেতন কত

সাপ্রাসের সর্বনিন্ম বেতন ৭০০ থেকে ১০০০ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকার মত। 

তবে কৃষি কাজ বা রেষ্টুরেন্টে কাজ করে একজন প্রতি মাসে এভারেজে ৪০০ থেকে ৫০০ ইউরো বেতন পেয়ে থাকে।

মূল কথা, বিশ্বের অন্যান্ন দেশের মত সাইপ্রাস সরকার ও কাজের দক্ষতার ওপর ভিত্তি করে বেতন দিয়ে থাকে। 

তুর্কি সাইপ্রাস ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা

সাইপ্রাসের টাকার নাম ইউরো। আজকের দিনে সাইপ্রাসের ১ ইউরো সমান বাংলাদেশি ১২৫.৫৬ টাকার মত।

বি: দ্র: প্রতিদিন টাকার মান কম বেশি হয়ে থাকে।

সাইপ্রাস থেকে ইতালির দুরত্ব কত এবং যেতে কত সময় লাগে

সাইপ্রাস থেকে ইটালির দুরত্ব ১,৯৫৭ কিলো মিটার। সাইপ্রাস থেকে বিমানে করে ইটালি যেতে ১৩ ঘন্টার মত সময় লাগে।

সাইপ্রাস যেতে কত বছর বয়স লাগে

সাইপ্রাস যাওয়ার সর্বিনিন্ম বয়স ১৮ এবং সর্বোচ্চ বয়স হিসেবে ৫৫ বছর নির্ধারন করেছে সাইপ্রাস সরকার। 

সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়ার উপায় 

সাইপ্রাস থেকে চাইলে ইউরোপের যে কোন দেশে পাড়ি জমানো যায়। কারণ আমি আগেই বলেছি সাইপ্রাস উইরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র। 

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের লোক একই ভিসা দিয়ে ইউরোপের যে কোন দেশে খুব সহজেই যাতাওয়াত করতে পারে।

সাইপ্রাস কি ইউরোপের অন্তর্ভুক্ত

হ্যা, ভোগলিক দিক থেকে সাইপ্রাস এশিয়ার অন্তর্ভুক্ত হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র। অতএব বলা যায় সাইপ্রাস ইউরোপের অন্তর্ভুক্ত। 

সাইপ্রাস যেতে সবচেয়ে কম খরচ হয় কোন মাসে 

বর্তমান সময়ে ফেব্রুয়ারি মাস হল সাইপ্রাসের টিকেট বুক করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ৷ এ সময়ে তুলনামূলক কম খরচে সাইপ্রাসে যাওয়া যায়।

আর আগস্ট মাসে সাইপ্রাসে যাওয়া সবচেয়ে ব্যয়বহুল হবে।

সাইপ্রাসে কতদিন থাকা যায়

পর্যাটক হিসেবে সাইপ্রাস গেলে ভিসা ছাড়াই ৯০ দিন সেখানে অবস্থান করা যায়। 

আর ওয়ার্ক পারমিট বা অন্য যে কোন ভিসা নিয়ে গেলে, সেই ভিসার মেয়াদ অনুযায়ী সাইপ্রাসে অবস্থান করা যায়।

সাইপ্রাস ভাষা

গ্রিক ভাষা ও তুর্কি ভাষা হল যথাক্রমে সাইপ্রাসের সরকারী ভাষা। এর মধ্যে গ্রিক ভাষায় সাইপ্রাসের প্রায় চার-পঞ্চমাংশ এবং তুর্কি ভাষায় এক-পঞ্চমাংশ মানুষ কথা বলেন। 

এছাড়াও আরবি, সিরীয় এবং আর্মেনীয় ভাষায় সাইপ্রাসের বেশ কয়েক হাজার লোক কথা বলে।

শেষ কথাঃ আজকে আমরা জানলাম সাইপ্রাস যেতে কত টাকা লাগে। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আরও অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে নিচের লিংকে ভিজিট করুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url