ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে

ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা

ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে, কোন কাজের চাহিদা বেশি, বেতন কেমন, টাকার মান কেমন, ভিসার আবেদন করার নিয়ম, নাগরিকত্ব পাওয়ার উপায় সহ বিস্তারিত সকল তথ্য জানুন।

ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে

পূর্বে খুব বেশি লোক ক্রোয়েশিয়া যেতে না চাইলেও, বর্তমানে ক্রোয়েশিয়া সেনজেন ভুক্ত হওয়ার পর বাংলাদেশ থেকে বহু লোক ক্রোয়েশিয়া যাচ্ছেন। যার মূল কারন ক্রয়েশিয়ার মোটা অংকের বেতন এবং থাকা ও খাওয়ার সুবিধা। যারা নতুন করে যেতে চাচ্ছেন তারা অনেকেই জানতে চেয়েছেন ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে। 

জানুন. কানাডা যেতে কত টাকা লাগে 

            কাতার যেতে কত টাকা লাগে

Index:

1. ক্রোয়েশিয়া দেশটি কেমন

2. ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে

3. ক্রোয়েশিয়া কাজের ভিসা দাম কত

4. ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি

5. ক্রোয়েশিয়া সর্বনিন্ম বেতন কত

6. ক্রোয়েশিয়া ভিসা আবেদন করার নিয়ম 

7.ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট চেক অনলাইন

8. ক্রোয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

9. ক্রোয়েশিয়া যেতে কত বয়স লাগে

10. ক্রোয়েশিয়া নাগরিকত্ব পাওয়ার উপায়

11. আমাদের শেষ কথা।

ক্রোয়েশিয়া দেশটি কেমন

ক্রোয়েশিয়া হল ইউরোপ মহাদেশের সেনজেন ভুক্ত একটি রাষ্ট্র। যা ৭০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দের ভেতর অধিকতর সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করে।

এর রাজধানীর নাম জাগ্রেব। এর আয়তন ৫৬,৫৯৪ বর্গ কিলোমিটার। ক্রোয়েশিয়ার মোট জনসংখ্যা ৪.২৮ মিলিয়ন। যাদের বেশিরভাগ ই রোমান ক্যাথলিক। এখানকার মানুষের মাথাপিছু আয় ১৫,৩৫৫ মার্কিন ডলার। 

ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগবে তা মূলত নির্ভর করবে ভিসার ক্যাটাগরীর উপর। আপনি যে ক্যাটাগরীর ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যাবেন খরচ ও তেমন হবে।

কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ হয়।

স্টুডেন্ট ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে ৪ লক্ষ টাকার মত খরচ হয়।

আর আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে চান তাহলে আপনার ২.৫ থেকে ৩ লক্ষ টাকার মত খরচ হয়ে থাকে।

ক্রোয়েশিয়া কাজের ভিসার দাম কত

বাংলাদেশ থেকে যত লোক ক্রোয়েশিয়া যায় তার বেশিরভাগই যাই কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আপনি যদি ক্রোয়েশিয়া কাজের ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে চান তাহলে সকল খরচ সহ আপনার আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকার মত খরচ হতে পারে।

ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি

ক্রোয়েশিয়ায় কমবেশি সকল কাজেরই চাহিদা রয়েছে। তবে কিছু কছু কাজের বিশেষ চাহিদা রয়েছে। যেমন:

  • হোটেল বা রেষ্টুরেন্টের কাজ।
  • কন্সট্রাকশন।
  • কৃষি কাজ। 
  • মেকানিক্যাল।
  • ড্রাইভিং।
  • ক্লিনার।
  • ফুড প্যাকেজিং।
  • ইলেকট্রিশিয়ান 

ইত্যাদি কাজের প্রচুর চাহিদা রয়েছে ক্রোয়েশিয়াতে।

ক্রোয়েশিয়া সর্বনিন্ম বেতন কত

বিশ্বের অন্য যে কোন দেশের মতোই ক্রোয়েশিয়া সরকার দক্ষ লোককে অধিক মূল্যায়ন করে থাকে। আর ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের অধিক উন্নত দেশ হওয়ায় সেখানে মোটামুটি ভালো অংকের বেতন পাওয়া যায়।

২০২৩ সালের ঘোষণা অনুযায়ি ক্রোয়েশিয়ার সর্বনিন্ম বেতন ৭০০ ইউরো। যা বাংলােদি টাকায় প্রায় ৮২,২৪৫ টাকার মত। 

আর আপনি যদি কোন কাজের ওপর অধিক দক্ষ হয়ে থাকেন তাহলে খুব সহজেই মাসে ১ লক্ষের ও বেশি টাকা ইনকাম করতে পারবেন।

কিছুক্ষেত্রে যে কোম্পানির আন্ডারে কাজ করবেন সেখান থেকে থাকা খাওয়ার খরচ ও কিছুটা দিয়ে থাকে।

ক্রোয়েশিয়া ভিসা আবেদন করার নিয়ম 

ক্রোয়েশিয়া ভিসা আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। ঘরে বসেই আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ক্রোয়েশিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। 

https://crovisa.mvep.hr/StatusRequest.aspx?langId=en এইওয়েবসাইটিতে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন। 

আবেদন এপ্রুভ হলে আবেদনের কপি এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে বাংলাদেশে অবস্থিত ক্রোয়েশিয়া ভিসা এম্বাসিতে (ঢাকায়) যোগাযোগ করুন।

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট অনলাইন চেক করার নিয়ম

অনলাইনে ক্রোয়েশিয়া ভিসা চেক করার জন্য এই লিংকে https://crovisa.mvep.hr/StatusRequest.aspx?langId=en প্রবেশ করুন।  

ভিসা আবেদন করার সময় যে সিরিয়াল নাম্বর ও পিন কোড দিয়ে ছিলো সেটা ঠিকঠাক ভাবে টাইপ করুন।

এখন ক্যপচাটি পূরণ করে Send বাটনে ক্লিক করুন। তাহলে, সাথে সাথেই আপনার ভিসার সর্বশেষ আপডেট দেখতে পাবেন।

ক্রোয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের রাষ্ট্র হওয়ায় তাদের মুদ্রার নাম ইউরো। আজকের দিনে ক্রোয়েশিয়ার ১ ইউরো সমান ১১৮.২২ টাকা।

পূর্বে তাদের নিজস্ব মুদ্রা থাকলেও ২০২৩ সালের ১লা জানুয়ারী থেকে তারা ইউরো ব্যবহার শুরু করেছে।

ক্রোয়েশিয়া যেতে কত বয়স লাগে

বিশ্বের যে কোন দেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ক্রোয়েশিয়া সরকার একটি বয়সীমা নির্ধারণ করেছে। যার সর্বনিন্ম হল ১৮ বছর এবং সর্বোচ্চ হল ৪৫ বছর।

ক্রোয়েশিয়া নাগরিকত্ব পাওয়ার উপায় কি

ক্রোয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার সর্ব প্রথম শর্ত হল পারমানেন্ট রেসিডেন্ট। কারো যদি ৩ বছরের বেশি সময় ধরে পারমানেন্ট রেসিডেন্ট থাকে তহলে সে ক্রোয়েশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।

আবেদন করার পর আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে।

  • বয়স অবশ্যই ১৮+ হতে হবে।
  • ক্রোয়েশিয়ার ভাষা জানতে হবে।
  • ক্রোয়েশিয়া সম্পর্কে একটি পরীক্ষা দিতে হবে। 
  • ক্রোয়েশিয়ার সংস্কৃতি গ্রহণ করেছেন এবং সেখানকার আইন কানুনের উপর আপনি যত্নশীল তা প্রমান করতে হবে। 
  • আপনি যদি ক্রোয়েশিয়ার খেলাধুলা, অর্থনীতি, শিল্প, বিজ্ঞান ইত্যাদি জিনিষে অভিজ্ঞ হন তাহলে আপনি খুব সহজেই এক বছরের জন্য সেখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন।
  • এছাড়া ও আপনি যদি ক্রোয়েশিয়ার কোন নাগরিককে বিয়ে করেন তাহলে সেখানে স্থায়ীভাবে বসাবস করার সুযোগ পাবেন।

বাংলাদেশে কি ক্রোয়েশিয়ার এম্বাসি আছে

না, বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোন এম্বাসি নেই। ক্রোয়েশিয়াতে অবস্থানরাত বাংলাদেশিকে, যে কোন প্রয়োজনে নেদারল্যান্ডস বাংলাদেশি দুতাবাসে যোগাযোগ করতে হয়।

শেষ কথাঃ আজকে আমরা জানলাম ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে সহ বিস্তারিত অনেক তথ্য। বিষয়টি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে নিচের লিংকে ভিজিট করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url