ব্রুনাই যেতে কত টাকা লাগে

ব্রুনাই যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 

ব্রুনাই যেতে কত টাকা লাগে, বেতন কেমন, কোন কাজের চাহিদা বেশে,টাকার মান কেমন, যেতে কত বছর বয়স লাগে সহ বিস্তারিত সকল তথ্য জানুন।

ব্রুনাই যেতে কত টাকা লাগে

Index:

1. ব্রুনাই দেশটি কেমন

2. ব্রুনাই যেতে কত টাকা লাগে

3. ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি

4.ব্রুনাই ভিসা ক্যাটাগরী

5. ব্রুনাই ভিসা প্রসেসিং 

6.ব্রুনাই ভিসা চেক করার নিয়ম

7. ব্রুনাই সর্বনিম্ন বেতন কত

8. ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে

9. ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা

10. ব্রুনাই থেকে কোন কোন দেশে যাওয়া যায়

11. আামদের শেষ কথা

জানুন. কানাডা যেতে কত টাকা লাগে 

            কাতার যেতে কত টাকা লাগে

ব্রুনাই দেশটি কেমন

ব্রুনাই হল দক্ষিণ পূর্ব এশিয়ার রাজতান্ত্রিক ইসলামী একটি রাষ্ট্র। বর্তমান বিশ্বের বুকে ব্রুনাই একটি অতি উন্নত দেশ। এর রাজধানীর নাম বন্দর সেরি বেগাওয়ান। 

এর আয়তন মাত্র ৫,৭৬৫ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ৪,৩৭,০০০ এর মত। এখানকার মানুষের মাথাপিছু আয় ৮১,৬১২ মার্কিন ডলার। 

ব্রুনাই যেতে কত টাকা লাগে 

ব্রুনাই যেতে কত টাকা লাগবে তা মূলত নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরীর ভিসা নিয়ে ব্রুনাই যাবেন তার ওপর।

আপনি যদি সরকারি ভাবে যান তাহলে আপনার ২ থেকে ৩ লক্ষ টাকার মত খরচ হবে। 

আর যদি কোন এজেন্ট বা দালালের মাধ্যমে ব্রুনাই যান, তাহলে আপনার ৩ থেকে ৫ লক্ষ টাকার মত খরচ হবে।

তবে, আমার ব্যক্তিগত উপদেশ থাকবে সরকারি ভাবে ব্রুনাই যাওয়ার জন্য। 

ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি

ব্রুনাই কয়েকটি কাজের অনেক বেশি চাহিদা আছে। কাজগুলোর জন্য তারা মোটামুটি ভালো অংকের বেতন ও দিয়ে থাকে। যেমন:

  • হোটেল বা রেষ্টুরেন্টর কাজ।
  • কৃষি কাজ।
  • কনস্ট্রাকশনের কাজ।
  • টাইলস মিস্ত্রি।
  • গার্মেন্টস সহ বিভিন্ন ফ্যাক্টরীর কাজ।
  • ড্রাইভিং। 

ব্রুনাই ভিসা ক্যাটাগরী:

ব্রুনাই ভিসার কয়েকটি ক্যাটাগরী রয়েছে।

১. ব্রুনাই কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট।

২. ব্রুনাই স্টুডেন্ট ভিসা।

৩. ব্রুনাই চিকিৎসা ভিসা।

৪. ব্রুনাই টুরিস্ট ভিসা।

৫. ব্রুনাই ফ্রি ভিসা।

ব্রুনাই ভিসা প্রসেসিং

যে কোন দেশে যাওয়ার জন্য সর্বপ্রথম পাসপোর্ট এবং উক্ত দেশের ভিসা প্রয়োজন। ভিসা প্রসেসিং হতে ও বেশ কিছু দিন সময় লাগে।

ব্রুনাই ভিসা প্রসেসিং হতে ও আবেদনের পর থেকে, ১৫ থেকে ২৫ দিনের মত সময় লাগে। তবে কিছু ক্ষেত্রে ১ মাস ও লেগে যেতে পারে।

ব্রুনাই ভিসা চেক করার নিয়ম

http://www.labour.gov.bn/ এই লিংকে ভিজিট করে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই ঘরে বসে আপনি আপনার ব্রুনাই ভিসা চেক করে নিতে পারবেন।

ব্রুনাই সর্বনিম্ন বেতন কত

কাজের জন্য ব্রুনাই দেশটি পারফেক্ট। যার মূল কারণ সেখানকার মোটা অংকের বেতন।

ব্রুনাইয়ের সর্বনিন্ম বেতন ৫০-৬০ হাজার টাকা। তবে আপনি যদি কোন কাজের উপর অধিক দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ১ লক্ষের ও অধিক টাকা ইনকাম করতে পারবেন।

ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে

এক দেশ থেকে অন্য যে কোন দেশে যাওয়ার জন্য সেই দেশের একটি নির্দিষ্ট বয়সসীমা থাকে। যেটা উক্ত দেশের সরকার কতৃক নির্ধারিত হয়।

ব্রুনাই যাওয়ার সর্বনিন্ম বয়স ১৮ এবং সর্বোচ্চ বয়স সীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে।

ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা

ব্রুনাইয়ের মুদ্রার নাম ব্রুনাই ডলার। ১ ব্রুনাই ডালার সমান বাংলাদেশি ৮০.৮২ টাকা। 

ব্রুনাই থেকে কোন কোন দেশে যাওয়া যায়

ব্রুনাই থেকে ইউরোপের যে কোন দেশে যাওয়া যায়।

আামদের শেষ কথা: আজকে আমরা জানলাম ব্রুনাই যেতে কত টাকা লাগে। এ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url