মালদ্বীপ যেতে কত টাকা লাগে

মালদ্বীপ যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা

মালদ্বীপ যেতে কত টাকা লাগে, দেশটি কেমন, বিমান ভাড়া, টাকার মান কেমন, ভ্রমণ প্যাকেজ, ভ্রমণের উত্তম সময়, ভিসা প্রসেসিং সহ বিস্তারিত সকল তথ্য জানুন।

মালদ্বীপ যেতে কত টাকা লাগে

মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমারোহ উপভোগ করার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক মালদ্বীপ যায়। তারা প্রত্যেকে জানতে চেয়েছেন যে মালদ্বীপ যেতে কত টাকা লাগে

INDEX:

1. মালদ্বীপ যেতে কত টাকা লাগে

2.1. মালদ্বীপ বিমান ভাড়া কেমন

2.2. মালদ্বীপের হোটেল ভাড়া কেমন

2.3. মালদ্বীপে খাবার খরচ কেমন

3. মালদ্বীপ বেতন কত

4. মালদ্বীপ ভিসা কবে খুলবে 

5. মালদ্বীপ টাকার মান কেমন

6. মালদ্বীপ ভ্রমণের সেরা মাস কোনটি 

7. বাংলাদেশিদের কি মালদ্বীপ যেতে ভিসা লাগবে

8. মালদ্বীপ ভিসা প্রসেসিং

9. মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ ২০২৪ 

10. FAQ

জানুন. কানাডা যেতে কত টাকা লাগে 

            কাতার যেতে কত টাকা লাগে

মালদ্বীপ দেশটি কেমন

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ দেশটি দক্ষিণ  এশিয়ায় অবস্থিত এবং প্রায় ১২০০ ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। এর রাজধানীর নাম মালে।

পর্যাটনের জন্য বিখ্যাত দেশটির আয়তন ৯০ হাজার বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৫,২৯,৬৬৭ জন। 

মালদ্বীপের মানুষের মাথা পিছু আয় $১৩,৯৫৪। মালদ্বীপের সবচাইতে পর্যটন এলাকা হল মালের আইল্যান্ড নামক স্থান।

মালদ্বীপ যেতে কত টাকা লাগে

মালদ্বীপ যেতে কত টাকা লাগে তা একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বিমান ভাড়া থেকে শুরু করে থাকা ও খাওয়া সহ একটা আনুমানিক হিসাব দেওয়া যেতে পারে। 

সেই হিসাবে বাংলাদেশ থেকে মালদ্বীপ যেতে বিমান ভাড়া হিসেবে ৪৫ থেকে ৬০ হাজার টাকার মত খরচ হবে। যাওয়া,থাকা,খাওয়া এবং ঘোরাঘুরি সব মিলিয়ে প্রায় ৯০ থেকে ১ লক্ষ টাকার মত খরচ হয়।

নিচে বিস্তারিত হিসাব দেওয়া হলো

মালদ্বীপ বিমান ভাড়া কেমন

  • US Bangla Airlines- ২৬,০০০ - ৩৩,০০০ টাকা (Super sever) - ৫৪ হাজার থেকে ৮৯      হাজার। (Business flaxible).

  • SriLanka Airlines-৩৩,০০০–৪২,০০০ টাকা।
  • Biman Bangladesh Airlines- ৩২,০০০-৪০,০০০

     টাকা।        

  • Indigo Air -৩৭,০০০ – ৪২,০০০ টাকা (Business flaxible).

মালদ্বীপের হোটেল ভাড়া কেমন

অন্যান্ন দেশের তুলনায় মালদ্বীপের হোটেল ভাড়ায় একটু বেশি টাকা গুনতে হয়। মালদ্বীপের হোটেলে থাকার জন্য কয়েকটি প্যাকেজ রয়েছে।

শহরেরে ভেতর দুইজনে এক রাত থাকতে হলে ৩ থেকে ৭ হাজার টাকা খরচ হয়।

আর আইল্যান্ডের কাছাকাছি রিসোর্টে থাকতে হলে প্রতি রাতে ১৬ হাজার থেকে ২৮ হাজার টাকার মত খরচ হবে।

মালদ্বীপে খাবার খরচ কেমন

মালদ্বীপে একেবারে সাধারণ খাবার খেলে, প্রতি বেলায় ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হবে। 

এছাড়া ও মালদ্বীপ দ্বীপের রাষ্ট্র হওয়ায় আপনি সেখানে স্পীডবোর্ড ভাড়া করে ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ১৫ থেকে ১৭ হাজার টাকা বাড়তি খরচ করতে হবে।

মালদ্বীপ বেতন কত

একটি গবেষণায় দেখা গেছে মালদ্বীপে সব মিলিয়ে বাংলাদেশী কর্মী আছে প্রায় ১ লক্ষের কাছাকাছি। আর্থাৎ সেখানকার মোট জনসংখ্যার পাঁচ ভাগের একভাগ হলো বাংলাদেশী।

বাংলাদেশী কর্মীরা মালদ্বীপে গড়ে ২৫০- ৩০০ ডলার বেতন পেয়ে থাকে। তবে কাজের ধরনের ওপর ভিত্তি করে বেতন কম বেশি হয়ে থাকে। এর পাশাপাশি থাকা ও খাওয়ার জন্য অল্প কিছু ভাতা পেয়ে থাকে।

মালদ্বীপ ভিসা কবে খুলবে 

করোনা মহামারীর জন্য বেশ কিছু দিন মালদ্বীপের ভিসা বন্ধ থাকলেও বর্মানে এই ভিসা চালু আছে। গত বছর অর্থাৎ ২০২২ সালের ২৫ শে নভেম্বর মালদ্বীপ ভিসা চালু করা হয়েছে এবং অধ্যবধি চালু আছে।

মালদ্বীপের টাকার মান কত

মালদ্বীপের মুদ্রার নাম রুফিয়া। আজকের দিনে মালদ্বীপের ১ রুফিয়া সমান বাংলাদেশি ৭.১৫ টাকা। 

বি:দ্র: টাকার মান প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে।

বাংলাদেশ থেকে মালদ্বীপ কত কিলোমিটার

বাংলাদেশ থেকে মালদ্বীপের দুরত্ব ৭৯২৭ কিলোমিটার এবং বাংলাদেশ থেকে বিমানে করে মালদ্বীপ যেতে সময় লাগে ৪ ঘন্টা ২০ মিনিটের মত।

মালদ্বীপ ভ্রমণের সেরা মাস কোনটি 

মালদ্বীপ ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময় হল নভেম্বর থেকে এপ্রিল মাস। কারন এ সময় সেখানে গ্রীষ্মকাল থাকে। 

এ সময় মালদ্বীপের আবহাওয়া ভালো থাকে, বৃষ্টি কম হয় এবং সমুদ্রের পানির রং থাকে অসম্ভব রকমের সুন্দর।

তাই আমার ব্যক্তিগত মতে এই সময়টি মালদ্বীপ ভ্রমণের জন্য সেরা সময়।

বাংলাদেশিদের কি মালদ্বীপ যেতে ভিসা লাগবে

অন্যান্ন যে কোন দেশে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হলে ও মালদ্বীপে ভ্রমণের জন্য ভিসার দরকার হয় না। 

একজন বাংলাদেশি ভিসা ছাড়াই সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত মালদ্বীপ ভ্রমণ করতে এবং সেখানে থাকতে পারবেন।

মালদ্বীপ ভিসা প্রসেসিং

মালদ্বীপের ভিসা পেতে কতদিন সময় লাগে

বিশ্বের অন্যান্ন যে কোন দেশের মত মালদ্বীপ ভিসা পেতে সর্বনিন্ম ৩ থেকে ৫ কার্যদিবস সময় লাগে। 

তবে বিশ্বের যে কোন দেশের নাগরীক সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সেখানে ভ্রমণ করতে পারবে কোন প্রকার ভিসা ছাড়াই।

মালদ্বীপ ভ্রমণ Us bangla প্যাকেজ

মালদ্বীপ ভ্রমণের জন্য US Bangla পর্যাটকদের একটি প্যাকেজ চালু করেছে।

ঢাকা টু মালদ্বীপ রিটার্ন টিকেট সহ, ২ রাত ৩ দিন থাকা, খাওয়া, এয়ারপোর্টে থেকে হোটেলে অত্যাধুনিক স্পীডবোর্ড যাতায়াত, ফ্রী ওয়াইফাই। এই  সকল সুযোগ সুবিধার জন্য ৪৩,৯৯০ টাকা নিবে। 

প্যাকেজ গুলো টুইন শেয়ার অর্থাৎ দুইজনের জন্য। সাথে ছোট বাচ্চাদের জন্য ও নানাবিধ প্যাকেজ রয়েছে।

#FAQ

মালদ্বীপ যেতে কত বছর বয়স লাগে

মালদ্বীপ যাওয়ার জন্য সেখানকার সরকার সর্বনিম্ন বয়স হিসেবে নির্ধারণ করেছে ২২ বছর। তবে টুরিস্ট হিসেবে যে কোন বয়সেই মালদ্বীপ ভ্রমণ কার যায়।

মালদ্বীপ যেতে কি কি লাগে?

মালদ্বীপ যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন একটি বৈধ পাসপোর্ট। যার মেয়াদ কমপক্ষে ০৬ মাস থাকতে হবে।

মালদ্বীপে কত দিন থাকা যায়?

ভ্রমনের জন্য মালদ্বীপ যেতে কোন প্রকার ভিসার প্রয়োজন হয় না। ভিসা ছাড়াই আপনি ৩০ দিন সেখানে অবস্থান করতে পারবেন।

পরবর্তিতে আপনি চাইলে আবার মেয়াদ ৬০ দিন বাড়াতে পারবেন।তবে অতিরিক্ত ৭০০ রুফিয়া ফি প্রদান করতে হবে মালদ্বীপ সরকারকে।

মালদ্বীপ ঘুরতে যেতে কত টাকা লাগে?

বিমানে যাতাওয়াত থেকে শুরু করে ২ দিন ৩ রাত মালদ্বীপে থাকার জন্য আপনার ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকার মত খরচ হবে।

মালদ্বীপ যেতে কত সময় লাগে

বাংলাদেশের ঢাকা থেকে বিমানে করে মালদ্বীপ যেতে ০৪ ঘন্টা ১৫ মিনিটের মত সময় লাগে।

শেষ কথাঃ আজকে আমরা জানলাম মালদ্বীপ যেতে কত টাকা লাগে। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

কোন দেশে যেতে কত টাকা লাগে সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url