বুলগেরিয়া যেতে কত টাকা লাগে

বুলগেরিয়া যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 
বুলগেরিয়া যেতে কত টাকা লাগে

বুলগেরিয়া যেতে কত টাকা লাগে, বেতন কত, কোন কাজের চাহিদা বেশি, টাকার মান কেমন সহ বিস্তারিত সকল তথ্য জানুন।

আজকের আলোচনার টপিক বুলগেরিয়া যেতে কত টাকা লাগে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর, সম্প্রতি বুলগেরিয়া সরকার বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া ভিসা চালু করেছে। আপনি যদি সুযোগটি হাতছাড়া না করতে চান তাহলে এই পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

INDEX:

1 . বুলগেরিয়া দেশটি কেমন

2. বুলগেরিয়া যেতে কত টাকা লাগে

3. বুলগেরিয়া গার্মেন্টস ভিসা

4. বুলগেরিয়া ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা

5. বুলগেরিয়া সর্বনিম্ন বেতন কত টাকা

6. বুলগেরিয়ায় যাওয়ার বয়স সীমা 

7. বুলগেরিয়া যেতে কত দিন সময় লাগে

8. বুলগেরিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

9. বুলগেরিয়া থেকে ইতালি কত কিলোমিটার

10. বুলগেরিয়া কি সেনজেন

জানুন. কানাডা যেতে কত টাকা লাগে 

            কাতার যেতে কত টাকা লাগে

বুলগেরিয়া দেশটি কেমন

বুলগেরিয়া হল দক্ষিণ-পূর্ব ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারী নাম বুলগেরিয়া প্রজাতন্ত্র। 

বুলগেরিয়ার রাজধানীর নাম সোফিয়া। ২০০৭ সালে বুলগেরিয়া ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।

বুলগেরিয়ার মোট জনসংখ্যা ৭৭ লক্ষ। এখানকার জনগনের মাথাপিছু আয় ২১৫৭৮ মার্কিন ডলার। 

বুলগেরিয়া যেতে কত টাকা লাগে

বুলগেরিয়া যেতে কত টাকা লাগবে, তা মূলত নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরীর ভিসা নিয়ে বুলগেরিয়া যাবেন তার উপর।

বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক বুলগেরিয়া যায় তার সিংহভাগই যায় গার্মেন্টস ভিসায়। এই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে আপনার ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হবে।

তবে আপনি যদি বুলগেরিয়ার কোন সংস্থার রেফারেন্স নিয়ে অথবা সেখানে অবস্থানরত কারো সুপারিশ নিয়ে যেতে পারেন তাহলে খরচ অনেকটাই কম হবে।

এছাড়াও অনলাইনে ও বুলগেরিয়ার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম কাজের নিয়োগ দিয়ে থাকে। সেখানে আবেদন করে, সিলেক্ট হলেও অনেক কম খরচেই বুলগেরিয়া যেতে পারবেন।

বুলগেরিয়া গার্মেন্টস ভিসা

আগেই বলেছি বাংলাদেশ থেকে যে পরিমান লোক বুলগেরিয়া যায় তার বেশিরভাগই যায় গার্মেন্টস ভিসায়। 

বুলগেরিয়ার বিভিন্ন ক্যাটাগরীর ভিসা থাকা সত্বেও বর্তমানে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র এই ভিসাটি চালু আছে। 

গার্মেন্টস ভিসায় নারী ও পুরুষ উভয়ই যেতে পারলেও, তাদের কাজ কিন্তু পৃথক। নারীদের জন্য সুইং মেশিন ওপারেটর, আয়রণ মেশিন অপারেটর ইত্যাদি কাজ রয়েছে।

আর পুরুষদের জন্য টেক্সটাইল টেলার সহ বিভিন্ন প্রকার কাজ রয়েছে।

বুলগেরিয়া ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা

বুলগেরিয়া সরকার বাইরের দেশ থেকে কিছু সময় অদক্ষ লোক নিলেও মূলত তারা দক্ষ লোক আমদানি করে থাকে। সে ক্ষেত্রে আপনাকে যে কোন একটি কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে। 

বুলগেরিয়ার কাজের ভিসা তিন প্রকার।

১. এ টাইপ- এয়ারপোর্ট ট্রানজিটের জন্য।

২. সি টাইপ- স্বল্প সময় থাকার জন্য। 

৩. ডি টাইপ- দীর্ঘদিন থাকার জন্য। 

আপনি যদি কাজের ভিসা নিয়ে বুলগেরিয়া যেতে চান তাহলে অবশ্যই ডি টাইপ ভিসা তৈরি করবেন। আর এই ভিসা নিয়ে বুলগেরিয়া যেতে হলে আপনাকে ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ করতে হবে।

বুলগেরিয়া সর্বনিম্ন বেতন কত টাকা

বুলগেরিয়ার সর্বনিন্ম বেতন হল ৫০০ থেকে ৬০০ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মত।

আপনি যদি কোন কাজের উপর অধিক দক্ষ হন তাহলে সর্বোচ্চ ১০ থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত ও বেতন পেতে পারেন।

বুলগেরিয়ায় যাওয়ার বয়স সীমা 

অন্যান্ন দেশে যাওয়ার সর্বনিন্ম বয়স ১৮ হলেও, বুলগেরিয়া যাওয়ার জন্য সেখানকার সরকার সর্বনিন্ম বয়স হিসেবে ২১ বছর। আর সর্বোচ্চ হিসেবে ৩৫ বছর নির্ধারণ করেছে।

বুলগেরিয়া যেতে কত দিন সময় লাগে

সাধারণত জরুরি ভিত্তিতে যে কোন দেশের ভিসা পেতে সর্বনিন্ম ৩ থেকে ৫ কার্যদিবস সময় লাগে। তবে বুলগেরিয়া ভিসা আরও অনেক কম সময়ে মানে ৪৮ ঘন্টার ভেতরে পাওয়া যায়।

বুলগেরিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

বুলগেরিয়ার মুদ্রার নাম লেভ। আজকের দিনে বুলগেরিয়ার ১ টাকা সমান বাংলাদেশি ৫৯.৬৯ টাকা। 

বি: দ্র: টাকার মান প্রতিদিনই কম বেশি হয়।

বুলগেরিয়া থেকে ইতালি কত কিলোমিটার

বুলগেরিয়া থেকে ইতালির দুরত্ব ১৯৭১.৪ কিলোমিটার। বুলগেরিয়া থেকে ইতালি যেতে ১৯ ঘন্টা ৩২ মিনিট মত সময় লাগে।

বুলগেরিয়া কি সেনজেন

ইউরোপ মহাদেশের ২৭ টি দেশ নিয়ে গঠিত একটি অঞ্চল মূলত সেনজেন হিসেবে পরিচিত। বুলগেরিয়া ইউরোপ মহাদেশের রাষ্ট্র হওয়া সত্বেও সেনজেনের আওতাভুক্ত নয়। 

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী খুব দ্রুতই বুলগেরিয়া সেনজেনের সদস্য হবে।

আমাদের শেষ কথাঃ আজকে আমরা জানলাম বুলগেরিয়া যেতে কত টাকা লাগে সহ বিস্তারিত অনেক তথ্য।

ভিসা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url