বাহরাইন যেতে কত টাকা লাগে

বাহরাইন যেতে কত টাকা লাগে। 

By আসিফ ইকবাল বাদশা 

বাহরাইন যেতে কত টাকা লাগে, বাহরাইন ভিসার প্রকারভেদ, কোন কাজের চাহিদা বেশি, বেতন কেমন সহ, বাহরাইন ভিসা সম্পর্কিত বিস্তারিত জানুন। 

বাহরাইন যেতে কত টাকা লাগে

বর্তমানে বাংলাদশের বহু লোক বাহরাইনে থাকে। নতুন করে আবার অনেকে যেতে চাচ্ছে। আপনি যদি বাহরাইন যেতে চান তাহলে আজকের এই পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আজকে আমি বাহরাইন যেতে কত টাকা  লাগে তা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

জানুন. কানাডা যেতে কত টাকা লাগে 

            কাতার যেতে কত টাকা লাগে

INDEX:

  1. বাহরাইন দেশটি কেমন
  2. বাহরাইন যেতে কত টাকা লাগে
  3. বাহরাইন ভিসার প্রকারভেদ
  4. বাহরাইন কোন কাজের চাহিদা বেশি
  5. বাহরাইনের বেতন কেমন
  6. বাহরাইন যেতে কত বছর বয়স লাগে
  7. বাহরাইন ভিসা পাওয়ার উপায়
  8. বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা
  9. বাহরাইন ভিসা কি চালু হয়েছে
  10. বাহরাইন ভিসা পেতে কতদিন সময় লাগে
  11. বাহরাইন ভিসা পাওয়ার উপায়
  12. আমাদের শেষ কথা।

বাহরাইন দেশটি কেমন

বাহরাইন দেশটি মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দ্বীপ রাষ্ট্র। এর আয়তন প্রায় ৭৮০ বর্গ কিলোমিটার। এর রাজধানীর নাম মানামা।

 এখানকার সরকারি ভাষা হল আরবি। বাহরাইনের বর্তমান জনসংখ্যা ৮ লক্ষের কাছাকাছি এবং মাথাপিছু আয় ৫১ হাজার ৯৫৬ মার্কিন ডলার। 

বাহরাইন যেতে কত টাকা লাগে

বাহরাইন যেতে কত টাকা লাগে তা মূলত ডিপেন্ড করবে, আপনি কি প্রসেসে সেখানে যাবেন তার ওপর। এজেন্সির মাধ্যমে গেলে একরকম খরচ আবার দালদালের মাধ্যমে গেলে অন্য রকম খরচ।

তবে ব্যক্তিগতভাবে আমার উপদেশ থাকবে, কোন দালালের মাধ্যমে বাহরাইন না যেয়ে এজেন্সির মাধ্যমে যাবেন। তাহলে আপনার খরচ ও অনেকটা কমবে এবং  কাজটির ও সিকিউরিটি থাকবে।

আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে বাহরাইন যান তাহলে আপনার প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হবে। আর কোন দালালের মাধ্যমে গেলে ৬ থেকে ৮ লক্ষ টাকার মত খরচ হবে। 

এখন সিদ্ধান্ত একান্ত আপনারই। যে আপনি কোন প্রসেসে বাহরাইন যাবেন।

বাহরাইন ভিসার প্রকারভেদ

কোন দেশে ভ্রমণের পূর্বে সেই দেশের ভিসা সম্পর্কে মোটামুটি জেনে নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। যে কোন দেশের ভিসার বিভিন্ন ক্যাটাগরী থাকে। বাহরাইন ও তার ব্যাতিক্রম নয়।

বাহরাইন ভিসার ক্যাটাগরী

  • টুরিস্ট ভিসা। 
  • ব্যাবসায়িক ভিসা।
  • কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট। 
  • স্টুডেন্ট ভিসা।
  • ট্রানজিট ভিসা ইত্যাদি।

বাহরাইন কোন কাজের চাহিদা বেশি 

  • রোড ক্লিনার
  • গ্লাস ক্লিনার
  • হোটেল বা রেস্টুরেন্টের কাজ
  • কনস্ট্রাকশন
  • ড্রাইভিং 
  • মেডিক্যাল 
  • ইলেক্ট্রিশিয়ান
  • শপিংমল 
  • শেফ
  • বাসা বাড়ির কাজ ইত্যাদি।

বাহরাইনের বেতন কেমন

কাজের ক্যাটাগরীর উপর ভিত্তি করে করে বাহরাইনে মোটামুটি ভালো বেতন পাওয়া যায়। বাহরাইন গিয়ে বেশিরভাগ লোক কোন না কোন কোম্পানির আন্ডারে কাজ করে এবং সেই কোম্পানির কাজের লেভেল অনুযায়ি বেতন পায়।

বর্তমানে বাহরাইনে কাজের জন্য মানুষ ৩৫ হাজার থেকে শুরু করে ৬০ হাজার বা কিছু ক্ষেত্রে তার ও বেশি বেতন পেয়ে থাকে।

বাহরাইন যেতে কত বছর বয়স লাগে

অন্যান্ন যে কোন দেশে যাওয়ার সর্বনিন্ম বয়স ১৮ হলেও, বাহরাইন সরকার সেখানে যাওয়ার জন্য সর্বনিন্ম বয়স হিসেবে ২০ বছর নির্ধরন করেছে। এছাড়া ও বাহরাইনে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা হল ৫৫ বছর।

বাহরাইন ভিসা পাওয়ার উপায়

বাহরাইন যাওয়ার জন্য কয়েকটি মাধ্যম রয়েছে যেমন:

১.কোন এজেন্সির মাধ্যমে। 

২. অনলাইনে সকল ফর্ম সঠিকভাবে পূরণ এবং জমা করনের মাধ্যমে।

৩.বাহরাইনে কোন পরিচিত লোক বা আত্মীয় স্বজন থাকলে তার মাধ্যমে।

আপনি আপনার পছন্দ মত মাধ্যম বেছে নিয়ে ভিসা করতে পারেন এবং বাহরাইন যেতে পারেন।

বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা

বাহরাইনের মুদ্রার নাম দিনার। বর্তমানে বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি ২৯৩ টাকা। তবে মনে রাখবেন টাকার মান প্রতিদিন কম/বেশি হয়ে থাকে।

বাহরাইন ভিসা কি চালু হয়েছে

অনেকের মনে একটাই প্রশ্ন বাহরাইন ভিসা কি চালু হয়েছে..??

উত্তর হিসেবে আমি বলবো হ্যা বর্তমানে বাহরাইন ভিসা চালু হয়েছে। কোভিড-১৯ এর জন্য মাঝখানে বেশ কিছু দিন বন্ধ থাকার পরে, এখন আবার পুনরায় বাহরাইন ভিসা চালু কারেছে বাহরাইন সরকার। 

এছাড়া ও গত ৪ বছরে বাংলাদেশীদের জন্য বাহরাইন ভিসা বন্ধ থাকলে ও বর্তমানে চালু আছে। 

বাহরাইন ভিসা পেতে কতদিন সময় লাগে

সাধারণত অতি জরুরি ভাবে যে কোন দেশের ভিসা পেতে হলে ৩ থেকে ৫ কার্যদিবস সময় লাগে। 

বাহরাইন ভিসা পেতে ও একই রকম সময় লাগে। তবে বিশেষ ক্ষেত্রে এই সময় কম বা বেশি লাগতে পারে।

বাহরাইন ভিসা পাওয়ার উপায়

বাহরাইন ভিসা পাওয়ার জন্য আপনাকে আপনার সকল লিগ্যাল ডকুমেন্টস দিয়ে  আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে তবেই আপনি বাহরাইন ভিসা পাবেন।

আমাদের শেষ কথাঃ আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম বাহরাইন যেতে কত টাকা লাগে এবং বাহরাইন ভিসা সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য। 

ভিসা সংক্রান্ত অন্য যে কোন তথ্য জানতে নিজের লিংকে ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url