সৌদি আরব যেতে কত টাকা লাগে ২০২৪

সৌদি আরব যেতে কত টাকা লাগে ২০২৪।

By আসিফ ইকবাল বাদশা

সৌদি আরব যেতে কত টাকা লাগে বা সৌদি ভিসার খরচ কত, সৌদি যেতে কি কি লাগে, কোন ভিসা ভালো, বেতন কেমন, সৌদির বিমান ভাড়া কত সহ বিস্তারিত সকল তথ্য জানুন।

সৌদি আরব যেতে কত টাকা লাগে

পরাশোনা, চাকরি, ব্যাবসা, চিকিৎসা সহ যে কোন কাজের জন্য আপনি কি সৌদি আরব যেতে চাচ্ছেন..!! তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারন আজকে আমি আলোচনা করবো সৌদি আরব যেতে কত টাকা লাগে ২০২৩ বা সৌদি ভিসার খরচ কত তা নিয়ে। 

আমাদের দেশের হাজার হাজার লোক জিবিকার তাগিদে প্রতি বছর সৌদিতে যায় এবং বছরের পর বছর সেখানে অবস্থান করে। 

আপনি ও যদি তাদের সারীর একজন হয়ে থাকেন, তাহলে সৌদি আরব সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া আপনার জন্য অত্যান্ত জরুরি।

জানুন.. 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

সোদি আরব দেশটি কেমন

সৌদি আরব হল মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম রাষ্ট্র। এর রাজধানীর নাম রিয়াদ। এর আয়তন ২১,৫০,০০০ বর্গ কিমি।

বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সৌদি অন্যতম। সৌদি আরবের মানুষের জীবন যাত্রার মান বাংলাদেশের তুলনায় বহু গুনে উন্নত।

সৌদি আরব যেতে কত টাকা লাগে

সোদি আরব যেতে কত টাকা লাগবে তা মূলত নির্ভর করবে ভিসার ক্যাটাগরীর উপর। আপনি যে ক্যাটাগরীর ভিসা নিয়ে সৌদি যাবেন খরচ ও তেমনই হবে। 

শুধুমাত্র সৌদি আরবের ভিসা সংগ্রহ করতে ১,৫০০ থেকে ২,৫০০ রিয়াল খরচ হয়। 

তবে আপনি যদি বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভিসা করেন তাহলে আপনার ৭,০০০ থেকে ১০,০০০ রিয়াল পর্যন্ত ও খরচ করতে হতে পারে। 

বাংলাদেশি টাকায় সব মিলিয়ে আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকার মত খরচ হবে। এর ভেতর শুধুমাত্র ভিসার দাম ৪৫ থেকে ৬০ হাজার টাকর মত।

সৌদি আরবের ভিসা কত প্রকার

সৌদি আরব যাওয়ার আগে আপনাকে অবশ্যই ভিসার ক্যাটাগরী সম্পর্কে জানতে হবে। সৌদি আরবের ভিসার বিভিন্ন ক্যাটাগরী আছে।যেমন:

  • হজ ভিসা
  • টুরিস্ট বা ভিজিটর ভিসা
  • ব্যাবসা ভিসা
  • ফ্রি ভিসা 
  • স্টুডেন্ট ভিসা
  • কোম্পানি ভিসা
  • কাজের ভিসার আবার বিবিন্ন প্রকার আছে যেমন: আমেল মঞ্জিল, আমেল আইদি, মাজরা ভিসা  ইত্যাদি।

এখন  জানি কোন ভিসার দাম কত..?

ওমরাহ বা সৌদি আরব হজ ভিসার দাম কত 

ওমরাহ হজ্জের জন্য সৌদি সরকার ভিসার খরচ বাবদ ৪০০ রিয়াল নির্ধারণ করেছে। তবে আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন করেন তাহলে আপনার খরচ একটু বেশি হবে।

এছাড়া ও মূল খরচের পাশাপাশি বিভিন্ন খরচ দিয়ে আপনার আরো ২০০-৩০০ রিয়াল খরচ হবে।

সব মিলিয়ে বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা করার জন্য ১ লক্ষ থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা খরচ হবে।

সৌদি আরবের ভিজিট বা টুরিস্ট ভিসার দাম কত

সৌদি আরব হল মুসলিম সম্প্রাদয়ের জন্য অনেক তাৎপর্যপূর্ণ একাটি স্থান। এছাড়াও প্রতি বছর বিশ্বের বহু দেশ থেকে হাজার হাজার পর্যাটক আসে এখানকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য।

টুরিস্ট বা ভিজিটর ভিসার জন্য সৌদি সরকার ৩০০ রিয়াল নির্ধারণ করছে। যা বাংলাদেশি টাকায় ৯ হাজারের মত। 

তো আপনি যদি সৌদি আরবের টুরিস্ট ভিসা করতে চান তাহলে আপনার সব মিলিয়ে ৭০ হাজার থেকে ১ লক্ষ টকার মত খরচ হবে।

সৌদি ব্যাবসা ভিসা বা বিজনেস ভিসার দাম কত

সৌদি আরব ব্যাবসা করার জন্য উপযুক্ত একটি জায়গা। বাইরের দেশ থেকে বহু লোক সৌদিতে যায় ব্যাবসা করে ভাগ্যের চাকা ঘুরানোর জন্য। 

তবে সরাসরী সৌদি আরবের বিজনেস ভিসা পাওয়া অনেক কষ্টসাধ্য এবং সেই সাথে অনেক ব্যায়বহুল ও বলা চলে। 

চাইলেই যে কেউ একবারে এই ভিসা পায় না। বিজনেস ভিসা পাওয়ার জন্য অবশ্যই আগে থেকে সৌদি আরবে পরিচিত কাউকে থাকা লাগে।

আপনি যদি সরাসরি সৌদি আরবের ব্যাবসা ভিসা পেতে চান তাহলে আপনার প্রায় ৭০ থেকে ৮০ হাজার রিয়াল খরচ করতে হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ লক্ষ থেকে ২৩ লক্ষ টাকার মত।

সৌদি আরব কাজের ভিসার দাম কত
আমেল মঞ্জিল

সৌদি আরবের যে কোন নাগরিক তার নিজস্ব বা ঘরোয়া কাজের জন্য সর্বোচ্চ ৮ জন পর্যন্ত শ্রমিক নিয়োগ দিতে পারে। ঘরোয়া কাজের এই ভিসাকে আমেল মঞ্জিল ভিসা বলে। 

এই ভিসায় যেয়ে আপনি দারোয়ান, ক্লিনার বা ঘরোয়া যে কোন কাজ করতে পারবেন।

বাংলাদেশ থেকে শুধুমাত্র আমেল মঞ্জিল ভিসা করার জন্য ১৫০০ থেকে ২০০০ রিয়াল খরচ হয়। যা বাংলাদেশি টাকায় ৪৫ হাজার থেকে ৬০ হাজারের মত।

আমেল আইদি ভিসা

আপনি যদি আমেল আইদি ভিসায় সৌদি আরব যান, তাহলে আপনি প্রায় সব ধরণের কাজই করতে পারবেন। 

তবে এই ভিসা পাওয়ার জন্য একটি শর্ত আছে সেটি হল আপনাকে অবশ্যই কাফিল বা সৌদি নাগরিকের অনুমতি নিতে হবে। কাফিল আমেল আমদানিকারী প্রতিষ্ঠান থেকে আমেল আইদি ভিসা সংগ্রহ করে। 

তারপর সেটি উচ্চ দামে প্রবাসীদের কাছে বিক্রি করে। মূলত কাফিলরা ২০০০- ২৫০০ রিয়ালে এই ভিসা ক্রয় করে। 

তবে আপনি যদি আমেল আইদি ভিসায় সৌদি আরবে যেতে চান আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে।

সৌদি আরবের কোম্পানি ভিসার দাম কত

সৌদির কাজের ভিসা এবং কোম্পানির ভিসার খরচ প্রায় একই রকম। কোম্পানির ভিসার মূলত দাম ২০০০-২৫০০ রিয়েল। 

কোম্পানী ভিসায় সৌদি আরব যেতে বাংলালদেশি টাকায় সব মিলিয়ে ৩.৫ থেকে ৪.৫ লক্ষ টাকার মত খরচ হবে।

সোদি ফ্রি ভিসার দাম কত

সত্যি কথা বলতে সৌদি আরবের ফ্রি ভিসা বলতে কোন ভিসা এখনও পর্যন্ত চালু হয়নি। আপনাকে যদি কেউ বলে যে আপনাকে ফ্রি ভিসায় সৌদি পাঠাবে তাহলে অবশ্যই আগে থেকে বিস্তারিত জেনে নিবেন।

 কারণ প্রতি নিয়ত বহু মানুষ ভিসা সংক্রান্ত বিভিন্ন প্রকার প্রতারণার স্বিকার হচ্ছে। তাই খুব সাবধান।

সৌদি স্টুডেন্ট ভিসার দাম কত

বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী সৌদি আরবে যায় উচ্চ শিক্ষার জন্য। আর স্টুডেন্ট ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হয়।

আরও জানুন..

কানাডা যেতে কত টাকা লাগে / কানাডা ভিসার খরচ কত

কাতার যেতে কত টাকা লাগে

সৌদি আরব যেতে কি কি লাগে

  • নিজস্ব পাসপোর্ট। (সর্বনিন্ম ৬ মাস মেয়াদ থাকা আবশ্যক) 
  • জন্ম নিবন্ধন/এন আইডি কার্ড।
  • পারসোনাল আইডেন্টিটি ডকুমেন্ট বা টিন সার্টিফিকেট।
  • সৌদি ভিসার এপ্লিকেশন ফর্ম।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
  • ভিসা স্পনসারকারীর আকামার ফটোকপি।
  • পুলিশ ক্লিয়ারেন্স। 
  • ভিসার ফি বাবদ জমা করা টাকার রশিদ।

সৌদি আরবের কোন ভিসা ভালো

যে কোন দেশে যাওয়ার আগেই সে দেশের ভিসা সম্পর্কে মোটামুটি জেনে নেওয়া আবশ্যিক।আপনার যদি নির্দিষ্ট কোন কাজের উপর দক্ষতা থাকে তাহলে সৌদি যাওয়ার জন্য, আপনার জন্য কাজের ভিসাই সবথেকে ভালো হবে। 

এছাড়া ও আপনি কোম্পানি ভিসায় সৌদি যেতে পারেন। এতে করে আপনি ভালো কাজ ও পাবেন আবার ৫০ থেকে ৭০ হাজার টাকার মত বেতন ও পাবেন। 

সৌদি আরবে কাজের বেতন কত

সৌদি সরকার বরাবরই শ্রমিকদের মোটামুটি ভালো অংকের বেতন দিয়ে থাকে। সেই হিসেবে সৌদি সরকার শ্রমিকের সর্বনিন্ম বেতন হিসেবে ২৩০০ রিয়াল নির্ধারণ করেছে যা বাংলাােশি টাকায় ৬৫ হাজারের মত।

এছাড়াও আপনি ওভারটাইম করে ১ লক্ষ টাকার বেশি ও ইনকাম করতে পারবেন।

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত

সৌদি আরবের কাজের ভিসা এবং কোম্পানির ভিসার বেতন প্রায় একই রকম। কোম্পানির ভিসা নিয়ে সৌদি গেলে অনায়াসেই ৬৫ থেকে ৭০ হাজার টাকা বেতন পাওয়া যায়।

বাংলাদেশ টু সৌদি আরবের বিমান ভাড়া কত টাকা ২০২৩

বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া ২ হাজার রিয়াল। যা বাংলাদেশি টাকায় ৫৭১৭৮ টাকার মত।

বিস্তারিত বলতে গেলে:

  • ঢাকা থেকে মাদিনার বিমান ভাড়া ৭৬ হাজার ৫২০ টাকা।
  • ঢাকা থেকে দাম্মামের বিমান ভাড়া ৪৮ হাজার ৭০ টাকা।
  • ঢাকা থেকে রিয়াদের বিমান ভাড়া ৫৫ হাজার ৮৫০ টাকা।
  • ঢাকা থেকে জেদ্দার বিমান ভাড়া ৫৪ হাজার ৪০০ টাকা।

বাংলাদেশ টু সৌদি আরব যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে বিমানে করে সরাসরি সৌদি আরব যেতে সময় লাগে মাত্র ৬ ঘন্টা ৪০ মিনিটের মতো।

 তবে পথে বিভিন্ন বিমানবন্দরে যাত্রা বিরতি দিলে বা থেমে থেমে গেলে সময় অনেকটা বেশি লাগতে পারে।

সৌদি আরব যাওয়ার জন্য সর্বনিন্ম বয়স কত

সৌদি আরবে যাওয়ার জন্য একজন পুরুষের সর্বনিন্ম বয়স হিসাবে ২১ বছর এবং সর্বোচ্চ হিসেবে ৪৫ বছর নির্ধারণ করেছে সৌদি সরকার।

মহিলাদের ক্ষেত্রে এটা সর্বনিন্ম ২৫ এবং সর্বোচ্চ ৪৫ বছর। এর ব্যাতিক্রম হলে কোন সদস্য সৌদিতে যেতে পারবে না।

আমাদের শেষ কথা: 

আজকে আমরা জানলাম সৌদি আরব যেতে কত টাকা লাগে। পাশাপাশি সৌদি ভিসা সম্পর্কেও বিস্তারিত জানলাম।

আপনারা যারা নতুন করে সৌদি আরব যেতে চাচ্ছেন। তাদের জন্য আমার উপদেশ থাকবে আপনারা কেউ ফ্রি ভিসায় সৌদি যাবেন না। যার প্রধান কারণ কাজ পেতে অসুবিধা হবে।

সম্ভব হলে কোম্পানি ভিসা বা কাজের ভিসায় যাবেন। তাহলে বেতন একটু কম পেলেও, ভোগান্তির হাত থেকে মুক্তি পাবেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে।

ভিসা সর্ম্পকে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url