কাতার যেতে কত টাকা লাগে, কাতার ভিসার দাম কত টাকা

কাতার যেতে কত টাকা লাগে, কাতার ভিসার দাম কত টাকা

By আসিফ ইকবাল বাদশা 

কাতার যেতে কত টাকা লাগে, কি কি লাগে, কত বয়স লাগে,বেতন কেমন, কেন কাজের চাহিদা সবথেকে বেশি, সে সম্পর্কে বিস্তারিত তথ্য।

কাতার যেতে কত টাকা লাগে, কাতার ভিসার দাম কত টাকা

আমাদের দেশের হাজার হাজার লোক কাতার থাকে। নতুন করে আবার বহু লোক কাতার যেতে চাচ্ছে। নতুন করে যারা যেতে চাচ্ছেন তারা সবাই জানতে চেয়েছেন যে, কাতার যেতে কত টাকা লাগে বা কাতার ভিসার দাম কত টাকা।

তাই আজকে আমি আপনাদেরকে বিষয়টি নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। 

জানুন. রোমানিয়া যেতে কত টাকা লাগে 

INDEX:
1.কাতার দেশটি কেমন 
2.কাতার যেতে কি কি লাগে
3.কাতারে কোন কাজের চাহিদা বেশি 
4.কাতার যেতে কত বছর বয়স লাগে
5.কাতার ভিসা কবে খুলবে
6.কাতরের বেতন কেমন
7.কাতার টাকার মান কত
8.কাতার ভিসার দাম কত
9.আমাদের শেষ কথা।

কাতার দেশটি কেমন 

কাতার হল মধ্যপ্রাচ্যের একাটি উন্নয়নশীল রাষ্ট্র। কাতারের রাজধানীর নাম দোহা। মাথাপিছু আয়ের হিসাব করলে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি হলো কাতার।

কাতার যেতে কত টাকা লাগে

কাতার যেতে কত টাকা লাগবে তা মূলত নির্ভর করবে ভিসার ক্যাটাগরীর উপর। আপনি যে ক্যাটাগরীর ভিসা নিয়ে কাতার যাবেন খরচ ও তেমন হবে। বর্তমানে কাতার যেতে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হয়।

কাতার যেতে কি কি লাগে

  • লিগ্যাল পাসপোর্ট। (সর্বনিন্ম ৬ মাস মেয়াদ আবশ্যক) 
  • জন্ম নিবন্ধন। 
  • এন আইডি কার্ড।
  • পারসোনাল আইডেন্টিটি ডকুমেন্টস/ টিন সার্টিফিকেট।
  • কাতার ভিসার এপ্লিকেশন ফর্ম।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • কোভিট ১৯ এর ভ্যাকসিন ডোজ গ্রহণের সনদ।
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
  • ভিসা স্পনসারকারীর আকামার ফটোকপি।
  • পুলিশ ক্লিয়ারেন্স। 

 Note: সকল কাগজ অবশ্যই সত্যায়িত হতে হবে।

কাতার কাজের বা লেবার ভিসা

বর্তমান বিশ্বে কাতার অনেক উন্নত দেশ হওয়া সত্বেও, তাদের দেশে কাজের লোকের বড়ই অভাব। তাই কাতার সরকার প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লোক কাজের জন্য তাদের দেশে আমদানি করে।

আপনি যদি কাজের ভিসা নিয়ে কাতার যেতে চান তাহলে আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকার মত খরচ হবে।

কাতার ভিজিট বা টুরিস্ট ভিসা

কাতার দেশটি মরুভূমির দেশ হলে ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর। 

এছাড়া ও কাতারে অনেক বড় বড় স্থাপনা রয়েছে। যা দেখার জন্য প্রতিবছর হাজার হাজার পর্যাটক কাতারে পাড়ি জমায়।

আপনি যদি কাতার ভিজিট বা টুরিস্ট ভিসা নিয়ে কাতার যেতে চান তাহলে আপনার ২.৫০ লক্ষ থেকে ৩.৫০ লক্ষ টাকা খরচ হবে।

কাতার ফ্রি ভিসা

কাতারি ফ্রি ভিসাকে মূলত বেকার ভিসা বলা হয়। ফ্রি ভিসা বলতে অফিসিয়ালি কোন ভিসা নেই। কোন কোম্পানির সুপারিশ ছাড়া কাতার গেলে তাকে ফ্রি ভিসা বলে।

কোন কোম্পানির রেফারেন্স নিয়ে কাতার গেলে, কাতার যেয়েই সেই কোম্পানির কাজ করা যায়।

কিন্তু কেউ যদি কাতার ফ্রি ভিসা নিয়ে কাতার যায় তাহলে নিজের কাজ নিজেকেই খুজে নিতে হবে। যতদিন কাজ খুজে পাবেন না ততদিন আপনাকে বেকার থাকতে হবে।

কাতার ফ্রি ভিসা নিয়ে কাতার যেতে চাইলে বর্তমানে প্রায় ৪.৫ লক্ষ থেকে ৫  লক্ষ টাকা খরচ হয়। তবে দালালে খপ্পরে পড়লে আরও অনেক বেশি টাকা খরচ হতে পারে।

তবে মনে রাখবেন বর্তমানে Qatar free visa নিয়ে কাতারে যেয়ে বেশির ভাগ মানুষ ই নানা রকম জামেলায় পড়ে যাচ্ছে। 

তাই আমার উপদেশ থাকবে আপনারা কোন ভাবেই কোন দালালের ধোঁকায় পড়বেন না।

কাতার ড্রাইভিং ভিসা

কাতারে অন্যান্ন পেশার পাশাপাশি ড্রাইভিং পেশার ও অনেক চাহিদা রয়েছে। তবে ড্রাইভিং ভিসায় কাতার যাওয়ার জন্য অবশ্যই আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্সের থাকতে হবে।

ড্রাইভিং ভিসা নিয়ে কাতার যাওয়ার জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হবে।

আরও জানুন.. কানাডা যেতে কত টাকা লাগে 

অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম 

কাতার ভিসা চেক করার বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

কাতারে কোন কাজের চাহিদা বেশি 

কাতরে সব ধরনের কাজের কমবেশি চাহিদা আছে। তবে সবথেকে বেশি চাহিদা হল রাজমেস্ত্রি, রংমিস্ত্রি, পেইন্টার, পাইপ ফিটার, মেকানিকাল, কার্পেন্টার, ড্রাইভিং, কোম্পানি, ফেক্ট্ররী, অফিস সহকারী ইত্যাদী কাজের।

কাতার যেতে কত বছর বয়স লাগে

যে কোন একাটি দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর জন্য নির্দিষ্ট একটি বয়স হওয়া আবশ্যিক। কাতার সরকার এই বয়সের সর্বনিন্ম সীমা হিসেবে ১৮ বছর নির্ধারণ করেছে।

কাতার ভিসা কবে খুলবে

কিছুদিন আগে করোনার জন্য, তারপর আবার ফুটবল বিশ্বকাপ ২০২২, এর জন্য  জন্য সাময়িক ভাবে কিছুদিন কাতার ভিসা বন্ধ ছিলো।

তবে বর্তমানে কাতার ভিসা আবার চালু হয়েছে। আপনার যদি বৈধ পাসপোর্ট ও কাতারি ভিসা থাকে তাহলে আপনি অবশ্যই সরকারী ভাবে কাতার যেতে পারবেন।

কাতরে বেতন কেমন

কাতার সরকার প্রতিবছর যেমন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ লোক আমাদানি করে। তমনি বেতন ও দিয়ে থাকে মোটামুটি বড় অংকের ই। 

কাতার সরকার কর্মীদের সর্বনিন্ম বেতন হিসেবে ১০০০ রিয়াল নির্ধারণ করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজারের কাছাকাছি। 

তবে ভালো কাজ করতে পারলে আরও অনেক বেশি বেতন পাওয়া যায়। 

কাতার টাকার মান কত

কাতারের মুদ্রার নাম রিয়াল। বর্তমানে কাতারের এক টাকা সমান বাংলাদেশি ২৯ টাকা। 

নোটঃ টাকার মান প্রতিনিয়ত কম বেশি হয়।

কাতার ভিসার দাম কত

কাতারের বিভিন্ন ক্যাটাগরী ভিসার বিভিন্ন রকম দাম দাম হয়ে থাকে। তবে সাধারনত কাতার ভিসা তৈরি করার জন্য ৩.৫০ লক্ষ থেকে ৫.৫০ লক্ষ টাকা খরচ হয়ে থাকে।

আমাদের শেষ কথাঃ আজকের এই পোষ্টে  কাতার যেতে কত টাকা লাগে বা কাতার ভিসার দাম কত টাকা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

তবে দালালের চক্করে পড়লে আরও অনেক বেশি খরচ হয়ে যাবে। তাই আমার উপদেশ থাকবে দালাল হতে সবসময় সাবধান থাকবেন।

আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের পোস্টে ভিজিট করুন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url