পোল্যান্ড যেতে কত টাকা লাগে

পোল্যান্ড যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 

পোল্যান্ড যেতে কত টাকা লাগে, পোল্যান্ড ভিসার আবেদন, বেতন কেমন, বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম সহ সকল তথ্য।

পোল্যান্ড যেতে কত টাকা লাগে

আমাদের দেশর বহু লোক পোল্যান্ড থাকে। নতুন করে আবার অনেকেই যেতে চাচ্ছে। নতুন করে যারা যেতে চাচ্ছেন, তারা জানতে চেয়েছেন পোল্যান্ড যেতে কত টাকা লাগে।

জানুন.. 

INDEX:

1. পোল্যান্ড দেশটি কেমন।

2.পোল্যান্ড যেতে কত টাকা লাগে।

3.পোল্যান্ড ভিসার আবেদন করার নিয়ম।

4.পোল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি।

5.পোল্যান্ড টাকার রেট কেমন।

6.পোল্যান্ড বেতন কেমন।

7.বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম।

8. আমাদের শেষ কথা।

পোল্যান্ড দেশটি কেমন

পোল্যান্ড  হলো ইউরোপ মহাদেশের একাটি দেশ। সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র। এর রাজধানীর নাম ওয়ারশ। পোল্যান্ডকে
ঐতিহাসিক অঞ্চল বলে ও আখ্যায়িত করা হয়।

দেশটির প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর। সেই সাথে অনেক সুন্দর সুন্দর স্থাপনা ও ঐতিহাসিক  স্থান ও রয়েছে  এই দেশে। যা উপভোগ করার জন্য প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লোক পোল্যান্ড পাড়ি জমায়।

পোল্যান্ড যেতে কত টাকা লাগে

পোল্যান্ড যেতে কত টাকা লাগবে তা মূলত নির্ভর করবে ভিসার ক্যাটাগরী ও মেয়াদের উপর। বর্তমান সময়ে পোল্যান্ড ভিসার কয়েকটি ক্যাটাগরী আছে। তবে আনুমানিক বলা যায় পোল্যান্ড যেতে সর্বোচ্চ হলে ৯-১০ লক্ষ টাকা লাগতে পারে। 

পোল্যান্ড কাজের ভিসা/ওয়ার্ক পারমিট

আমাদের বাংলাদেশ থেকে যত লোক পোল্যান্ডে যায় তার সিংহভাগই যায় কাজের জন্য এবং তারা প্রত্যেকেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যায়। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ড যেতে চান তাহলে আপনার ১০ লক্ষ টাক মত খরচ হবে।
তবে আপনার জন্য সবথেকে ভালো হবে আপনি যদি কোন কোম্পানির রেফারেন্স/সুপারিশ নিয়ে পোল্যান্ড যেতে পারেন। কারণ ঐ কোম্পানি যদি আপনার যাতায়াত খরচ বহন করে, তাহলে একেবারেই কম খরচে আপনি পোল্যান্ড যেতে পারবেন।

পোল্যান্ড ভিজিটর/টুরিস্ট  ভিসা

আমি আগের বলেছি পোল্যান্ডের প্রকৃতিক সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর। যা দেখার জন্য প্রতিবছর বহু লোক ভিজিটর ভিসা নিয়ে পোল্যান্ডে ঘুরতে আসে। 

তবে খরচ অনেক বেশি হওয়ার কারণে, বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক লোকই ভ্রমণের জন্য পোল্যান্ড যায়। যারা অতি উচ্চ বিলাশি জীবন যাপন করে। তারাই শুধুমাত্র ভিজিটির ভিসা নিয়ে পোল্যান্ডে যায়।

তাছাড়া অনেকেই আছে যারা ভিজিটর ভিসা নিয়ে পোল্যান্ড যায় ব্যাবসা করার জন্য। তো আপনি যদি ভিজিটর/টুরিস্ট ভিসা নিয়ে পোল্যান্ড যেতে চান তাহলে আপনার ৪-৫ লক্ষ টাকা খরচ হবে।

পোল্যান্ড স্টুডেন্ট ভিসা

আপনি যদি একেবারে কম খরচে পোল্যান্ড যেতে চান তাহলে আপনার জন্য সবথেকে সহজ পথ হবে, একটি স্টুডেন্ট ভিসা করে নেওয়া। তবে বললেই তো আর হয় না।

পোল্যান্ড স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আপনার একাডেমিক রেজাল্ট মোটামুটি ভালো হতে হবে। যাতে আপনি পোল্যান্ডের ভালো কোন কলেজ/বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিতে পারেন।
এছাড়া ও আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। কারন পোল্যান্ড হলো ইংরেজি ভাষাভাষীর দেশ।এই দক্ষতা গুলো থাকলে আপনি খুব সহজেই
পোল্যান্ড স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন।

আর আপনি যদি পোল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে পোল্যান্ড যেতে চান তাহলে সর্বোচ্চ হলে আপনার ৪ লক্ষ টাকা খরচ হবে।

পোল্যান্ড ভিসার আবেদন করার নিয়ম

পোল্যান্ড ভিসার জন্য আপনি তিন ভাবে আবেদন করতে পারবেন।
১. বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি।
২. বাংলাদেশে অবস্থিত পোল্যান্ড ভিসা এম্বাসি থেকে।
৩. পোল্যান্ড ভিসার জন্য আবেদন করুন এই ওয়েবসাইট থেকে।

Special Tips: আপনার জন্য সবথেকে সহজ হবে আপনি যদি সরাসরি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোল্যান্ড ভিসার জন্য আবেদন করেন। এতে আপনার খরচ ও অনেক কম হবে আর জিনিসটা ও নিরাপদ হবে।
আপনি যদি কোন ভিসা এম্বাসি দ্বারা পোল্যান্ড ভিসা করান তাহলে খরচ প্রায় দ্বিগুণ হবে।

পোল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি

বাংলাদেশ থেকে যারা কাজ করার জনয় পোল্যান্ড যায় তারা মূলত কয়েক ধরণের কাজ করে থাকে নিচে তা উল্লেখ করা হল:

  • কন্সট্রাকশন এর কাজ
  • ক্লিনারের কাজ
  • হোটেল/রেস্টুরেন্টের কাজ
  • হাউস/ সপ কিপারের কাজ
  • ড্রাইভিংয়ের কাজ
  • ডেলিভারির কাজ
  • জেনারেল হেল্পারের কাজ

পোল্যান্ড টাকার রেট/পোল্যান্ড ১ টাকা সমান বাংলাদেশ কত টাকা

পোল্যান্ডের মুদ্রার নাম জলোটি। এখনকার সময়ে পোল্যান্ডের টাকার রেট মোটামুটি ভালোই।
বর্তমানে পোল্যান্ডের ১ টাকা সমান বাংলাদেশি ২৪ টাকা মত।
নোটঃ টাকার মান প্রতিনিয়ত কম বেশি হয়।

পোল্যান্ড বেতন কেমন

পোল্যান্ড সরকার কাজের ধরন অনুযায়ী বেতন দিয়ে থাকে। সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী পোল্যান্ডরে সর্বনিন্ম বেতন ৬১৪ ইউরো। যা বাংলাদেশী টাকায় প্রায় ৭০ হাজারের কাছাকাছি।
তবে সাধারণত পোল্যান্ডে কাজ করে সর্বনিন্ম ৬০০- ৮০০ ইউরো বেতন পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ৬৭ হাজার থেকে ৯০ হাজারের কাছাকাছি। ভালো মানের কাজ করতে পারলে আরও অনেক বেশি বেতন পাওয়া যায়।

বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম

বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার জন্য সর্ব প্রথম আপনার একটি বৈধ পাসপোর্ট ও ন্যাশনাল আইডি কার্ড লাগবে। এরপর আপনাকে সরকারি ভাবে পোল্যান্ড ভিসার জন্য আবেদন করতে হবে।
সবথেকে ভালো হয় যদি আপনার পরিচিত কেউ পোল্যান্ডে থাকে অথবা সেখানকার কোন কোম্পানীর সাথে যোগাযোগ করে নিতে পারেন।কারণ কারো রেফারেন্স/ সুপারিশ নিতে পারলে আপনার জন্য পোল্যান্ড যাওয়া অনেক সহজ হবে।

শেষ কথাঃ আজকে আমরা শিখলাম পোল্যান্ড যেতে কত টাকা লাগে। তবে আমি এই কন্টেন্টে টাকার যে পরিমাণ উল্লখ করেছি সেটা আনুমানিক মাত্র। টাকার পরিমাণটা কিছুটা কম বেশি ও হতে পারে।

ভিসা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url