সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 

সিঙ্গাপুর যেতে কত টাকা ও কি কি লাগে,বেতন স্কেল, কোন কাজের চাহিদা বেশি, টাকার মান সহ বিস্তারিত তথ্য।
সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

বর্তমানে বাংলাদেশের হাজার হাজার লোক সিঙ্গাপুর থাকে। অনেকে আবার নতুন করে সিঙ্গাপুর যেতে চাচ্ছে। নতুন করে যারা যেতে চাচ্ছে তারা অনেকেই জানতে চেয়েছেন সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে। 

বাংলাদেশের অর্থনীতির অবস্থা তেমন ভালো না হওয়ায় এবং দেশে ভালো কর্মসংস্থানের অভাবের কারনে, প্রতি বছর হাজার হাজার লোক নিজের ভাগ্যের চাকা ঘুরানোর আশায় বিদেশে পাড়ি জমায়। যার একটি বড় অংশ যায় সিঙ্গাপুর।

পর্তুগাল যেতে কত টাকা লাগে তা জানুন

INDEX:

1.সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

2.সিঙ্গাপুর যেতে কি কি লাগে 

3.সিঙ্গাপুরে কাজের বেতন স্কেল কত টাকা

4.সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা সবথেকে বেশি

5.সিঙ্গাপুর দেশটি কেমন

6.সিঙ্গাপুরের ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা 

7.সিঙ্গাপুর ভিসার ফি কত টাকা 

8.আমাদের শেষ কথা।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

সিঙ্গাপুর যেতে কত টাকা খরচ হবে তা মূলত নির্ভর করে ভিসার ক্যাটাগরী ও মেয়াদের ওপর।সিঙ্গাপুর ভিসার কয়েকটি ক্যাটাগরী আছে। স্টুডেন্ট ভিসা, চিকিৎসা ভিসা, টুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি।

বর্তমান সময়ে ভিসা নিয়ে লিগ্যাল ভাবে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনার ৯ থেকে ১০ লক্ষ টাকা লাগে।

সিঙ্গাপুর সৌন্দর্যে পরিপূর্ণ হওয়াও প্রতিবছর বহু পর্যাটক টুরিস্ট ভিসা নিয়ে এখানে ভ্রমণের জন্য আসে। টুরিস্ট ভিসা নিয়ে সিঙ্গাপুর গেলে ২ মাস বা ৬০ দিন থাকা যায়।

কাজের ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সিঙ্গাপুর গেলে ৪-৫ বছর থাকা যায়।

সিঙ্গাপুর যেতে কি কি লাগে 

  • পাসপোর্ট (সর্বনিন্ম ০৬ মাস মেয়াদ থাকতে হবে)।
  • সিঙ্গাপুরী ভিসা।
  • সিঙ্গাপুরে অবস্থানরত কারো সুপারিশ বা আমন্ত্রণ পত্র।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙ্গিন ছবি। (ব্যাকগ্রাুন্ড সাদা হতে হবে)
  • সিঙ্গাপুর ভিসার ফি।(৩০০ সিঙ্গাপুরী ডলার)
  • বয়স ২১ বছর।

সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে

১৮ বছর বয়স হলে অন্যান্ন দেশে যাওয়া গেলে ও, সর্বনিন্ম ২১ বছর বয়স হলে একজন মানুষ সিঙ্গাপুর যেতে পরবে। আবার বয়সের  এই সীমা ৫০ বছর অতিক্রান্ত হলে আর সিঙ্গাপুর যেতে পরবে না।

সিঙ্গাপুরে কাজের বেতন স্কেল কত টাকা

সিঙ্গাপুরে আপনি কত টাকা বেতন পাবেন তা মূলত নির্ভর করবে আপনার কাজের ধরনের উপর। ভালো কাজ জানলে  সিঙ্গাপুরে আপনি বেশ মোটা অংকের বেতন পাবেন।

বর্তমানে সিঙ্গাপুরে বিদেশিদের জন্য সর্বনিন্ম বেতন ৪৫০০ সিঙ্গাপুরী ডলার। যা বাংলাদেশ টাকায় ৭৫ হাজারের কিছু বেশি।

তবে সিঙ্গাপুর সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ি খুব তাড়াতাড়ি এটি বাড়িয়ে ৫০০০ সিঙ্গাপুরী ডলার করা হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৮৫ হাজার টাকা মত।

সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা সবথেকে বেশি

সিঙ্গাপুরে ওয়েল্ডিং এর কাজের চাহিদা সবথেকে বেশি। এছাড়াও ড্রাইভিং, হোটেল বয়, গার্ডেনিং,কনস্ট্রাকশন, ক্লিনার ইত্যাদি কাজের ও প্রচুর চাহিদা রয়েছে। এসব কাজ করে বেশ ভাল বেতন পাবেন।

তবে আমার পরামর্শ থাকবে আপনি যদি কাজের ভিসায় অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সিঙ্গাপুরে যেতে চান তাহলে ওয়েল্ডিং কাজ শিখে গেলে ভাল হবে।

সিঙ্গাপুর দেশটি কেমন

কথায় বলা হয় সৌন্দর্যের আরেক নাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর একাটি দ্বীপরাষ্ট্র। এটি দক্ষীণ পুর্ব এশিয়ায় অবস্থিত। সিঙ্গাপুর আয়তনে ছোট দেশ। কন্তু বর্তমান বিশ্বের বুকে এটি একটি অত্যাধুনিক এবং বিলাসবহুল রাষ্ট্র হিসেবে পরিচিত। 

ছোট দেশ হলেও সিঙ্গাপুরের অর্থনিতী অনেক শক্তিশালী। সিঙ্গাপুরে দর্শনীয় অনেক জায়গা থাকার কারণে সরকারী আয়ের একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে।

সিঙ্গাপুরের ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা 

বর্তমানে সিঙ্গাপুরের একটা সমান বাংলাদেশের  ৭৭ টাকার মত। তবে টাকার মান প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে। 

সিঙ্গাপুর ভিসার ফি কত টাকা 

সিঙ্গাপুর সরকার ভিসার ফি বাবদ ৩০০ সিঙ্গাপুরী ডলার নির্ধারন করেছে যা বাংলাদেশী টাকায় প্রায় ২৪ হাজার টাকার মত।

আামাদের শেষ কথাঃ 

সিঙ্গাপুর যাওয়ার পুর্বে সকল তথ্য জানার পাশাপাশি সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে তা ও আপনাকে জেনে তিতে হবে। যাওয়ার আগে অবশ্যই আপনার সিঙ্গাপুর ভিসা চেক করে নিতে নিন।

আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিজিট করুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url