রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম। Romania work permit visa check online 

By আসিফ ইকবাল বাদশা 

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম, রোমানিয়া ভিসার কোম্পানি চেক সহ কোম্পানি এজেন্টদের সাথে কথা বলার নিয়ম। 
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম। Romania work permit visa check online

রোমানিয়া হলো দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। আপনি যদি রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে চান তাহালে আজকের এই পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক লোক কাজের সন্ধানে রোমানিয়াতে পাড়ি জমাচ্ছে।
আগে রোমানিয়া ভিসা তৈরি করতে সর্বোচ্চ হলে এক মাস সময় লাগত। কিন্তু বর্তমানে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। 

তাছাড়া এখন রোমানিয়া  ভিসা পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। কারণ বর্তমানে অনেক তথ্য যাচাই বাছাই করে তারপর রোমানিয়া ভিসা প্রদান করা হয়।

কারণ বেশিরভাগ মানুষ রোমানিয়া যাবার পর সেখান থেকে ইউরোপের অন্যান্ন রাষ্ট্রে (ইটালি, ফ্রান্স, স্পেন, গ্রিস) চলে যাচ্ছে। 
তো চলুন আজকের মূল টপিক রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম নিয়ে আলোচনা শুরু করা যাক।
INDEX:
1.রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম
2. রোমানিয়া ভিসার কোম্পানি চেক করার নিয়ম
3. রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার কোম্পানির বিস্তারিত তথ্য যানবো কি ভাবে? 
4.রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম (বিকল্প)।
5.FAQ.
6.শেষ কথা।

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম
Romania work permit 
রোমানিয়া ভিসা পাওয়ার মত আর একটি কঠিন একাটা কাজ হল রোমানিয়া ভিসা চেক করা। কারণ রোমানিয়া তথা ইউরোপের সরকার বা এম্বাসি এখনও পর্যন্ত ভিসা চেক করার জন্য কোন ওয়েবসাইড/ অ্যাপ চালু করেনি।

তবে আপনারা রোমানিয়া ভিসার কোম্পানি চেক করে দেখতে পারেন। যদি কোম্পানি ঠিকঠাক থাকে তাহলে বুঝবেন আপনার ভিসাটি ও ঠিকঠাক আছে।

রোমানিয়া ওয়ারক পারমিট ভিসার কোম্পানি চেক করার নিয়ম 

ভিসার কোম্পানি চেক করার জন্য সর্বপ্রথম romanian-companies.eu লিংকে ভিজিট করতে হবে।
এখন নিচের ছবির মত Search a company - অপশানে আপনার ওয়ার্ক পারমিটের Codul fiscal/ CNP Number প্রদান করে Search বাটনে ক্লিক করুন।
দেখবেন আপনার সামনে কোম্পানির নাম সহ বেশ কিছু তথ্য চলে আসবে। 

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার কোম্পানির বিস্তারিত তথ্য যানবো কি ভাবে? 

কোম্পানির বিস্তারিত তথ্য জানার জন্য,
  • ভিসার কোম্পানির নামের উপর ক্লিক করুন।

  • উপরের ছবিতে লাল বক্স চিহ্নিত Three line এ ক্লিক করুন।
  • Online access এ ক্লিক করুন। 
  • এবার Public profile এ Click করে উপরের দিকে scroll করুন। 
    রোমানিয়া ভিসা কোম্পানির বিস্তারিত তথ্য

  • এখন নিচের ছবির মত কোম্পানি এজেন্টেটদের সাথে কথা বলার অপশান পাবেন। এবার আপনার পছন্দ মত এজেন্টের কথা বলে আপনার ভিসা ও কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। 
    কোম্পানি এসিস্ট্যান্ট 

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম (বিকল্প) 

380930062592 এই নাম্বারটি দিয়ে সরাসরি রোমানিয়া এম্বাসির সাথে (ইংরেজিতে) কথা বলে আপনার ভিসার তথ্য যাচাই করে নিতে পারবেন।

তবে  প্রথমেই কল করবেন না। প্রথমে চ্যাট করে তাদের অনুমতি নিয়ে তারপর কল করে কথা বলতে পারবেন। 
আর আপনার ভিসার তথ্য/ ছবি তাদের কাছে শেয়ার করলে তারা আপনাকে বিস্তারিত সবকিছু জানিয়ে দিবো।

রোমানিয়া বেতন কত
বর্তমানে রোমানিয়ার সর্ব নিন্ম বেতন ৬০০ ডলার। যা বাংলাদেশি টাকায় ৬৫ হাজার টাকার মত।
তবে যারা চোরাই ভাবে রোমানিয়া যায় তাদের সর্বনিন্ম বেতন ৪০ হাজার টাকার মত।
তবে রোমানিয়ায় এমন অনেকে আছে যারা চাকরী করে ১০০০-১২০০ ডলার পর্যন্ত বেতন পেয়ে থাকে।

রোমানিয়ায় চাকরির বয়সসীমা কত
রোমানিয়া চাকরির বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর।
রোমানিয়াতে কতদিন থাকা যায়?
রোমানিয়া কতদিন থাকা যাবে তা নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরীর ভিসা নিয়ে রোমানিয়া যাবেন তার ওপর।
আপনি যদি রোমানিয়ায় ৯০ দিনের বেশি অর্থাৎ দীর্ঘসময় থাকতে চান তাহলে আপনাকে দীর্ঘস্থায়ী ভিসা (D Type) ভিসার দরকার হবে।

রোমানিয়া ভিসা পেতে কতদিন লাগে
রোমানিয়া ভিসা পেতে ৪৫ থেকে ৬০ কার্য দিবস সময় লাগে।

রোমানিয়া ভিসার মেয়াদ বাড়ানোর উপায়
রোমানিয়া ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অনলাইনে আবেদন করতে হবে, অথবা রোমানিয়া ভিসা এম্বাসিতে যোগাযোগ করতে হবে।

রোমানিয়া ১ টাকা সমান বাংলাদেশি কত টাকা
রোমানিয়া মুদ্রার নাম লিউ। রোমানিয়া ১ লিউ সমান বাংলাদেশি ২৫.৫৭ টাকা।

রোমানিয়া ট্যুরিস্ট ভিসার জন্য কত ব্যাংক ব্যালেন্স লাগে
রোমানিয়া টুরিস্ট ভিসার জন্য ৬০০ থেকে ৮০০ ডলার মত ব্যাংক স্টেটমেন্ট লাগে।

রোমানিয়া যাওয়ার উপায়?

রোমানিয়া যাওয়ার জন্য সর্বমোট তিনটি উপায় আছে।
সরকারি ভাবে, (কম খরচে)।
বেসরকারি ভাবে, (খরচ বেশি)।
চোরাই ভাবে, (লাইফ রিক্স নিয়ে)।

বাংলাদেশ থেকে রোমানিয়ার দুরত্ব কত
বাংলাদেশ থেকে রোমানিয়ার বিমান পথের মোট দুরত্ব ৬,২৬৪ কিলোমিটার।
বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে বিমানে করে রোমানিয়া যেতে ১০ থেকে ১১ ঘন্টা মত সময় লাগে।
জল পথে বা জাহাজে করে রোমানিয়া যেতে ৯ থেকে ১০ দিন সময় লাগে।
আর স্থলপথে যেতে ৭ থেকে ৮ দিন সময় লাগে।

শেষ কথাঃ আজকে আমরা রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম জানলাম। আপনারা অনেকেই হয়ত জানেন, রোমানিয়া ভিসা কনসোলেট টিম কিন্তু অনেক আগেই বাংলাদেশ থেকে চলে গেছে। 
তাই রোমানিয়া বা ইউরোপের যে কোন দেশের ভিসার জন্য টাকা জমা দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে এবং যাচাই বাছাই করে টাকা জমা দিবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url