ইটালি ভিসা চেক করার নিয়ম। Italy visa check online

ইটালি ভিসা চেক করার নিয়ম। Italy visa check online 

By আসিফ ইকবাল বাদশা 

ইটালি ভিসা চেক করার নিয়ম, ভিসা কেন চেক করবো, ইটালি ভিসার প্রকারভেদ এবং খরচ।

ইটালি ভিসা চেক করার নিয়ম। Italy visa check online
আজকে আপনাদের সাথে  ইটালি ভিসা চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

আপনি কি ইটালি ভিসা তৈরি করার জন্য টাকা জমা দিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার ভিসাটি কি অবস্থায় আছে। মনের মধ্য শুধু ভয় ভয় অনুভব হচ্ছে। সত্যিই কি ভিসাটি পাব, নাকি টাকা গুলো বিফলে গেল। তাহলে আজকের পোষ্টটি শুধু মাত্র আপনার জন্য। 

আশা করি এই পোষ্টটি পড়ার পর আপনার মনের সকল সংশয় দুর হয়ে যাবে এবং আপনি আপনার ইটালি ভিসার বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ইটালি হল ইউরোপ মহাদেশের একাটি উন্নত রাষ্ট্র। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু লোক পড়াশোনা, চাকরি, ভ্রমণ, চিকিৎসা সহ বিভিন্ন কাজে ইটালি যাচ্ছে।

বাংলাদেশের তুলনায় ইটালির জীবন যাত্রার মান বহু গুণে উন্নত হওয়ায় যারা প্রবাশ জীবনে যেতে চান, ইটালি তাদের পছন্দের দেশগুলো তালিকার মধ্যে প্রথম সারিতে। তাই বলা চলে ইটালি ভিসা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।

জানুন..  রোমানিয়া ভিসা চেক করার নিয়ম 

INDEX:

1. ইটালি ভিসা কেন চেক করবো।

2. ইটালি ভিসা চেক করার নিয়ম 

3. ইটালি ভিসার ক্যাটাগরী/ প্রকারভেদ। 

4. ইটালি ভিসার খরচ কত

5. ইতালি ভিসা প্রসেসিং

6. ইতালি ভিসা আবেদন লিংক

7. ভিএফএস গ্লোবাল ঢাকা-ইতালি ওয়েবসাইট

8. ইতালি ভিসা পাওয়ার সহজ উপায়

9. শেষ কথা।

ইটালি ভিসা কেন চেক করবো ?

ভিসা সংক্রান্ত সকল প্রকার প্রতারণা ও জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইটালি যাওয়ার পূর্বে অবশ্যই ভিসা চেক করে নিতে হবে।

তাছাড়া ভিসাটি জাল নাকি সঠিক, ভিসার স্পনসার কোম্পানি, ভিসার মেয়াদ ইত্যাদি বিস্তারিত তথ্য জানার জন্য ইটালি ভিসা চেক করতে হবে।

ইটালি ভিসা চেক করার নিয়ম 

  1. সর্বপ্রথম https://visa.vfsglobal.com/bgd/en/ita/ এই লিংকে অথবা এই 
    www.visa.vfsglobal.com ওয়েবসাইটে        ভিজিট করুন। 

  1. Track Now অপশানে ক্লিক করুন।

  2. Reference number - এ আপনি ইটালি ভিসার এপ্লিকেশন করার সময় যে স্লিপ/রিসিট দিয়েছিল, তাতে একটা রেফারেন্স নাম্বার আছে ওটা বসান। 

অথবা ইটালি ভিসার এপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বার দেওয়া ছিল তাতে  SMS এর মাধ্যমে একটি রেফারেন্স নাম্বার পাঠানো হয় সেটা বসান।

5.Last Name - এ আপনার নামের শেষের অংশ লিখুন। 

6. I am not  a robot - টিক চিহ্ন দিয়ে ক্যাপচাটি পূরণ করুন।

7. সর্বশেষ Submit বাটনে ক্লিক করলে, ইটালি ভিসার বিস্তারিত তথ্য আপনাদের সামনে চলে আসবে। 

যদি প্রসেসিং দেখায় তাহলে বুঝবেন আপনার ভিসাটি পুরোপুরি প্রস্তুত হয়নি। এখনও ভিসার কাজ চলছে। 

ইটালি ভিসা ক্যাটাগরী/ প্রকারভেদ

ইটালি ভিসা মূলত ০২ ধরণের।

১. সিজনাল ভিসা।

২. নন সিজনাল ভিসা। 

সিজনাল ভিসা আবার পাঁচ প্রকার।

  • স্পন্সর ভিসা
  • স্টুডেন্ট ভিসা
  • কৃষি ভিসা
  • মেডিকেল ভিসা
  • টুরিস্ট ভিসা

ইটালি ভিসার খরচ কত 

ইটালি ভিসা করতে ভিসার ধরন অনুযায়ী খরচ হয়। আপনি যদি সিজনাল ভিসা করতে চান তাহলে ৩/৪ লক্ষ টাকা খরচ হবে। সিজনাল ভিসা দিয়ে ইটালি গেলে ৬/৯ মাস থাকা যায়।

আর যদি নন সিজনাল ভিসা তৈরি করতে চান তাহলে ৯/১০ লক্ষ টাকা মত খরচ হতে পারে।নন সিজনাল ভিসা নিয়ে ইটালি গেলে সর্ব নিন্ম ৩/৪ বছর থাকা যায়।

ইতালি ভিসা প্রসেসিং

ইটালির বিভিন্ন কোম্পানি অনলাইনে কাজের নিয়োগ দিয়ে থাকে। সেই নিয়োগ দেখে অনলাইনে আবেদন করে, আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। 

আবেদন মঞ্জুর হলে আবেদনের কপি সহ সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইটালি ভিসা সেন্টারে উপস্থিত হতে হবে। বাকি কাজের নির্দেশনা সেখান থেকে পেয়ে যাবেন।

ইতালি ভিসা আবেদন লিংক

https://visa.vfsglobal.com/bgd/bn/ita/apply-visa এই লিংকে প্রবেশ করে ইটালি ভিসার জন্য আবেদন করতে হবে।

ভিএফএস গ্লোবাল ঢাকা-ইতালি ওয়েবসাইট

https://visa.vfsglobal.com/bgd/bn/ita এখানে ক্লিক করে ইটালি ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

ইতালি ভিসা পাওয়ার সহজ উপায়

ইটালি ভিসা পাওয়ার জন্য সবথেকে সহজ উপায় হল, বর্তমানে ইটালিতে আছে এমন কারো রেফারেন্স নিয়ে, অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের কপি নিয়ে ইটালি ভিসা এম্বাসি তে যোগাযোগ করতে হবে।

শেষ কথাঃ আজকে আমরা জানলাম ইটালি ভিসা চেক করার নিয়ম। 

যে কোন দেশে যাওয়ার পূর্বে প্রত্যেকেরই উচিৎ নিজের ভিসাটি চেক করে নেওয়া। না হলে পরবর্তিতে নানা রকম জটিলতায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ভিসা সংক্রান্ত আরও আর্টিকেল পড়তে নিচের লিংকে ভিজিট করুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url