কানাডা যেতে কত টাকা লাগে। কানাডা ভিসার খরচ কত।

কানাডা যেতে কত টাকা লাগে। কানাডা ভিসার খরচ কত।

 By আসিফ ইকবাল বাদশা 
কানাডা যেতে কত টাকা লাগে। কানাডা ভিসার খরচ কত

আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো কানাডা যেতে কত টাকা লাগে বা কানাডা ভিসার খরচ কত।

কানাডা হল উত্তর আমেরিকার একটি দেশ। আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। 

বাংলাদেশ থেকে ও প্রতি বছর বহু মানুষ পড়াশোন, চাকরি, বিভিন্ন কাজ সহ স্থায়ী ভাবে বসাবসের জন্য কানাডাতে পাড়ি জমাচ্ছে। 

তো কানাডা যাওয়ার কার্যক্রম শুরু করার পূবে সবার ই উচিৎ কানাডা যাওয়ার খরচ সম্পর্কে জেনে নেওয়া। তো সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকের এই পোষ্টটি লেখা।

Index:

1.কানাডা যেতে কত টাকা লাগে। 

2.কানাডা স্টুডেন্ট ভিসা খরচ কত।

3.কানাডা জব/ ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত।

4.কানাডা কৃষি ভিসার খরচ কত। 

5.কানাডা ভিজিটর বা টুরিস্ট ভিসার খরচ কত।

6. সরকারি ভাবে কানাডা যাওয়ার উপায়

7. বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে

8. কানাডা যেতে কত বয়স লাগে

9. কানাডা যাওয়ার এজেন্সি বা এম্বাসি

10. আমাদের শেষ কথা।

জানুন..  রোমানিয়া ভিসা চেক করার নিয়ম

কানাডা যেতে কত টাকা লাগে

কানাডা যাওয়ার জন্য কত টাকা লাগবে সেটা মূলত নির্ভর করবে ভিসার ধরণের ওপর। তো চলুন আগে জেনে নেওয়া যাক কোন ধরনের ভিসা নিয়ে কানাডা যেতে কত টাকা লাগে।

কানাডা ভিসার ক্যাটাগরী

  • কানাডা স্টুডেন্ট ভিসা।
  • কানাডা জব / ওয়ার্ক পারমিট ভিসা।
  • কানাডা কৃষি ভিসা।
  • কানাডা ভিজিটর বা টুরিস্ট ভিসা।
  • কানাডা শ্রমিক ভিসা। 

কানাডা স্টুডেন্ট ভিসা খরচ কত

কানাডার স্টুডেন্ট ভিসাকে মূলত স্টাডি ভিসা বলা হয়। বর্তমান বিশ্বে যত দিন যাচ্ছে নিত্য নতুন প্রযুক্তির জন্য কানাডা দেশটি উন্নত থেকে আরও উন্নততর হচ্ছে। 

যে কারণে প্রতি বছর আমাদের দেশ থেকে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনার জন্য কানাডায় যাচ্ছে। তো আপনি যদি স্টুডেন্ট হিসেবে কানাডা যেতে চান তাহলে আপনার প্রায় ৫ (পাঁচ) লক্ষ টাকা খরচ হবে। 

স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় যাওয়ার জন্য সর্বনিন্ম HSC পাস এবং ৪.০০ পয়েন্ট লাগে।

কানাডা জব/ ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ লোক জব বা চাকরির জন্য কানাডায় যাচ্ছে। কারণ কানাডা কর্ম সংস্থানের কোন অভাব নাই। কিন্তু কর্মির অনেক অভাব।

কানাডা জব ভিসা করার জন্য প্রায় ৭ (সাত) লক্ষ টাকা খরচ হয়। তছাড়া আপনার ব্যংক একাউন্টে ১০ লক্ষ টাকার উপর ব্যালান্স দেখানো লাগে।

কানাডা কৃষি ভিসার খরচ কত

কানাডা অনেক উন্নত দেশ হওয়ায় তাদের দেশে কৃষকের সংখ্যা অনেক কম। তাই যারা কৃষি কাজে দক্ষ। আর সেই দক্ষতাকে কাজে লাগিয়ে কানাডায় গিয়ে ভাগ্যের চাকা ঘুরাতে চান।

তাদের জন্য সুবর্ণ সুযোগ চালু করেছে কানাডা সরকার। কানাডা কৃষি ভিসা করতে ৫-৮ লক্ষ টাকা মত খরচ হয়।

কানাডা ভিজিটর বা টুরিস্ট ভিসার খরচ কত

কানাডায় ঘোরার জন্য বিভিন্ন দর্শনীয় স্থান আছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কানাডা সবার শীর্ষে।  আপনি যদি টুরিস্ট ভিসায় কানাডায় যেতে চান তাহলে আপনার ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হবে। টুরিস্ট ভিসা নিয়ে কানাডায় গেলে ৩ থেকে ৬ মাস অবস্থান করা যায়।

আরও পড়ুন..পাসপোর্ট নাম্বার দিয়ে যে কোন দেশের ভিসা চেক

কানাডা শ্রমিক ভিসা

শ্রমিক ভিসায় কানাডা যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হল কানাডার যে কোন একটি কোম্পানি থেকে কাজের অফার পেতে হবে।

এই অফার পাওয়ার জন্য, অনলাইনে কানাডিয়ান বিভিন্ন কোম্পানি বিভিন্ন কাজের নিয়োগ দিয়ে থাকে, সেখানে আবেদন করতে হবে।

শ্রমিক ভিসায় কানাডা গিয়ে সর্বনিন্ম ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন পাওয়া যায়। তবে কাজের ওপর ভিত্তি করে আরও বেশি ও বেতন পাওয়া যায়।

কানাডা যাওয়ার পূবে করনীয় কী

আপনি যদি কানাডায় যে তে চান তাহলে অবশ্যই আপনাকে সরকারী ভাবে যেতে হবে। তাছাড়া বেসরকারি ভাবে কানাডা যাওয়ার কোন সিস্টেম নেই।

কানাডা যাওয়ার আগে সর্বপ্রথম আপনাকে আপনার অভিজ্ঞতা অনুযায়ী ভিসার ক্যাটাগরী সিলেক্ট করতে হবে। কানাডা সরকার বিভিন্ন কাজের লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়ে থাকে।

ওই বিজ্ঞপ্তি দেখে সরকারী ভাবে কানাডা যাওয়ার জন্য আবেদন করতে হবে। তাছাড়া আপনি যে কাজের জন্য কানাডা যেতে চান, দেশ থেকে সেই কাজের উপর মোটামুটি প্রশিক্ষণ নিয়ে যেতে পারলে সবথেকে ভালো হয়।

কানাডায় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে, বর্তমানে কানাডায় আছে এমন কারো সুপারিশ অথবা রেফারেন্স নিতে হবে।

এছাড়াও আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। তাহলে কানাডায় যাওয়া এবং সেখানে সাচ্ছন্দ মত অবস্থান করা আপনার জন্য আরও সহজ হবে।

সরকারি ভাবে কানাডা যাওয়ার উপায়

সরকারি ভাবে কানাডা যাওয়ার জন্য সর্ব প্রথম আপনাকে কানাডা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আপনার আবেদন যদি কানাডা সরকার সিলেক্ট করে, তবেই আপনি সরকারি ভাবে কানাডা যেতে পারবেন।

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে কানডার দুরত্ব ১০,৯৯৪. বর্গ কিলোমিটার। বিমানে করে বাংলাদেশ থেকে কানাডা যেতে ২০ ঘন্টার মত সময় লাগে। একই ভাবে কানাডা থেকে বাংলাদেশে আসতে ও ২০ ঘন্টা সময় লাগে।

কানাডা যেতে কত বয়স লাগে

কানাডা যাওয়ার সর্বনিন্ম বয়স ১৮ বছর। আর সর্বোচ্চ বয়স ৫৫ বছর।

কানাডা যাওয়ার এজেন্সি বা এম্বাসি

বাংলাদেশ থেকে কানাডায় যাওয়ার জন্য কয়েকটি এজেন্সি আছে। যেমন: Obokash, SA Associates, Airwaysbd, VFS Global. ইত্যাদি। 

সবচেয়ে কম খরচে কানাডায় যাওয়ার মাস কোনটি?

সবচেয়ে কম খরচে কানাডা যাওয়ার মাস হলো জানুয়ারি। 

শেষ কথাঃ আজকে আমরা জানলাম কানাডা যেতে কত টাকা লাগে বা কানাডা ভিসার খরচ কত।

কানাডা যাওয়ার পূবে আপনাকে অবশ্যই কানাডা ভিসার ক্যাটাগরি এবং খরচ সম্পর্কে যেনে নিতে হবে। কানাডা ভিসা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।

আরও জরুরি তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url