আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

By আসিফ ইকবাল বাদশা

America to Bangladesh money transfer  

আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

আজকের আলোচনার বিষয় আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম।
বর্তমান বিশ্বে আমেরিকা বা যুক্তরাষ্ট্র একটি উন্নত এবং জনবহুল দেশ। এখনকার সময়ে আমেরিকা যাওয়া অথবা আমেরিকায় বসাবস করাটা রীতিমতো মানুষের স্বপ্ন হয়ে দাড়িয়েছে।

পড়াশোনা অথবা কর্মসংস্থান বিভিন্ন কাজে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ লোক আমেরিকাতে পাড়ি জমাচ্ছে। কেউ যাচ্ছে প্রবাসী হিসাবে আবার কেউ যাচ্ছে স্থায়ীভাবে বসাবস করার জন্য।

তো যে, যেই কারণে আমেরিকায় যাক না কেন, তাদের প্রিয়জনরা কিন্তুু বাংলাদেশেই থেকে যাচ্ছে। প্রতিনিয়ত তাদেরকে বাংলাদেশে আপন জনদের কাছে টাকা পাঠানো লাগছে। 

প্রথম প্রথম আমেরিকায় গিয়ে অনেকেই চিন্তায় প্লাস ভয়ে থাকেন যে, কী ভাবে বাংলাদেশে টাকা পাঠানো যায়। আপনাদের সেই চিন্তা এবং ভয় দূর করার জন্য আজকের এই আর্টিকেলটি লেখা।

আরও জানুন... পৃথিবীর যে কোন দেশ থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠানোর নিয়ম।

INDEX:

1. আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

 1.1মোবাইল ব্যাংকিং/বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম।

 1.2ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম।

 1.3ওয়াল্ডরেমিট ওয়েবসাইটের মাধ্যমে টাকা   পাঠানোর নিয়ম।

 1.4সেন্ড ওয়েব অ্যাপসের মাধ্যমে টাকা   পাঠানোর নিয়ম 

2. টাকা পাঠানোর আগে বিদেশি ব্যাংক যে যে তথ্যসমূহ নিশ্চিত করে।

3. আামদের শেষ কথা।

আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য মূলত চারটি নিয়ম আছে।

  1. মোবাইল ব্যাংকিং/বিকাশের মাধ্যমে। 
  2. ব্যাংকের মাধ্যমে।
  3. ওয়াল্ড রেমিট (Worldremit) ওয়েবসাইটের মাধ্যমে। এবং
  4. সেন্ড ওয়েব (Sendwabe) অ্যাপস এর মাধ্যমে।

মোবাইল ব্যাংকিং/বিকাশের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশের টাকা পাঠানোর নিয়ম 

1. সর্বপ্রথম আমেরিকার অনুমোদিত বিকাশের পার্টনার ব্যাংকের ব্রাঞ্চ/ মানি এক্সচেঞ্জ/ মানি ট্রান্সফার অরগানাইজেশন (MTO) এজেন্ট-এর কাছে যান

2. বেনিফিশিয়ারি অর্থাৎ আপনি যে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান সেই একাউন্টটি খোলার সময় যে নাম্বার ও নাম দিয়ে খোলা ছিল সেই নাম্বার এবং পুরো নাম প্রদান করুন।

3. যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই অর্থটা উক্ত এজেন্টকে প্রদান করুন।

4. আপনার টাকা পাঠানোর প্রক্রিয়াটি সঠিক ভাবে সম্পন্ন করার জন্য এজেন্ট কে অনুরোধ করুন।

ব্যাংকের মাধ্যমে আমেরিকা থেকে টাকা পাঠানোর নিয়ম 

আপনি যদি সর্বোচ্চ সুরক্ষিত ভাবে টাকা পাঠাতে চান। তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে। তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চাইলে সর্বপ্রথম আপনাকে এবং আপনি যার কাছে টাকা পাঠাতে চান, তাকে ও ব্যাংকে একাউন্ট খুলতে হবে।

এবার আপনি উক্ত ব্যাংকের শাখায়/মানি ট্রান্সফার অরগানাইজেশন (MTO) এজেন্টের কাছে উপস্থিত হয়ে, যার কাছে টাকা পাঠাতে চান তার ব্যাংক একাউন্ট নাম্বার, নাম, এবং টাকাটা প্রদান করলে ব্যাংকের লোকেরাই বাকি কাজ করবেন এবং আপনার টাকাটি সঠিকভাবে পাঠিয়ে দিবেন।

ওয়াল্ডরেমিট (Worldremit) ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম 

আপনি যদি ওয়াল্ডরেমিটের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান তাহলে, 

  • সর্বপ্রথম আপনি ওয়াল্ডরেমিট প্লাটফর্মের ওয়েবসাইটে অথবা এই লিংকে যেয়ে https://www.worldremit.com/en/account/signup?ReturnUrl=%2Fen%2F একটি একাউন্ট খুলে, রেজিষ্ট্রেশন করে নিন।
  • তারপর প্রাপক অর্থাৎ যার কাছে টাকা পাঠাতে চান তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মোবাইল মানি একাউন্ট/ বিকাশ নাম্বার, এবং টাকা পাঠানোর কারণ লিখুন।
  •  Mobile money transfer সিলেক্ট করুন।
  • Country অর্থাৎ Bangladesh সিলেক্ট করুন। 
  • এখন বিস্তারিত সকল তথ্য প্রদান করে টাকা ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করুন।

সেন্ড ওয়েব (Send wabe) অ্যাপস এর মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম 

Send waves https://play.google.com/store/apps/details?id=com.mychime.waveremit.app অ্যাপসের ভিতর প্রবেশ করে প্রাপকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মোবাইল মানি একাউন্ট/ বিকাশ নাম্বার, এবং পাঠানোর কারণ এবং টাকার পরিমাণ লিখে সাবমিট অপশানে ক্লিক করলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে। 

টাকা পাঠানোর সময় বিদেশি ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন (MTO) এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলো যে বিষয়গুলো যাচাই করেঃ

  •  যে একাউন্টে টাকা পাঠাবেন সেই একাউন্টটি রেজিস্টার্ড এবং বৈধ কি না।
  •  একাউন্ট নাম্বার এবং পুরো নাম সঠিকভাবে প্রদান করেছেন কি না।
  • যে পরিমাণ টাকা পাঠাচ্ছেন সেটা বাংলাদেশী টাকায় রেমিট্যান্সের সীমা অতিক্রম করছে কি না।
নোটঃ টাকা পাঠানোর আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, যে পরিমাণ টাকা পাঠাতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা যেন অবশ্যই আপনার একাউন্টে থাকে।  

আমাদের শেষ কথাঃ 

এতক্ষণ আলোচনা করলাম আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম নিয়ে। এখানে উল্লেখিত যে কোন একটি নিয়ম অনুস্বরণ করে আপনি খুব সহজে অনেক অল্প সময়ে আমেরিকা সহ সারা বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই টাকা পাঠাতে পারবেন।

বিকাশ ও ব্যাংকিং সম্পর্কিত আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url