মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, মালয়েশিয়ার বেতন, টিকেটের দাম, প্রয়োজনীয় কাগজ পত্র ইত্যাদি বিস্তারিত তথ্য।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

আজকে আপনাদের সাথে মালয়েশিয়া যেতে কত টাকা লাগে এবং কি কি যোগ্যতা লাগে তা নিয়ে আলোচনা করবো।

বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক জিবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। আবার অনেকেই যাচ্ছেন টুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে ভ্রমণের জন্য। 

প্রত্যেকটি মানুষ ই চায় কাজ করে একটু বেশি বেশি টাকা কামাতে, একটু আরাম আয়েশে থাকতে এবং পরিবারের লোকদের নিয়ে সুখে শান্তিতে বসাবস করতে। আর মালয়েশিয়া সরকার, প্রবাসীদের এই সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে। 

এই কারণে যারা প্রবাশ জীবন কাটাতে চান, তাদের পছন্দের তালিকায় প্রথম স্থান দখল করে আছে মালয়েশিয়া। আর এত বিপুল পরিমাণ লোক মালয়েশিয়া যাবার স্বপ্ন দেখার মূল কারণ সেখানকার মোটা অংকের বেতন। 

মালয়েশিয়া দেশটি কেমন

মালয়েশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এটি একটি মুসলিম প্রধান দেশ। এর আয়তন ৩,২৯,৮৪৫ বর্গ কি.মি.। এর রাজধানীর নাম কুয়ালালামপুর। মালয়েশিয়াকে এশিয়ার সব থেকে সাজানো গোছানো রাষ্ট্র বলা হয়।

তাই আপনারা যারা মালয়েশিয়া যেতে চান এবং মালয়েশিয়া যাওয়ার খরচ জানতে চান তারা আজকের পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন। 

আরও জানুন.. কানাডা যেতে কত টাকা লাগে

INDEX:

1.মালয়েশিয়া যেতে কত টাকা লাগে।

2.সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায়।

3.বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত সময় লাগে।

4.মালয়েশিয়া টিকিটের দাম কত।

5.মালয়েশিয়ার কাজের বেতন কত। 

6.মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা বেতন কত।

7.মালয়েশিয়া যেতে কি কি যোগ্যতা লাগে। 

8.মালয়েশিয়া টাকার মান কত। 

9.মালয়েশিয়া যেতে কত বয়স লাগে।

10.মালয়েশিয়া কেন ভিসা ভালো।

11.শেষ কথা।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে বা মালয়েশিয়া যাওয়ার খরচ কত

আপনারা যারা মনের মধ্য মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন যাপন করে বসে আছেন। তাদের জন্য বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার যৌথ প্রচেষ্টার একাটি সুবর্ণ সুযোগ চালু করে দিয়েছে। যাতে করে মালয়েশিয়া যাওয়ার খরচ ও অনেক অংশে কমে গিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী একজন শ্রমিকের মালয়েশিয়া ভিসার দাম হিসেবে ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোটামুটি ৮০ হাজার টাকা মত খরচ হতে পারে মালয়েশিয়া যেতে।

মনে রাখবেন, ভিসা অফিসের আশেপাশে সবসময় দালালে পরিপূর্ণ থাকে। আপনি যদি দালালের মাধ্যমে মালয়েশিয়া যেতে চান তাহলে আপনার প্রায় দ্বিগুণ টাকা খরচ হবে। অর্থাৎ আপনার ১ লক্ষ ৬০ হাজার টাকা মত খরচ হয়ে যাবে।

এছাড়া ও পাসপোর্টের ফি, দেশীয় এজেন্সির ফি, বিএমইটির ফি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি এবং স্বাস্থ্য পরীক্ষার ফি হিসেবে ও আপনার বেশ কিছু টাকা খরচ হবে।

Special tips: আপনাদের জন্য আমার উপদেশ থাকবে আপনারা কোন দালালের চক্করে পড়বেন না। যদি আপনার পরিচিত কেউ মালয়েশিয়া থাকে তাহলে তাকে দিয়ে আপনার ভিসাটি করিয়ে নিবেন।

এতে করে আপনার খরচ ও কম হবে। আর মালয়েশিয়া গিয়ে ভালো কাজ পওয়ার ও সম্ভাবনা থাকবে।

সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায়

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি কাজের জন্য অনলাইনে নিয়োগ দিয়ে থাকে। তো সেই নিয়োগের ভিত্তিতে "আমি প্রবাসি অ্যাপস" অথবা নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে BMET Registration করে, চাকরির জন্য আবেদন করতে পারেন।

যদি মালয়েশিয়ান কোম্পানি আপনার আবেদনটি সিলেক্ট করে তাহলে খুব সহজেই সরকারি ভাবে মালয়েশিয়া যেতে পারবেন।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত সময় লাগে

বাংলাদেশের ঢাকা থেকে মালয়েশিয়ার দুরত্ব ৩,৭৩২ কিলোমিটার। ননস্টপ বিমানে করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে ৩ ঘন্টা ৫৫ মিনিটের মত সময় লাগে।

আর ওয়ান স্টপ ফ্লাইটে করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে ৭ ঘন্টা ৩০ মিনিটের মত সময় লাগে। 

মালয়েশিয়া টিকিটের দাম কত

আপনি যদি টুরিস্ট ভিসায় বা যে কোন ভিসায় মালয়েশিয়া যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে বিমানের টিকিট করটতে হবে। মালয়েশিয়া বিমানের টিকিট কাটতে ২৫-৩০ হাজার টাকা খরচ হবে। 

বিমান অনুযায়ী টিকেটের দাম নির্ধারণ করা হয়।

  • ইউনাইটেড ও রিজেন্ট এয়ারওয়েজ -২২ হাজার ৫০০ থেকে ২৬ হাজার টাকা। 
  • বাংলাদেশ বিমান- ২৪ হাজার ৫০০ থেকে ৩০ হাজার টাক।
  • এবং মালয়েশিয়ান এয়ারে- ২৭ হাজার থেকে ৩৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত খরচ  হতে পারে । 

নোটঃ বিমানে টিকেটের দাম প্রতিনিয়ত কম বেশি হয়। 

মালয়েশিয়ার কাজের বেতন কত 

মালয়েশিয়ার সরকার সর্বনিম্ন বেতন হিসেবে ১ হাজার ২০০ রিঙ্গিত নির্ধারণ করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার টাকার মতো আসে।

কাজের ধরণ হিসেবে বেতন দেয় মালয়েশিয়া সরকার। ভাল কাজ হলে অনেক ভাল বেতন পাওয়া যায়।

মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা বেতন কত

মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসার বেতন বাংলাদেশি টাকায় ৪০ থেকে ৫০ হাজারের মত। তবে উক্ত কাজের ঔপর পূর্বে দক্ষতা থাকলে আরও বেশি বেতন পাওয়া সম্ভব। 

আরও জানুন..  ইতালি যেতে কত টাকা লাগে 

মালয়েশিয়া যেতে কি কি যোগ্যতা লাগে? 

  • পাসপোর্টের মেয়াদ সর্বনিন্ম ০৬ মাস থাকতে হবে।
  • পাসপোর্ট সাইজের ছবি। 
  • বয়স ১৮ বছরের বেশি এবং ৪৫ বছরের কম হতে হবে।
  • একটি সক্রিয় মোবাইল নাম্বার।
  • ই মেইল আইডি (ঐচ্ছিক)
  • কাজের দক্ষতা সনদ (যদি থাকে)
  • সরাকারী কর্মকর্তা হলে GO/NOC. (যদি থাকে)
  • মালয়েশিয়া ভিসা।

মালয়েশিয়া টাকার মান কত

    মালয়েশিয়ার টাকার নাম রিংগিত। বর্তমানে মালয়েশিয়ার ১ রিংগিত সমান ২৪ টাকা।
      নোটঃ টাকার মান প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে।

      মালয়েশিয়া যেতে কত বছর বয়স লাগে

      মালয়েশিয়া যাওয়ার সর্বনিন্ম বয়স ১৮ এবং সর্বোচ্চ বয়স হল ৪০ বছর। তবে কাজাের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে হলে সর্বনিন্ম ২১ বছর বয়স লাগে।

      মালয়েশিয়া কোন ভিসা ভালো

      বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ মালয়েশিয়া যায় কাজ করার জন্য। তো সে ক্ষেত্রে আমার সাজেশন থাকবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য।
      কারণ সেখানে গিয়ে সহজেই ভালো বেতনের কাজ পাবেন এবং অন্য ভিসার তুলনায় মেয়াদ ও বেশ কিছুদিন বেশি পাবেন।

      শেষ কথাঃ আজকে আমরা জানলাম মালয়েশিয়া যেতে কত টাকা লাগে।

      আপনারা যদি মালয়েশিয়া যেতে চান এবং কোন দালালের চক্করে পড়তে না চান। তাহলে বর্তমানে মালয়েশিয়ায় আছে এমন কারো সাথে যোগাযোগ করে, তাকে আপনার ভিসাটি করে দেওয়ার জন্য অনুরোধ করুন। 

      আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 


      Next Post Previous Post
      No Comment
      Add Comment
      comment url