সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

By আসিফ ইকবাল বাদশা 

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার এবং বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম। 

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
আপনি যদি সোনালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার একাউন্ট থেকে ঘরে বসে খুব সহজে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান। 
তাহলে আজকের পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কারন আজকে আমি আপনাদেরকে সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম শেখাবো।

বর্তমানে বাংলাদেশের সরকারি ব্যাংক গুলোর মধ্যে সোনালী ব্যাংক সবথেকে শীর্ষে অবস্থান করছে। 

যুগের সাথে তাল মিলিয়ে এবং তাদের প্রায় আড়াই কোটি গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে সোনালী ব্যাংক এনেছে টাকা উত্তোলন করার সহজ উপায়। বিকাশের সাথে যৌথ চুক্তির মাধ্যমে তার এই উদ্দোগটি তার গ্রহণ করেছে।

তার সম্মিলিত ভাবে সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার এবং বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা জমা করার সিস্টেম চালু করেছে। যার ফলে গ্রাহকরা এখন অনেক বাড়তি সুবিধা পাচ্ছেন। 

একজন গ্রাহক চাইলে ঘরে বসেই বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা তুলতে এবং একই সাথে টাকা জমা ও করতে পারবেন। 

Index:

1. সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম।

2. সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশের সাথে কানেক্ট কারার শর্ত সমূহ।

3. বিকাশ এবং ব্যাংক একাউন্ট লিংক করে কানেক্ট করার নিয়ম। 

4. বিকাশ থেকে সোনালী ব্যাংক একাউন্টে টাকা পাঠানের নিয়ম।

5. টাকা ট্রান্সফার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব।

৬. আমাদের শেষ কথা।

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

সোনালী ব্যাংক থেকে বিকাশের মধ্যমে টাকা তুলতে বা জমা করতে গেলে সর্ব প্রথম আপনার বিকাশ একাউন্ট কে সোনালী ব্যাংক একাউন্টের সাথে লিংক করে নিতে হবে। আর লিংক করার জন্য আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে।

সোনালী ব্যাংক একাউন্টকে বিকাশের সাথে কানেক্ট কারা শর্ত সমূহ

এক কথায় বলতে গেলে দুই একাউন্টের সকল তথ্য একই হতে হবে। 

আর বিস্তারিত বলতে গেলে মোবাইল নাম্বার, জন্ম তারিখ এবং  ন্যাশনাল আইডি কার্ড সবকিছু একই রকম হতে হবে।

দুই একাউন্টের সকল তথ্য একই হলে, আপনার রিকুয়েষ্টটি সফল হবে। আর যদি কোন তথ্য আলাদা হয় তাহলে রিকুয়েষ্টটি বাতিল করা হবে।

সেক্ষেত্রে, আপনাকে নিকটস্থ সোনালী ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করে তথ্য আপডেট করে, সমস্যার সমাধান করে নিতে হবে।

বিকাশ এবং সোনালী ব্যাংকের একাউন্ট লিংক করে কানেক্ট করার নিয়ম 

  • সর্বপ্রথম প্লে ষ্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন। মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপে প্রবেশ করুন।

  • আপনাদের সামনে উপরের ছবিতে চিহ্নিত Add money অপশনে ক্লিক করুন। 

  • তারপর যথাক্রমে Bank to BKash > Bank account > Sonali Bank সিলেক্ট করুন।

  • এখন আপনাদের সামনে উপরের ছবির মত একাটি পপ আপ নোটিফিকেশন আসবে এখানে Add Bank  Account এ ক্লিক করুন।

  • এবার ব্যাংক একাউন্ট নাম্বার, একাউন্ট হোল্ডারের নাম ও পিন নাম্বার দিয়ে আপনার বিকাশ এবং ব্যাংক একাউন্ট একসাথে লিংক করে নিন।

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

  • বিকাশ  অ্যাপে প্রবেশ করে Add money অপশনে ক্লিক করুন।

  • তারপর Bank to BKash ( ব্যাংক টু বিকাশ) >Bank account (ব্যাংক একাউন্ট) সিলেক্ট করুন।
  • এখন Saved Bank অপশানে ক্লিক করলে আপনার সামনে আগে থেকে লিংক করা সোনালী ব্যাংক একাউন্টটি চলে আসবে।
  • সোনালী ব্যাংকে ক্লিক করার পর কত টাকা তুলতে চান সেই অংকটি প্রদান করুন। এখন আপনার সামনে টাকার পরিমাণ, চার্জ ইত্যাদি বিস্তারিত তথ্য চলে আসবে।
  •  এবার আপনি Porceed বা নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন।

  • এখন আপনার ফোনে একটি OTP ( One Time password) আসবে। OTP প্রদান করার পর Add Money successful দেখাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি SMS দিয়ে নিশ্চত করা হবে যে আপনার রিকুয়েষ্টটি সম্পন্ন হয়েছে।

বিকাশ থেকে সোনালী ব্যাংক একাউন্টে টাকা পাঠানের নিয়ম

  • বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর See more অপশানে ক্লিক করুন

  •  Bkash to Bank অপশানে যান।
  • আপনাদের সামনে উপরের ছবির মত Bank Account ও Visa Devid card অপশন আসবে আপনি Bank Account সিলেক্ট করুন।
  • এখন Saved Banks এ ক্লিক করলে আপনার লিংক করা ব্যাংক একাউন্টটি অর্থাৎ সোনালী ব্যাংক একাউন্টি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
  • এখন Saved Banks এ ক্লিক করলে আপনার লিংক করা ব্যাংক একাউন্টটি অর্থাৎ সোনালী ব্যাংক একাউন্টটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
  • এবার আপনার এমাউন্ট অর্থাৎ কত টাকা পাঠাতে চান সেটা টাইপ করে Next বাটনে ক্লিক করুন।
  • এখন আপনার পিন নাম্বার দিয়ে Submit  করুন। 
  • কনফার্ম করতে বিকাশ আইকনে ট্যাপ করে ধরে রাখুন।

নোটঃ সোনালী ব্যাংকের পাশাপাশি এই একই নিয়মে আপনি যে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন ও জমা করতে পারবেন। 

#টাকা ট্রান্সফার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব

সোনালি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে কত টাকা খরচ হয়?

উত্তরঃ কোন টাকা খরচ হয় না। সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার চার্জ একেবার ফ্রি।

বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর জন্য কত টাকা খরচ হয়? 

উত্তরঃ সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের জন্য গ্রাহকদের কাছ থেকে 1% সার্ভিস চার্জ নেওয়া হয়।

অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, এবং IFIC ব্যাংকের গ্রাহকদের  কাছ থেকে 2% সার্ভিস চার্জ নেওয়া হয়।

বিকাশ থেকে সোনালী ব্যাংকে কত একবরে টাকা পাঠানো যায়?

উত্তরঃ একবারে সর্বচ্চ ২৫,০০০ টাকা পাঠানো যায়। প্রতিদিন  ৫ বার, মাসে মোট ৫০ বার এবং প্রতি মাসে সর্বোচ্চ ১০,০০০০ (এক লক্ষ)  টাকা পাঠানো যায়।

সোনালী ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে কত টাকা তোলা যায়?

উত্তরঃ ব্যাংক থেকে বিকাশে প্রতি মাসে ট্রান্সফার লিমিট ৫০,০০০ টাকা।

বিকাশ থেকে ব্যাংকে প্রতিদিন কয়টি লেনদেন করা যায়?

উত্তরঃ ৫ টি।

ব্যাংক থেকে বিকাশে প্রতি দিন কয়টি লেনদেন করা যায়?  

উত্তরঃ ২ টি।

আমাদের শেষ কথাঃ আজকে আমরা শিখলাম সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম। এ সম্পর্কে কোন প্রশ্ন বা মন্তব থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।

ব্যাংক সংক্রান্ত আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 

Next Post Previous Post
1 Comments
  • Shakib360
    Shakib360 December 8, 2022 at 3:00 PM

    খুবই উপকৃত হলাম

Add Comment
comment url