পাসপোর্ট নাম্বার দিয়ে সব দেশের ভিসা চেক । passport number diye visa check

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক। passport number diye visa check.

By আসিফ ইকবাল বাদশা 

পাসপোর্ট নাম্বার দিয়ে ঘরে বসে  যে কোন দেশের ভিসা চেক করুন এবং বিস্তারিত জানুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সব দেশের ভিসা চেক। passport number diye visa check

আজকে আমি আপনাদের সাথে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। শুধুমাত্র পাসপোর্ট নাম্বর দিয়ে বিশ্বের বেশিরভাগ দেশের ভিসা চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে।

আপনি যদি পড়ালেখা, চাকরি, চিকিৎসা,ভ্রমণ অথবা অন্য যে কোন কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে যেতে চান, তাহলে আপনার জন্য পাসপোর্ট এবং ভিসা দুইটা জিনিস অনেক জরুরী। আর তেমনি ভিসা চেক করাটাও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 

কেন আপনি ভিসা চেক করবেন

বিদেশে যাওয়ার পূর্বে, ভিসা সংক্রান্ত সকল প্রকার জালিয়াতি এবং প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ভিসা চেক করবেন। 

এছাড়া ও আপনার ভিসাটা আসল নাকি নকল তা জানার জন্য, যে কাজের জন্য ভিসা করেছেন তা ঠিকঠাক আছে কি না জানার জন্য, যে কোম্পানির ভিসা করেছেন তা সঠিক  আছে কি না দেখার জন্য এবং আপনার ভিসার মেয়াদ কত দিন পর্যন্ত তা জানার জন্য। 

আগে থেকে এসব বিষয়গুলো যাচাই বাছাই না করে নিলে, পরবর্তিতে আপনি বিভিন্ন রকম ঝামোলায় পড়তে পারেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

যে দেশের ভিসা চেক করতে চান, সে দেশের অ্যাম্বাসির ঠিকানায় ঢুকে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, ইত্যাদি যা যা তথ্য চায় পূরণ করে, I am not a Robot এ ক্লিক করে, ক্যাপচা পূরণ করে, Submit/search এ ক্লিক করলে আপনার ভিসার তথ্য জানতে পারবেন।

বেশিরভাগ দেশের ভিসা এই নিয়মে দেখতে পারবেন। (কিছু ব্যাতিক্রম ছাড়া)

নোটঃ অনেক সময় ভিসা চেক করতে গেলে,  যে দেশের ভিসা চেক করার ওয়েবসাইটে যাবেন, সে দেশের ভাষায় সবকিছু লেখা আসবে, তখন পাশে English অপসান ও আসবে। আপনি English এ ক্লিক করে অথবা Google translate দিয়ে সবকিছু ইংরেজি করে নিবেন।

নিচে অনেকগুলো দেশের অ্যাম্বাসির ভিসা চেক করার লিংক দেওয়া হলো। আপনি যে দেশের ভিসা চেক করতে চান সেই দেশের নামের ওপর ক্লিক করে, বিস্তারিত তথ্য প্রদান করে Search/Submit করুন। তাহলে আপনি আপনার ভিসা সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন।

৫০+ দেশের অ্যাম্বাসির ভিসা চেক করার ঠিকানাঃ

  • বাংলাদেশ- http://www.moi.gov.bd
  • ভারত- http://labour.nic.in/
  • পাকিস্তান- http://www.moitt.gov.pk/
  • সৌদি আরব- http://www.moi.gov.sa/
  • দুবাই- http://www.moi.gov.ae
  • সংযুক্ত আরব আমিরাত- http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
  • কাতার- http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english
  • ওমান- http://www.rop.gov.om/
  • সিঙ্গাপুর- http://www.mom.gov.sg/
  • নেপাল- http://www.moic.gov.np/
  • ভুটান- http://www.molhr.gov.bt/
  • শ্রীলঙ্কা- http://www.labourdept.gov.lk/
  • থাইল্যান্ড- http://www.mfa.go.th
  • মালদ্বীপ- http://mhrys.gov.mv/
  • মায়ানমার- http://www.mol.gov.mm/
  • বাহারাইন- http://www.markosweb.com/www/mol.gov.sa/
  • ইরান- http://www.irimlsa.ir/en
  •  কানাডা-  http://www.labour.gov.on.ca/english/
  • কোরিয়া- http://www.moel.go.kr/english
  • জাপান-  http://www.mhlw.go.jp/english/
  • ইটালি- https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
  • মালয়েশিয়া- https://eservices.imi.gov.my/myimms/PDStatus
  • ইংল্যান্ড-  http://www.ukba.homeoffice.gov.uk
  • মিশর- http://www.moiegypt.gov.eg/english/
  • সাইপ্রাস- http://moi.gov.cy/
  • আলবেনিয়া- http://www.moi.gov.al/
  • জামবিয়া- http://www.moi.gov.gm/
  • জর্দান- http://www.moi.gov.jo/
  • কেনিয়া- http://www.labour.go.ke/
  • গ্রীস- http://www.mddsz.gov.si/en
  • দক্ষীন আফ্রিকা- http://www.labour.gov.za/
  • ঘানা- http://www.ghana.gov.gh/
  • কলমবিয়া- http://www.labour.gov.bc.ca/esb/
  • বারবাডোস- http://www.labour.gov.bb/
  • ভিয়েতনাম- http://english.molisa.gov.vn/
  • নিউজিল্যান্ড- http://www.dol.govt.nz/
  • নামিবিয়া- http://www.mol.gov.na/
  • নেবানন- http://www.labor.gov.lb/
  • পোল্যান্ড- http://www.mpips.gov.pl/en
  • বুলগেরিয়া- http://www.mlsp.government.bg/en
  • আমেরিকা- http://www.dvlottery.state.gov/ESC
  • স্পেন- http://www.mtin.es/en
  • ইউক্রেইন- http://www.mlsp.gov.ua/
  • উগান্ডা- http://www.mglsd.go.ug/
  • প্যালেষ্টাইন- http://www.mol.gov.ps/
  • ব্রুনাই- http://www.labour.gov.bn/
  • ইয়ামেন- http://www.dol.gov/
  • নেদারল্যান্ড- http://english.szw.nl/
  • জামবিয়া- http://www.mlss.gov.zm
  • অষ্ট্রেলিয়া- http://www.workplace.gov.au/
  • জিম্বাবুয়ে- http://www.dol.gov/
  • ফিলিপাইন- http://www.dole.gov.ph/
  • রাশিয়া- http://www.labour.gov.on.ca/

শেষ কথাঃ তো বন্ধুরা আজকে আমরা জানলাম কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় এবং কিভাবে ( যে কোন দেশের) ভিসার বিস্তারিত তথ্য জানা যায়।

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url