পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম। passport number diye soudi visa check

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম ২০২২

By আসিফ ইকবাল বাদশা 

নতুন ওয়েবসাইটে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক, মোফা ভিসা চেক, সৌদি ভিসাকে বাংলায় অনুবাদ সহ বিস্তারিত তথ্য জানুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

আসসালামু আলাইকুম,, আজকের আলোচনার বিষয় পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

যারা হজ্জ/উমরাহ  সহ অন্য যে কোন কাজের জন্য সৌদি আরব যেতে চান আজকের পোষ্টটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 

বিদেশে যাওয়ার পূর্ব, ভিসা সংক্রান্ত সকল প্রকার জালিয়াতি ও প্রতারনার হাত থেকে রক্ষার পাওয়ার জন্য ভিসা চেক করতে হয়। আজকে আমি আপনাদের সাথে  পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

সৌদি দেশটি কেমন

সৌদি আরব হলো মধ্যপ্রাচ্যের একটি সর্বভৌম রাষ্ট্র। এর আয়তন ২১,৫০,০০০ বর্গ কি.মি.। এটি পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশ। 

এছাড়াও পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ এটি।সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে গণ্য করা হয়। 

Index:

1.সৌদি দেশটি কেমন।

2.সৌদি মোফা ভিসা চেক।

3.সৌদি ভিসা স্টাম্পিং চেক ওয়েবসাইট।4.পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক।  5.সৌদি ভিসা বাংলায় অনুবাদ।

6.সৌদি ভিসা চেক করার অ্যাপস। 

7.সৌদি ভিসা সম্পর্কে কিছু প্রশ্নোত্তর। 

সৌদি মোফা ভিসা চেক 

সৌদি আরবের ভিসা চেক ওয়েবসাইট enjazit.com.sa কে পরিবর্তন করে এখন visa.mofa.gob.sa তে পরিবর্তন করা হয়েছে।

নতুন ওয়েবসাইটে কিভাবে সৌদি ভিসা চেক করবেন সেটা আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো।

সৌদি ভিসা স্টাম্পিং চেক ওয়েবসাইট

সৌদি ভিসা স্টাম্পিং চেক করার জন্য ভিজিট করুন visa.mofa.gob.sa বা এই লিংকে ক্লিক করুন https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন যে কোন দেশের

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

#স্টেপ১ঃ সর্বপ্রথম visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData তে ক্লিক করে ওয়েবসাইটিতে প্রবেশ করুন। ওয়েরসাইটের সবকিছুই আরবিতে আসবে। 

আরবি না বুঝলে, ইংরেজি করার জন্য E তে ক্লিক করুন অথবা Google translate দিয়ে ইংরেজিতে করে নিন।

 #স্টেপ ২ঃ 

আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। এখানে,,

  • Passport nuber - এ পাসপোর্ট নাম্বার লিখুন।
  • Current Nationality - তে বাংলাদেশ সিলেক্ট করুন।
  • Visa type - এ Work /Hajj অথবা  যে কাজের জন্য ভিসা করছেন সেটা সিলেক্ট করুন।
  • Visa issuing Authority - এখানে Dhaka সিলেক্ট করবেন।
  • Image Code - এখানে Image এ ছয় সংখ্যার একটি কোড দেখাবে ওটা সঠিক ভাবে লিখুন।

#স্টেপ ৩ঃ এখন Search অপশনে ক্লিক করবেন, যদি আপনার ভিসাটি সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনি ভিসার বিস্তারিত  তথ্য (ভিসা নম্বর, অ্যাপ্লিকেশন নাম্বার, কোম্পানি ইত্যাদি) জেনে নিতে পারবেন।

ভিসা চেক করার অ্যাপস

অনলাইনে সোদি ভিসা চেক করার জন্য ওয়েবসাইটের পাশাপাশি কয়েকটি অ্যাপস ও আছে। যে কোন ব্রাউজারে গেয়ে সোদি ভিসা চেক অ্যাপস লিখে সার্চ করে ডাউনলোড করে নিলে খুব সহজেই সৌদি ভিসা চেক করে নিতে পারবেন।

সৌদি আরবের ভিসা সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর 

সৌদি ভিসা বাংলায় অনুবাদ 

সৌদি ভিসার তথ্যকে আর্থাৎ আরবি ভাষাকে বাংলায় অনুবাদ করার জন্য আপনাকে Google translate এর সাহায্য নিতে হবে। 

Google এর Search Option এ যেয়ে লিখুন আরবি টু বাংলা। এখন যে জিনিসটা/ কথাটা বুঝতে পারছেন না সেটা প্রথমে কপি করে (Enter text) এখানে পেষ্ট করুন।

তাহলে আরবি থেকে বাংলায় Translate হয়ে যাবে এবং আপনি সহজেই সবকিছু বুঝতে পারবেন। ( আথবা Play store থেকে Google translate Android  App ডাউনলোড করে নিতে পারেন)

কীভাবে সৌদি আরবের ভিসা চেক করবো

সৌদি আরবের ভিসা চেকিং ওয়েবসাইট visa.mofa.gob.sa ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বর দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন।

সৌদি আরবের ভিসার কোম্পানি ও পেশা চেক করার উপায়

উপরে উল্লেখিত ওয়েবসাইট থেকে আপনি কোম্পানি ও পেশা সহ ভিসার সকল তথ্য চেক করতে পারবেন।

শেষ কথাঃ পরবর্তীতে বিভিন্ন রকম ঝামেলায় পড়তে না চাইলে, বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভিসার সকল তথ্য যাচাই করে নিবেন। আর উপরের নিয়মগুলে স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন।

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরও তথ্য জানতে নিচে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url