পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ই ভিসা চেক করার নিয়ম । oman e visa check online

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ই ভিসা চেক করার নিয়ম

By আসিফ ইকবাল বাদশা

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ই ভিসা চেক এবং পেমেন্ট রিসিট ডাউনলোড করার নিয়ম  

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ই ভিসা চেক করার নিয়ম


আপনাদের ভেতর যারা ওমান যেতে চান, এবং যাওয়ার আগে নিজের ভিসাটি চেক করে নিতে চান। আজকের পোষ্টটি তাদের জন্য খুবই দরকারি। আজকে আমি আপনাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ই ভিসা চেক করার নিয়ম শেখাবো।

বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় হাজার হাজার লোক ওমান যাচ্ছে। আগে এই যাওয়ার পরিমাণ কম থাকলেও বর্তমানে বেড়ে গেছে বহু গুণে। এদের মধ্যে বেশির ভাগ লোক ওমান যান কাজের সন্ধানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে।

INDEX:

  1. কেন ওমান ভিসা চেক করবো।
  2. ওমান ই ভিসা চেক করার জন্য যা যা প্রয়োজন।
  3. পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক। 
  4.  ওমান ভিসা সম্পর্কে কিছু জরুরি প্রশ্নোত্তর। 
  5.  আামদের শেষ কথা।

কেন ওমান ভিসা চেক করবো

আামদের মধ্যে অনেকেই আছেন যারা ওমান যাওয়ার জন্য ভিসার টাকা জমা দিয়েছেন। কিন্তু ভিসাটি এখনও  হাতে পাননি। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুর-পাক খাচ্ছে। না জানি আমার ভিসাটার কি অবস্থা। আসলেই কি ভিসাটা পাবো নাকি দলাল সব টাকা খেয়ে নিলো।

তাছাড়া আরও অনেকে আছেন যারা ইতিমধ্যে জানতে পেরেছেন তাদের ভিসাটি হয়ে গেছে। কিন্তু তারা এটা জানেন না যে তাদের ভিসাটা কোন ধরনের স্টুডেন্ট, টুরিস্ট নাকি ওয়ার্কার।

 তাছাড়া অনেকে আছেন যারা ভিসার স্পনসার কোম্পানি, এবং ভিসার মেয়দ ও জানেন না। 

আশা করি, এ পোস্টটি তাদের সকল টেনশন দুর করে দিবে।

আরও পড়ুন কাতার ভিসা চেক করার নিয়ম 

ওমান ই ভিসা চেক করার জন্য যা যা প্রয়োজন। 

  • ভিসা এপ্লিকেশন নাম্বার। (Visa Application  Number).
  • পাসপোর্ট নাম্বার। Passport/Travel Document Number)

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ই ভিসা চেক করার নিয়ম 

১. ওমান ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে Oman e Visa Check ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। এখানে,

২. Application Number - এ ভিসা এপ্লিকেশন নাম্বার লিখতে হবে।

৩.Travel Document Number- এ আপনার পাসপোর্ট নাম্বার লিখতে হবে।

৪.Select Document Nationality তে Bangladesh সিলেক্ট করতে হবে।

৫.Text verification - এ ছবিতে দেখানো ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করতে হবে।

৬. সর্বশেষ Search বাটনে ক্লিক করুন। 

সবকিছু ঠিকঠাক থাকলে এবং আপনার ভিসাটি তৈরি হয়ে থাকলে সার্চ রেজাল্ট Approved দেখাবে। চাইলে আপনি সেটির PDF ফাইল ডাউনলোড করে, প্রিন্ট করে নিতে পরবেন।

ওমান ভিসা সম্পর্কিত কিছু জরুরি প্রশ্নোত্তর। 

ওমান ভিসা কত ধরনের ও কী কী?

উত্তরঃ পাঁচ ধরনের।

  • ওয়ার্কিং ভিসা।
  • ওমান স্টাডি ভিসা।
  • ওমান ফ্রি ভিসা।
  • ওমান কোম্পানি ভিসা।
  • ট্রাভেল ভিসা।

ওমান ভিসা করতে কত টাকা লাগে? 

উত্তরঃ ওমানে যেতে  প্রায় আনিমানিক ৬-৮ লক্ষ টাকা খরচ হতে পারে। ওমান যাওয়ার জন্য কত টাকা খরচ হবে তা নির্ভর করবে ভিসার মেয়াদ, ভিসার ধরন এবং কাজের প্রকার অনুসারে।

অনলাইনে কিভাবে ওমান ভিসা চেক করবো?

উত্তরঃ Oman e Visa Check ওয়েবসাইটটিতে ভিজিট করে, উপরে বর্ণিত নিয়মটি ধাপে ধাপে অনুসরণ করলে আপনি খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করতে পারবেন। 

আমাদের শেষ কথাঃ আজকে আমরা শিখলাম পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ই ভিসা চেক করার নিয়ম। এ বিষয়ে কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সমাধান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। 

ভিসা সংক্রান্ত আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url