পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক ২০২২ (Kuwait visa check) 

By আসিফ ইকবাল বাদশা 

কুয়েত ভিসা চেক সহ কুয়েত ভিসার বিস্তারিত সকল তথ্য সম্পর্কে জানুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক ২০২২

আসসালামু আলাইকুম,, 

আজকে আমি আপনাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক ২০২২ সম্পর্কে বিস্তারিত শেখাবো। 

যারা কুয়েত ভিসা করার জন্য টাকা জমা দিয়েছেন কিন্তু ভিসার কোন খোঁজ খবর পাচ্ছেন না। মনের মধ্যে অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর ভাবছেন আদোও কি আমার ভিসাটি পাবো...!!

আশাকরি, আজকের এই পোষ্টটি আপনাদের সকল দুশ্চিন্তা দুর করে মনে প্রশান্তি এনে দেবে এবং সাথে বর্তমানে আপনার ভিসার কি অবস্থায় আছে সেটা ও জানতে সাহায্য করবে।

কুয়েত আয়তনে ছোট হলেও, বর্তমান সময়ে বিশ্বের বুকে অনেক উন্নত ও সমৃদ্ধ একটি দেশ। এটি তেল সমৃদ্ধ এবং রাজতান্ত্রিক রাষ্ট্র। আপনারা যারা কুয়েত যেতে চান এবং যাওয়ার পূর্বে ভিসাটি চেক করে নিতে চান আজকের পোষ্টটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 

বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ লোক কুয়েত যাচ্ছেন। আর কুয়েতের মুদ্রার মান অনেক বেশি হওয়ার কারণে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কুয়েতে যাওয়ার জন্য আগ্রহ পোষন করছেন।

ওমান ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করবেন যে ভাবে

১. কুয়েত ভিসা চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম  Kuwait visa Application status নামক ওয়েবসাইটে ভিজিট কারুন।
.আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। এখানে, বাম পাশে লাল বক্স চিহ্নিত Visa Application Status এ ক্লিক করুন
৩. Visa Application Number - এ আপনি আপনার ভিসার অবেদন করার সময় যে রশিদটি দিয়েছিলো সেটাতে একাটা নম্বার আছে ওটা ঠিকমত বসান।

৪. Captcha Text - এ পাঁচ সংখ্যার ক্যাপচাটি বসান

৫. সর্বশেষ, Submit বাটনে ক্লিক করুন।

সবকিছু ঠিকঠাক থাকলে নিচের ছবির মত রেজাল্ট Approved দেখাবে। 

এছাড়াও আপনার ভিসার বর্তমান অবস্থা অনুযায়ি Pending, Under Process, Rejected ইত্যাদি দেখাতে পারে।

আমাদের শেষ কথাঃ তো বন্ধুরা আজকে আমরা শিখলাম পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক ২০২২। বিভিন্ন রকম বড় বড় ঝামেলা থেকে বাঁচতে বিদেশে যাওয়ার পূর্ব অবশ্যই আপনার ভিসাটি চেক করে নিবেন।

ভিসা সংক্রান্ত আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url