পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম katar visa check online 

By আসিফ ইকবাল বাদশা 
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম ২০২২। katar visa check online 2022
পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে কাতার ভিসা চেক করা একেবারেই সহজ একটি কাজ। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার কাতার ভিসাটি চেক করে নিতে পারবেন। 

বর্তমান সময় অনলাইনে পৃথিবীর প্রায় সকল দেশের ভিসা চেক করা যায়। প্রত্যেকটি দেশের ভিসা চেক করার জন্য সেই দেশের অ্যাম্বাসির আলাদা আলাদা নিয়ম ও ওয়েবসাইট রয়েছে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন। (যে কোন দেশের) 

INDEX:

1. কাতার ভিসা চেক করার নিয়ম। 

2. MOI Qatar visa check.

3. কাতার ভিসা প্রসেসিং। 

3. কাতার ভিসা বাংলায় অনুবাদ করার নিয়ম

4. FAQ.

3. শেষ কথা।

কাতার ভিসা চেক করার নিয়ম 

কাতার ভিসা চেক কারার দুইটি নিয়ম আছে।

কাতার ভিসা চেক :

  • কাতার ভিসা চেক করার জন্য আপনাকে সর্ব প্রথম আপনি Ministry Of Interior ওয়েবসাইটে ভিজিট করুন।

  • Passport/ Vias Number যে কোন একটি সিলেক্ট করুন এবং ঐ নাম্বারটি দিয়ে, Nationality তে বাংলাদেশ দিন।
সর্বশেষ ক্যাপচাটি ঠিকঠাক করে বসিয়ে Submit বাটনে ক্লিক করুন এবং আপনার ভিসার বিস্তারিত জেনে নিন।

MOI Qatar visa check

  • ভিজিট কীরুন portal.moi.gov.qa ওয়েবসাইটে অথবা এই লিংকে ক্লিক করে https://portal.moi.gov.qa/ প্রবেশ করুন।


  • আপনাদের সামনে উপরের ছবির মত পেজ ওপন হবে। পেজের সবকিছু যদি আরবিতে লেখা আসে এবং আপনি যদি আরবি না বোঝেন, তাহলে English এ ক্লিক করে সবকিছু ইংরেজি করে নিন।

  • এখন প্রথমে Inquiries বা Inquiries and Order এর যে কোন একটি অপশন আসবে, ওখানে ক্লিক করুন। 
  • এরপর, Visa Services অপশনে ক্লিক করুন।
  •  এবার Visa Inquiry & Printing এ ক্লিক করুন।

  • এবার Passport  Number এর পাশের রেডিও বাটনে ক্লিক করে সিলেক্ট করুন এবং পাশের বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে লিখুন।
  • Nationaliity তে Bangladesh সিলেক্ট করুন।
সর্বশেষ, ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে আপনি আপনার ভিসার বিস্তারিত সকল তথ্য দেখতে পারবেন।

নোটঃ সাধারণত কাতার ভিসার স্পনসার (Sponsor)  কোম্পানির নাম আরবিতে থাকে, আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে Translate করে বাংলা/ইংরেজি তে করে নিবেন। 

কাতার ভিসা প্রসেসিং

কাতার ভিসা প্রসেসিং কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে।

  • অনলাইনে কাতার ভিসার জন্য আবেদন করতে হবে।
  • পূরণকৃত ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
  • আবেদন ফর্ম এবং সাথে সকল ডকুমেন্টস নিয়ে, কাতার ভিসা অফসে জমা দিতে হবে।
  • কাতার ভিসা আবেদনের জন্য নির্ধারিত টাকা জমা করতে হবে।
  • এখন ভিসা প্রসেসিং হয়ে গেলে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

Qatar visa check app

বর্তমানে কাতার ভিসা চেক করার জন্য অনলাইনে কয়েকটি App আছে। ডাউনলোড করার জন্য যে কোন Brauser বা playstore এ যেয়ে Qatar visa check app লিখে সার্চ করুন। 

আপনার পছন্দ মত যে কোন একটি ডাউনলোড করে নিন। এবার পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই আপনার ভিসার সর্বশেষ তথ্য জেনে নিন।

অনলাইনে দুবাই ভিসা চেক করার নিয়ম 

কাতার ভিসা বাংলায় অনুবাদ করার নিয়ম
কাতার ভিসা সাধারণত আরবিতে লেখা থাকে। যে কোন ভাষাকে অনুবাদ করার জন্য আপনাকে Google translate এর সাহায্য নিতে হবে।
Google এর Search Option এ যেয়ে লিখুন আরবি টু বাংলা।

এখন যে জিনিসটা/কথাটা বুঝতে পারছেন না সেটা প্রথমে কপি করে ( Enter text) এখানে পেষ্ট করুন। 

দেখবেন, আরবি থেকে বাংলায় Translate হয়ে গেছে এবং আপনি সহজেই সবকিছু বুঝতে পারবেন। আথবা Play store থেকে Google translate app ডাউনলোড করে নিতে পারেন।

FAQ#

কাতার ভিসা কেন চেক করবো?

উত্তর: ধোঁকাবাজির হাত থেকে বাঁচার জন্য বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই কাতার ভিসা চেক করে নিতে হবে। নাহলে পরবর্তিতে বিভিন্ন রকম জটিলতার সৃষ্ট হতে পারে।

কেন অনলাইনে ভিসা চেক করবো?
উত্তরঃ অনলাইনে ভিসা চেক করার জন্য আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না বা কোন টাকা পয়সা ও খরচ করতে হবে।

তাছাড়া ও আপনাকে কোন হয়রানির মুখে পড়তে হবে না। ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুব কম সময়েই নিজের ভিসা নিজেই চেক করতে পারবেন।

কিভাবে অনলাইন কাতার ভিসা চেক করবো?
উত্তরঃ উপরে বর্ণিত দুইটি নিয়মের Ministry Of Interior (MOI) অথবা 
এর যে কোন একটা অনুসরণ করে খুব সহজেই কাতার ভিসা চেক করতে পারেন।

শেষ কথাঃ আজ আমরা শিখলাম পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক কারার নিয়ম। এ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের আর্টিকেলের লিংকে ভিজিট করুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url