অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম,

By আসিফ ইকবাল বাদশা 

অনলাইনে সিঙ্গাপুর ভিসা বা ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম, ভিসা বা ওয়ার্ক পারমিট আসল নাকি নকল সে সম্পর্কে বিস্তারিত জানুন।

অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

আপনি যদি সিঙ্গাপুর ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুর যেতে চান এবং যাওয়ার আগে আপনার ভিসার সঠিকাতা যাচাই করতে চান, তাহলে হ্যা..! আপনি ঠিক জায়গায় এসেছেন। তো চলুন আজকে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক  করুন। 

সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট/ কাজের ভিসাকে সংক্ষেপে IAP ভিসা (IN PRINCIPLE APPROVAL) বলে। তো চলুন শুরু করা যাক।

Index:

1.পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর আইএপি (IAP) ভিসা চেক করার নিয়ম।

2.সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে 

3.সিঙ্গাপুর ভিসা পেতে কতদিন লাগে

4.সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত

5.বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের দুরত্ব কত

6.বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে

7.শেষ কথা

পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর আইএপি (IAP) ভিসা চেক করার নিয়ম

১. সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য সর্বপ্রথম Ministry of Manpower  লিখে Google এ সার্চ করুন অথবা 
www.mom.gov.sg ওয়েবসাইটে অথবা https://www.mom.gov.sg/check-wp লিংকে ভিজিট করুন।
২. E service এ ক্লিক করুন।

৩. Sellect catagory তে ক্লিক করে নিচের দিকে যেয়ে work permit for foreign Domestic Workers সিলেক্ট করুন তাহলে আপনার কাজটি অনেক সহজ হবে। 
৪. তারপর উপরের ছবির মত Work permit for IPA validity check via work permit online (Non login) অপশন সিলেক্ট করুন।

৫. I বাটনে ক্লিক করুন।

৬. আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। এখন বাম পাশের Enquire তে ক্লিক করুন।

তারপর ছবিতে লাল বক্সে চিহ্নিত Work Permit (WP) Validity/Application Status/Salary (Approved and Valid WP) তে ‍ক্লিক করুন।

 এখন Passport No  এর পাশে তীর চিহ্নিত বাটনটিতে ক্লিক করে সিলেক্ট করুন। তারপর ডান পাশের বক্সে আপনার পাসপোর্ট নাম্বার দিন। 

তার নিচে Name এর বক্সে আপনার পুরা নাম ইংরেজিতে লিখুন ( অবশ্যই সবগুলা অক্ষর বড় হাতের)। তারপর Next বাটনে ক্লিক করুন।


৮. এখন option-3 তে, work permit No.- আপনার ওয়ার্ক পারমিট নাম্বার এবং Date of Application of work permit-  এ ওয়ার্ক পারমিটের আবেদনের তারিখ লিখুন।


৯. সর্বশেষ, Submit বাটনে ক্লিক করুন।
আপনার ভিসার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার সামনে নিচের ছবির মত আসবে এবং work permit vaild/Approved  লেখা আসবে।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে 

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগবে তা নির্ভর করবে ভিসার ক্যাটাগরীর উপর। অর্থাৎ আপনি কোন ক্যাটাগরীর ভিসা নিয়ে সিঙ্গাপুর যাবেন তার ওপর।

আপনি যদি বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনার সর্বনিন্ম ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হবে।

সিঙ্গাপুর ভিসা পেতে কতদিন সময় লাগে

সাধারণত ভিসার আবেদন কপি জমা দেওয়ার ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যে সিঙ্গাপুর ভিসার সকল কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। 

তবে অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে এই সময়টা একটু বেশি লাগতে পারে।

সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত

বর্মানে সিঙ্গাপুরের সর্বনিন্ম বেতন ৪০ থেকে ৪৫ হাজারের মত। তবে খুর শিগ্রই এই বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন সিঙ্গাপুর সরকার।

কাজের দক্ষতা অনুযায়ী সিঙ্গাপুর সরকার বাংলাদশী টকায় ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন দিয়ে থাকে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের দুরত্ব কত

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের মোট দুরত্ব ৪,১৪৭ কিলোমিটার (গুগল ম্যাপ অনিযায়ী)। 

আর বিমান রুট অনুযায়ী দুরত্ব ২,৮৯১ কিলোমিটার।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে

ঢাকা থেকে সরাসরী বিমানে করে সিঙ্গাপুর যেতে ৫ থেকে ৬ ঘন্টার মত সময় লাগে।

আর লোকাল বা একটু নরমাল বিমানে করে সিঙ্গাপুর যেতে ৭ থেকে ৯ ঘন্টা মত সময় লাগে।

শেষ কথাঃ আশাকরি আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন ব মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url