পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম। Malaysia visa check online

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

By আসিফ ইকবাল বাদশা 

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম, বিস্তারিত তথ্য এবং মালয়েশিয়া ভিসা বাংলা বা ইংরেজিতে অনুবাদ কারার নিয়ম।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

আপনি যদি চাকরি পড়াশোনা অথবা অন্য যে কোন কাজের জন্য মালয়েশিয়া যেতে চান এবং যাওয়ার আগে আপনার ভিসাটি চেক করে নিতে চান। তাহলে এই পোষ্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ । আজকে আমি আপনাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম শেখাবো।

কেন ভিসা চেক করবেন

প্রতারণার হাত থেকে বাঁচতে বিদেশে যাওয়ার পূর্বেই আপনাকে ভিসা চেক করে নিতে হবে। নাহলে পরবর্তিতে আপনি নানা রকম ঝামেলায় পড়তে পারেন। 

তছাড়া আপনার ভিসার সকল তথ্য যাচাই এবং ভিসার মেয়াদ ও স্পনসার কোম্পানি জানার জন্য  ভিসা চেক করবেন।

INDEX:

1. কেন আপনি ভিসা চেক করবেন।

2.পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম। 

3.আামাদের শেষ কথা।

দুবাই ভিসা চেক করার নিয়ম 

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য কয়েকটি নিয়ম আছে। তবে আমি আজকে সবথেকে সহজ নিয়মটি আপনাদেরকে শেখাবো।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

১. সর্বপ্রথম আপনাকে e service.imm.my

এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পেজটি মালয় ভাষায় লোড হবে। আপনাদের বোঝার সুবিধার্তে আমি পাশে ইংরেজিতে লিখে দিচ্ছি। 

. No passport -(Passport number) এ আপনার পাসপোর্ট নাম্বার দিন। 

.Warganegara- (Citizen /Nationality)

 তে Bangladesh সিলেক্ট করুন।

৪. ডান পাশের Nama - ( Name) তে আপনার নাম লিখুন।

৫. সর্বশেষ Carian - (Search) বাটনে ক্লিক করে আপনার ভিসার বিস্তারিত তথ্য দেখে নিন। 

মালয়েশিয়ার ভিসাকে অনুবাদ করার নিয়ম

মালয়েশিয়ার ভাষার নাম মালয়। মালয় ভাষাকে ইংরেজি/ বাংলায় অনুবাদ করার জন্য আপনাকে Google translate  এর সাহায্য নিতে হবে।

Google এ যেয়ে লিখবেন মালয় টু বাংলা/ইংরেজি। তারপর যে কোন মালয় লেখা কপি করে Enter text এ pest করলেই অটোমেটিক অনুবাদ হয়ে যাবে।

আামদের শেষ কথাঃ আজকে আমরা শিখলাম পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম। পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। আর এ বিষয়ে কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

ভিসা সংক্রান্ত আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url