অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

By আসিফ ইকবাল বাদশা 

অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের  আবেদন করার নিয়ম, জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন। 

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
আপনি যদি ঘরে বসে নিজের, আপনার শিশুর অথবা অন্য যে কারো জন্ম নিবন্ধন ফর্ম অনলাইনে পূরণ করতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আজকে আমি অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের  আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

জন্ম নিবন্ধন জিনিসটার সাথে কমবেশি আমারা সবাই পরিচিত। আর বর্তমান আইন অনুযায়ী জন্ম নিবন্ধন সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। 

তাছাড়া এন আইডি কার্ড পাওয়ার আগ পর্যন্ত জন্মনিবন্ধন কার্ডটি দিয়েই মোটামুটি সব কাজ চালিয়ে নেওয়া যায়। 

আগেকার সময় জন্ম নিবন্ধন কার্ড ছিলো হাতে লেখা। এমনকি জন্ম নিবন্ধনের আবেদন ও করতে হতো হাতে লিখে। কিন্তু এখন হাতে লেখার দিন শেষ। বর্তমানে জন্ম নিবন্ধন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

জন্ম নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী কোন শিশু জন্মগ্রহণ করার ৪৫ দিনের ভিতরে অবশ্যই তার জন্ম নিবন্ধন করাতে হবে।

কোন কারণে ৪৫ দিনের মধ্যে আপনি আপনার শিশুর জন্ম নিবন্ধন করাতে ব্যার্থ হলে, ০৫ বছরের বয়সের মধ্যে অবশ্যই শিশুর জন্ম নিবন্ধন করাতে হবে। 

শিশুর বয়স ০৫ বছরের বেশি হয়ে গেলে জন্ম নিবন্ধন করানোর জন্য বাড়তি অনেক কাগজপত্রের প্রয়োজন হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। 

তাই আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে শিশুর জন্মের ০৫ বছরের মধ্যে অবশ্যই তার জন্ম নিবন্ধন করিয়ে নিবেন

Index:

1.অনলাইনে নতুন.জন্ম নিবন্ধন আবেদন কারতে কি কি লাগে।

2.জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে। 

3.জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র। 

 3.বয়স ৫ বছরের নিচে হলে।

 3.2 বয়স ৫ বছরের উপরে হলে।

4. জন্ম নিবন্ধন আবেদন ফর্ম পূরন করার নিয়ম।

5. আমাদের শেষ কথা।

অনলাইনে নতুন.জন্ম নিবন্ধন আবেদন কারতে কি কি লাগে

আগের নিয়ম অনুযায়ি, ২০০১ সালের পরে জন্মগ্রহনকৃত যে কারো নতুন জন্ম নিবন্ধন বা জন্ম নিবন্ধন অনলাইন করাতে হলে প্রথমে তার পিতা-মাতার জন্ম নিবন্ধন অনলাইন করে নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু বর্তমানে এই নিয়ম বাতিল করা হয়েছে। 

অর্থ্যাৎ, এখন জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য বাবা, মায়ের জন্ম সনদ অনলাইন না করলে ও চলে। শুধুমাত্র বাবা, মায়ের নাম হলেই কাজ চালিয়ে নেওয়া যাবে। যে কারণে বর্তমানে জন্ম নিবন্ধন সনদ তৈরি করা আগের থেকে অনেক সহজ হয়েছে।

নতুন জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে 

  • বয়স ৫ বছরের কম হলে নতুন জন্ম নিবন্ধনের ফি ২৫ টাকা

  • বয়স ৫ বছরের বেশি হলে নতুন জন্ম নিবন্ধনের ফি ৫০ টাকা

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র 

বয়স ৫ বছরের নিচে হলে

  • টিকা/EPI কার্ড। অথবা শিশুটি যে হাসপাতালে জন্মগ্রহণ করেছিলো সেখানকার প্রত্যায়ন পত্র। কোন হাসপাতালে জন্মগ্রহণ না করে থাকলে, জন্ম তথ্য নিবন্ধনকারী কোন এনজিও কর্মীর প্রত্যয়ন পত্র।
  • পিতা মাতার জন্ম সনদ। (প্রযোজ্য ক্ষেত্রে )
  • NID/ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। (প্রযোজ্য ক্ষেত্রে) 

বয়স ০৫ বছরের উপরে হলে

  • বয়স প্রমাণের জন্য চিকিৎসক(MBBS) দ্বারা দেওয়া প্রত্যায়ন পত্র।
  • PSC/JSC/SSC যেকোন পরীক্ষার সার্টিফিকেট।
  • পিতা মাতার জন্ম সনদ অথবা NID/জাতীয় পরিচয় পত্রের কপি। (প্রযোজ্য ক্ষেত্রে) 
  • জন্মস্থান/স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য, আবেদনকারীর পিতা মাতা বা অভিভাবকের স্থায়ীভাবে বসাবস স্থলের দলিলাদির হালনাগাদ কর পরিশোধ করার প্রমাণপত্র বা রশিদ।
  • অথবা বাড়ি/জমি ক্রয়ের দলিলাদি, কর/    খাজনা পরিশোধের প্রমাণপত্র বা রশিদ।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন ফর্ম পূরণ করার নিয়মঃ

আপনাদের বোঝার সুবিধার্তে আমি ধাপে ধাপে  আলোচনা করবো এবং প্রয়োজনীয় জিনিস গুলো লাল বক্স চিহ্নিত করে দেওয়া হয়েছে।

#ধাপ১ঃ

সর্বপ্রথম আপনাকে নিবন্ধন আবেদন ফর্ম পূরণ করার নতুন লিংক https://bdris.gov.bd/ এ ভিজিট করতে হবে।

আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। 

এখন আপনি কোন ঠিকানা/অফিস থেকে আপনার জন্ম নিবন্ধন সংগ্রহ করতে চান সেটা সিলেক্ট করে পরবর্তি বাটনে ক্লিক করুন।


#ধাপ২ঃ নিবন্ধনাধীর ব্যক্তির পরিচিতি ও জন্মস্থানের ঠিকানা প্রদান

  • প্রথমে আপনার নাম লিখতে হবে। 

আপনার নামের যদি ২ টি অংশ থাকে তাহলে ১ম অংশটি প্রথম ঘরে এবং ২য় অংশটি দ্বিতীয় ঘরে লিখবেন।

নামের যদি ৩টি অংশ থাকে প্রথম ২ টি অংশ প্রথম ঘরে এবং শেষ অংশটি দ্বিতীয় ঘরে লিখবেন।

নাম যদি শুধুমাত্র ১ শব্দের হয় অর্থাৎ নামের ১টি মাত্র অংশ হয়, তাহলে প্রথম ঘর খালি রেখে,  দ্বিতীয় ঘরে নাম লিখবেন।

ইংরেজি নাম ও একই ভাবে লিখবেন।

তাছড়া সব তথ্য বাংলাতে আসবে,  কোথায় কি লিখতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন। যে অপশনে যে তথ্য চায় ঠিকঠাক ভাবে পূরণ করে পরবর্তি বাটনে ক্লিক করুন। 

#ধাপ৩ঃ পিতা মাতার তথ্য প্রদান

এই স্টেপে আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। এখানে, পিতা মাতার NID/ জন্ম সনদ অনুযায়ী তাদের নাম, (বাংলা+ ইংরেজি) NID নাম্বার এবং জাতীয়তা (বাংলাদেশী) দিয়ে, পরবর্তি বাটনে ক্লিক করুন।

#ধাপ৪ঃ বর্তমান ও স্থায়ী  ঠিকানা প্রদান

#আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান?

এখানে কোনটিই নয় সিলেক্ট করে, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই তে টিক দিয়ে, ঠিকানা সম্পর্কিত সকল তথ্য সিলেক্ট করুন।

আবার,,

#আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান?? 

কোনটিই না সিলেক্ট করে পরবর্তি বাটনে ক্লিক করুন।

#ধাপ৫ঃ আবেদনকারীর প্রত্যায়ন 

এখনে, আবেদন কারী ব্যক্তি অর্থাৎ আপনার বয়স ১৮ বছরের উপরে হয় তাহলে, 

আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, তে "নিজ" সিলেক্ট করবেন। আর বয়স ১৮ বছরের কম হলে "অন্যান্ন" সিলেক্ট করুন। তারপর মোবাইল নাম্বার দিন। 

এরপর আপনাকে কিছু ডকুমেন্টস সংযোজন করতে করতে হবে।

প্রথমে সংযোজন বাটনে ক্লিক করে, আপনার PSC/JSC/SSC  যেকোন পরীক্ষার সার্টিফিকেট অথবা MBBS ডাক্তার কতৃক প্রত্যায়নকৃত সার্টফিেকেট দিতে হবে।

পিতা মাতার জন্ম সনদ ও NID ও সংযোজন করে দিলে সব থেকে বেশি ভালো হয়। চাইনে না ও দিতে পারেন।

এবার পরবর্তি বাটনে ক্লিক করুন।

#ধাপ৬ঃ সকল তথ্য যাচাই করণ

এখন আপনাদের সামনে এতক্ষণ ধরে পূরণকৃত সকল তথ্য চলে আসবে।  সবকিছু ভালো করে একবার পড়ে নিন। 

কোথাও কোন ভুল থাকলে পূর্ববর্তি বাটনে ক্লিক করে সংশোধন করে নিন।

যদি আপনি মনে করেন সকল তথ্য ঠিকঠাক আছে তাহলে, সাবমিট বাটনে ক্লিক করুন।

#ধাপ৭ঃ জন্ম নিবন্ধন আবেদন ফর্ম ডাউনলোড 

এখন আপনাদেরকে উপরের ছবির মত একটি আবেদন নাম্বার দেওয়া হবে নাম্বার টি একটি স্কিন সট দিয়ে রাখুন অথবা আবেদন পত্র প্রিন্ট করুন এ ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিন। 
নোটঃ তারকা চিহ্নিত অপশন গুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে।

#ধাপ৮ঃ আবেদন পত্র জমাকরণ

আবেদন পত্রের প্রিন্ট কপি, পিতা মাতার জন্ম সনদ অথবা NID নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ/পৌরসভায় যেয়ে জমা দিলে, একটি নির্দষ্ট পর আপনাকে SMS এর মাধ্যমে ডেকে জন্ম নিবন্ধন সনদটি প্রদান করা হবে।

আমাদের শেষ কথাঃ  এখন আশাকরি আপনারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সকল প্রকার ঝামেলা এড়াতে, শিশু জন্ম নেওয়ার পর যত দ্রুত সম্ভব তার জন্ম নিবন্ধন করিয়ে নিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url