অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪। Indian visa check online 2024

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪। Indian visa check online 

By আসিফ ইকবাল বাদশা

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক, অনলাইনে ভারতীয় ভিসা চেক করার নিয়ম সহ বিস্তারিত। 

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪.Indian visa check online
আজকের বিষয় অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম। বিষয়টি নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। 

আপনি যদি এক দেশ হতে অন্য কোন দেশে যেতে চান, তাহলে যাওয়ার পূর্বে ভিসা চেক করে নেওয়াটা আপনার জন্য অতীব জরুরি। 

অন্যথায় সেই দেশে যাওয়ার সময় অথবা যাওয়ার পর আপনি বিভিন্ন রকম বিপদে পড়তে পারেন।  

আমাদের মধ্যে অনেকেই চিকিৎসা, পড়াশোনা, চাকরি ভ্রমণ অথবা বিভিন্ন কাজের জন্য ইন্ডিয়া/ভারতে যেতে চান। ভারত আমাদের প্রতিবেশি দেশ।

ভারতের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় তাদের দেশের বেশির ভাগ পণ্য আমাদের দেশে খুব সহজেই পাওয়া যায়।

সিঙ্গাপুরের ভিসা চেক করার নিয়ম জানুন

Index:

1.কেন আপনি ভিসা চেক করবেন।

2. ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম।

3. আমাদের শেষ কথা। 

কেন আপনি ভিসা চেক করবেন?

বর্তমান সময়ে অসাধু লোকের অভাব নেই। তারা টাকা তো নিবে ঠিকই কিন্তু আসল জিনিসটা দিবে না।

আর পাসপোর্ট, ভিসার ক্ষেত্রে তো দুই নাম্বারি এখন সারা দুনিয়া ব্যাপি। এসব অসাধু লোকের হাত থেকে বাঁচার জন্য ভিসা চেক করতে হবে। 

এছাড়া বিদেশে যাওয়ার পূর্বে, ভিসা সংক্রান্ত সকল প্রকার ধাপ্পাবাজি ও দুই নাম্বারির হাত থেকে বাঁচার জন্য ভিসা চেক করতে হবে। জানতে হবে আপনার ভিসাটি আসল নাকি নকল।

তাছাড়াও ভিসার স্পনসার (Sponsar) কোম্পানি এবং মেয়াদ ঠিক আছে কি না জানার জন্য ভিসা চেক করতে হবে।

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার IVAC 

#স্টেপ১ঃ ইন্ডিয়ান ভিসা চেক করার করার জন্য  সর্বপ্রথম আপনাকে IVAC বা (Indian Visa Application Centre) ওয়েবসাইটে ভিজিট করুন।
অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২২
#স্টেপ২ঃ আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। এখানে বাম পাশে মেনুতে তিন নাম্বার অপশনে "ভিসা আবেদন ট্রাক" এ ক্লিক করুন। 

এরপর ডানপাশে, "আপনার আবেদন ট্র্যাকিংয়ের জন্য এখনে ক্লিক করুন" অপশন আসবে, ওখানে ক্লিক করুন।

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২২

#স্টেপ৩ঃ এখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে  তীর চিহ্নিত বক্সের ভেতর Regular Visa Type অপশনটি সিলেক্ট করুন।

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২২

#স্টেপ৪ঃ এখন আপনার সামনে Online Visa Application Trcking নামক পেজ ওপেন হবে।

এখানে,

*Please type above code- এ উপরের ছবির ক্যাপচাটি সঠিকভাবে লিখুন।

*Web file Number- এ আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।

#স্টেপ ৫ঃ সর্বশেষ, Submit বাটনে ক্লিক করে আপনার ভিসার বর্তমান অবস্থা সহ বিস্তারিত তথ্য জেনে নিন।

শেষ কথাঃ আজকে আমরা শিখলাম, অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম। এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আামাদেরকে জানাবেন। আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। 


পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য  জানতে নিচের লিংকে ভিজিট করুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url