নিশ১ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম। How to know hsc niche 1 exam reasult BOU

নিশ১ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম। How to know hsc niche 1 exam reasult BOU

By আসিফ ইকবাল বাদশা
নিশ -১ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (BOU)

আপনারা যারা BOU নিশ১ প্রোগ্রাম এর আওতায় HSC পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্ট জানার জন্য অধির আগ্রহে বসে আছেন। আজকের পোষ্টটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি নিশ১ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদান করার জন্য সর্বনিন্ম শিক্ষগতা যোগ্যতা হিসেবে SSC সমমানের পরীক্ষার সার্টিফিকেটের দরকার হয়। তবে নতুন নিয়ম অনুযায়ি সশস্ত্র বাহিনীরতে যোগাদানের পর সকল সদস্যেকে ই বাধ্যতামূলক HSC পাস করতে হবে । 

অনেকেই HSC পাস করে সশস্ত্র বাহিনীতে যোগদান করেন। তবে সেটা সংখ্যায় অনেক কম। বেশির ভাগ সদস্যই SSC পাস করে ভর্তি  হয়।

তো যারা  SSC পাস করে ভর্তি হয় তাদেরকে বাংলাদেশ সরকার নিজ দায়িত্বে বিনা খরচে HSC পাশ করার সুযোগ করে দিচ্ছেন। পড়াশোনার এই প্রোগ্রামটি  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (BOU) অধীনে পরিচালিত হয়।

প্রতিটি শিক্ষার্থী ট্রেনিং সেন্টার থেকে প্রথম বর্ষ শেষ করে, ইউনিটে যোগদানের পর দ্বিতীয় বর্ষ শেষ করে ।

সবকিছুই ঠিকঠাক চলতে থাকে, কিন্তু ঝামেলা শুরু হয় পরীক্ষার রেজাল্ট দেখার সময়। কারণ আমরা অনেকেই জানিনা  

আপনারা যাতে কোন সমস্যা ছাড়াই রেজাল্ট দেখতে পারেন সেই কারণে আমি আপনাদের নিস১ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মটি ধাপে ধাপে শেখাবো।


Bou নিস পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

১. সর্ব প্রথম আপনাকে www.bou.org.bd ওয়েবসাইটে বা https://www.bou.org.bd/result/result.php লিংকে ভিজিট করতে হবে। 

.আপনাদের সামনে উপরের ছবির মত একটি পেজ ওপেন হবে। 

এখানে Select Examination Name -এ HSC (Niche-1) সিলক্ট করুন। 

৩. Please Enter ID Number - এ আপনার ১১ ডিজিটের Student ID Number টি বসান। 

নোটঃ  ID Number টি বসানোর সময় অবশ্যই উপরের ছবির মত পাঁচ ভাগে (19-1-14-390-262) এই ভাবে বিবক্ত করে বসাবেন।

৪. এখন সর্বশেষ View Reasult বাটনে ক্লিক করুন। 

সবকিছু ঠিকঠাক থাকলে আপনার সামনে উপরের ছবির মত আপনার রেজাল্টটি চলে আসবে। 

আামাদের শেষ কথাঃ আজকের পোষ্টে আমরা শিখলাম নিশ১ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম। আশাকরি পোষ্টটি দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। এই বিষয়ে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। 


Next Post Previous Post
2 Comments
  • Aali
    Aali February 16, 2023 at 11:24 PM

    এই রেজাল্টের বিষয় ভিত্তিক গ্রেড কিভাবে দেখতে পারবো?

    • Sohojtips.com
      Sohojtips.com December 27, 2023 at 2:12 PM

      বিষয় ভিত্তিক রেজাল্ট দেখার এখনও পর্যন্ত কোন নিয়ম নাই।

Add Comment
comment url