ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম

ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম 

By আসিফ ইকবাল বাদশা 

দালাল ছাড়া ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম,প্রয়োজনীয় কাগজ পত্র, রিনিউ ফি এবং অনলাইনে ই পাসপোর্টের আবেদন বিষয়ক বিস্তারিত তথ্য।

ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম

বর্তমান সময়ের সবথেকে অত্যাধুনিক পাসপোর্ট হলো ই পাসপোর্ট। যে কারণে এখন বেশিরভাগ মানুষই MRP পাসপোর্টকে রিনিউ করে ই পাসপোর্ট করে নিতে চাচ্ছেন। তো চলুন আজকে আমি আপনাদের সাথে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ই পাসপোর্ট হল এমন একটি পাসপোর্ট, যাতে একটি ইলেকট্রনিক চিপ সংযুক্ত থাকে। এই চিপে পাসপোর্ট ধারীর নাম, ঠিকানা, ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ সহ শনাক্তকরণের জন্য ৩৮ ধরনের  তথ্য সংযুক্ত থাকে। ২০২০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয়।

Index:

1.MRP থেকে ই পাসপোর্টে রিনিউ করার সুবিধা।

2.ই পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র। 

3.আপনার জানা উচিৎ। 

4.অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম। 

5.ই পাসপোর্ট রিনিউ ফর্ম।

6.ই পাসপোর্ট সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নোত্তর। 

MRP থেকে ই পাসপোর্টের রিনিউ করার সুবিধা

MRP পাসপোর্ট ধারীদের চেয়ে ই পাসপোর্ট ধারীরা অনেক বাড়তি সুবিধা পেয়ে থাকেন।যেমনঃ

ইমিগ্রেশনের সময় ই পাসপোর্ট ধারীদের, MRP পাসপোর্ট ধারীদের মত ঘন্টার পর ঘন্টা গেটের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। তাদেরকে খুব দ্রুত ইলেকট্রনিক গেট দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করানো হয়। 

তাছাড়া,MRP থেকে ই পাসপোর্ট এ রিনিউ  করার জন্য বাড়তি কোন কাগজপত্র প্রয়োজন হয় না। অথবা নতুন করে কোন কাগজপত্র সত্যায়িত করার ঝামেলাও থাকে না। 

শুধু মাত্র পুরাতন MRP পাসপোর্টের Data Page  এর ফটোকপি হলেই চলে। আর কিছু কিছু ক্ষেত্রে পুরাতন মূল পাসপোর্টটি অফিসে দেখাতে হয়।

এছাড়াও MRP থেকে ই পাসপোর্টে রিনিউ করার জন্য নতুন করে পুলিশ ক্লিয়ারেন্সের কোন দরকার পড়ে না। আগের ক্লিয়ারেন্স দিয়েই কাজ চালানো যায়। 

তাই সব মিলিয়ে বলা যায়, নতুন করে পাসপোর্ট বানানোর চেয়ে, MRP পাসপোর্টকে ই পাসপোর্টে রিনিউ করা অনেক সহজ ও সুবিধাজনক এবং আর্থিক ভাবে ও অনেক সাশ্রয়ী।

ই পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র

  • আবেদন ফর্মের প্রিন্টেড কপি।(appointment সহ)
  • জাতীয় পরিচয় পত্র (NID)/অনলাইন জন্ম নিবন্ধন (১৮ বছরের নিচে) এর প্রিন্ট কপি।
  • অ্যাপয়েন্টমেন্টের প্রিন্ট কপি।
  •  আগের পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি।
  • সরকারী চাকরি জীবিদের ক্ষেত্রে GO/NOC.( যদি থাকে)
  • পাসপোর্টের টাকা জমা দেওয়ার রশিদ/এ চালান/মানি অডার।
  • যদি পাসপোর্ট তথ্য সংশোধন করতে চান তাহলে প্রয়োজনীয় কাগজ পত্র। 

পাসপোর্টের তথ্য সংশোধন সম্পর্কে বিস্তারিত জানুন। 

আপনার জানা উচিৎ 

১.MRP পাসপোর্টকে রিনিউ করে আপনি পুনরায়  MRP পাসপোর্ট অথবা ই পাসপোর্ট ও নিতে পারবেন। 

তবে আপনি যদি দেশের বাইরে থাকে পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে আপনাকে পুনরায় MRP পাসপোর্ট নিতে হবে। কারণ বিদেশ থেকে ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করা যায় না। 

সেক্ষেত্রে, আপনি বর্তমানে যে দেশে অবস্থান করছেন সেই দেশের এ্যাম্বাসি থেকে পাসপোর্ট  রিনিউ করে MRP পাসপোর্ট নিয়ে নিতে পারবেন।

২.পাসপোর্ট হারিয়ে গেলে/চুরি হয়ে গেলে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় জিডি করতে হবে।

পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারনে যদি রিনিউ করতে চান তাহলে হারানো পাসপোর্টের ফটোকপি ও জিডির কপিসহ পাসপোর্ট অফিসে জমা করতে হবে।

অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম 

১. ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাকে অনলাইনে নতুন ই পাসপোর্টের আবেদনের মত একই নিয়মে আবেদন করতে হবে। শুধু মাত্র এই অপশনে নিচের ছবির মত ID Documents -এ ক্লিক করে Yes I have a Machine Readable passport (MRP) সিলেক্ট করতে হবে।

জানুন কি ভাবে ই পাসপোর্টের আবেদন করতে হয় 

২. এখন Select Issue Reason- এ কি জন্য পাসপোর্ট রিনিউ করতে চান সেটা সিলেক্ট করতে হবে। কী কারণে কোন অপশন সিলেক্ট করবেনঃ

  • Conversion To E Passport - মেয়াদ শেষ হবার আগেই, MRP থেকে ই পাসপোর্টে রিনিউ করতে চাইলে। 
  • Expired - মেয়াদ শেষ হয়ে গেলে।
  • Lost/Stolen -হারিয়ে/চুরি হয়ে গেলে। 
  • Data change -তথ্য পরিবর্তন করতে হলে।
  • Unusable -ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেলে। 
  • Other- উপরের বিষয়গুলো ছাড়া অন্য কোন কারণ থাকলে।

৩. Previous Passport number - এ আপনার বর্তমান পাসপোর্ট নাম্বারটি লিখতে হবে।

৪. Select Date of Issue- তে পাসপোর্ট ইস্যুর তারিখ লিখতে হবে।

৫.Select Date of Expiration -এ পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখতে হবে।

৬. Do you have passport of other countries - এ No I don't have  সিলেক্ট করতে হবে।

৭. Natioal ID Number - এ আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে সর্বশেষ Save and Continue তে ক্লিক করতে হবে।

এরপর, পরবর্তি ধাপ গুলো নতুন ই পাসপোর্টের আবেদনের মত একই ভাবে পূরণ করতে হবে।

জানুন কি ভাবে অনলাইনে  ই পাসপোর্টের আবেদন করতে হয়।

ই পাসপোর্ট রিনিউ ফর্ম https://www.epassport.gov.bd/api/v1/registrations/download-offline-form এই লিংক থেকে ডাউনলোড করুন

ই পাসপোর্ট রিনিউ সম্পর্কিত কিছু প্রশ্নোত্তরঃ

পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে কী করবো?

উত্তরঃ পাসপোর্টের মেয়াদ শেষ হলে অনলাইনে বা অফলাইনে আবেদন করে রিনিউ/রি ইস্যু/নবায়ন করে নিতে হবে।

ই পাসপোর্ট রিনিউ/রি ইস্যু করতে কত টাকা লাগে?

উত্তরঃ পাসপোর্টের পাতা,মেয়াদ ও ধরণ অনুযায়ি খরচ হয়। নতুন পাসপোর্ট করা এবং রিনিউ করার খরচ একই।

৪৮ পাতার ০৫ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার            -৪,০২৫ টাকা 
  • এক্সপ্রেস            - ৬,৩২৫ টাকা
  • সুপার এক্সপ্রেস -৮,৬২৫ টাকা।

৪৮ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার           - ৫,৭৫০ টাকা 
  • এক্সপ্রেস           - ৮,০৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস - ১০,৩৫০ টাকা।

৬৪ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার          - ৬,৩২৫ টাকা
  • এক্সপ্রেস          - ৮,৬২৫ টাকা
  • সুপার এক্সপ্রেস -১২,০৭৫ টাকা।

৬৪ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার            -৮,০৫০ টাকা
  • এক্সপ্রেস            -১০,৩৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস  -১৩,৮০০ টাকা

আমেরিকা থেকে ই পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?

উত্তরঃ 

৪৮ পাতা ৫ বছর মেয়াদী পাসপোর্টের

  • রেগুলার- US$ 110.00 
  • এক্সপ্রেস - US$ 165.00 

৪৮ পাতা ১০ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার- US$ 137.50 
  • এক্সপ্রেস- US$ 192.50 

৬৪ পাতা ৫ বছর মেয়াদী পাসপোর্টের

  • রেগুলার- US$ 165.00 
  • এক্সপ্রেস- US$ 220.00 

৬৪ পাতা ১০ বছর মেয়াদী পাসপোর্টের

  • রেগুলার- US$ 192.50 
  • এক্সপ্রেস- US$ 247.50 

(Including all charges...সকল চার্জ সহ )

পাসপোর্ট রিনিউ করতে কতদিন সময় লাগে? 

সাধারণত পাসপোর্ট রিনিউ করতে ১৫ থেকে ২১ দিন সময় লাগে। তবে অতি জরুরি ভাবে করাতে চাইলে ০২ থেকে ০৭ দিন সময় লাগতে পারে।

পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে/পরে পাসপোর্ট রিনিউ করতে হয়?

কত দিন আগে/পরে পাসপোর্ট রিনিউ করা যাবে এমন কোন ধরা বাঁধা নিয়ম নেই। তবে আপনি যদি বিদেশে থাকেন এবং কোন ঝামেলায় পড়তে না চান তাহলে মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই পাসপোর্ট রিনিউ করে নিবেন।

পাসপোর্ট রিনিউ করতে কত টাকা জরিমানা লাগে?

বর্তমানে পাসপোর্ট রিনিউ করার জন্য কোন জরিমান দিতে হয়না। এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রিনিউ করতে প্রতি বছরের জন্য ৩৪৫ টাকা (১৫% ভ্যাটসহ)  জরিমানা দিতে হতো।

 পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী এখন এই অতিরিক্ত ফি আর দেওয়া লাগবে না।

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 

জন্ম নিবন্ধন দিয়ে কি পাসপোর্ট রিনিউ করা যায়?

আপনার বয়স যদি ২০ বছরের কম হয় তাহলে পারবেন। আর যদি ২০ বছরের উপরে হয় তাহলে অবশ্যই NID কার্ড লাগবে।

শেষ কথাঃ  আশাকরি, এখন আপনারা ই পাসপোর্ট রিনিউ কারার নিয়ম খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন । তারপর ও এই সমম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। 

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন। 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url