ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

By আসিফ ইকবাল বাদশা 

Transfer money from Visa card to bkash 

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

আজকের আলোচনার বিষয়, ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম। 

মনে করুন আপনি একজন বিকাশ গ্রাহক এবং আপনার একটি ভিসা কার্ড আছে। এখন আপনি আপনার ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, কিন্তু নিয়মটি জানেন না। তাহলে আজকের এই পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন। 

বিকাশ হলো ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা। বর্তমানে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সর্ভিস গুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে বিকাশ অন্যতম। কারণ বিকাশ কতৃপক্ষ যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বিকাশের সাথে যুক্ত করে চলেছে নতুন নতুন সেবা। 

গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিকাশ কতৃপক্ষ ডেবিট, ক্রেডিট এবং মাষ্টার কার্ডর টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করার নিয়ম চালু করেছে। যাতে ঘরে বসেই আপনি আপনার ভিসা কার্ড থেকে খুব সহজেই বিকাশে টাকা আনতে পারেন।

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

  • সর্বপ্রথম আপনাকে প্লে ষ্টোর থেকে বিকাশ অ্যাপ ইন্সটল করে নিতে হবে।
  • আপনার বিকাশ নাম্বার ও পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে প্রবেশ করুন।
  • Add Money তে ক্লিক করে  Card To Bkash (কার্ড টু বিকাশ) অপশান সিলেক্ট করুন।
  • আপনি যদি আপনার নিজের বিকাশ নাম্বারে টাকা আনতে চান তাহলে নাম্বার টাইপ দরকার পড়বে না। কারণ স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম্বারটি টাইপ করা থাকবে। আর যদি অন্য কারো নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে সেই বিকাশ একাউন্ট নাম্বার এবং পিন নাম্বার লিখতে হবে।
  • এবার আপনার ভিসা কার্ডের নাম্বার, মেয়াদ এবং CVN নাম্বার দিন (কার্ডর পিছনে থাকা ৩/৪ সংখ্যার ভেরিফিকেশন কোড)।
  • এখন আপনার নাম্বারে একটি OTP কোড আসবে। সেটি প্রদান করে লেনদেন সম্পন্ন করুন।

নোটঃ পরবর্তীতে লেনদেনের সুবিধার জন্য চাইলে আপনার কার্ডের তথ্য সেভ করে রাখতে পারেন।

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার সময় বিভিন্ন সমস্যা ও সমাধান।

ডেভিড কার্ড থেকে দৈনিক সর্বোচ্চ কত টাকা অ্যাড মানি করা যাবে?

উত্তরঃ দৈনিক ৩০ হাজার টাকা।

দৈনিক সর্বোচ্চ কত বার এড মানি করা যাবে?

উত্তরঃ দৈনিক ০৫ বার।

প্রতি মাসে সর্বোচ্চ কতবার এবং সর্বমোট কত টাকা এড মানি করা যায়?

উত্তরঃ প্রতি মাসে সর্বোচ্চ ২৫ বার এবং সর্বোমোট ২ লক্ষ টাকা।

এড মানি করতে গিয়ে অথবা কার্ড সেভ করতে ব্যর্থ হলে এবং  ওটিপি স্ক্রিন না দেখা  গেলে করনীয় কী?

উত্তরঃ অনলাইনে লেনদেনের জন্য অবশ্যই আপনার কার্ডের ই-কমার্স ট্রানজেকশন চালু করতে হবে। ই-কমার্স ট্রানজেকশন চালু করতে কার্ড ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

ই-কমার্স ট্রানজেকশন চালু হয়েছে কিন্তু অ্যাড মানি করতে অথবা বেনিফিসিয়ারি সেভ করতে পারছি না এবং ওটিপি স্ক্রিন সাদা হয়ে আছে তাহলে কি করবো?

উত্তরঃ আপনি হয়ত আইফোন দিয়ে উক্ত কাজটি করছেন। তাহলে আপনি কার্ড ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি বলুন এবং তাদেরকে আপনার স্মার্টফোন ভার্সন সম্পর্কে অবগত করুন। তাহলে সমাধান পেয়ে যাবেন।

ই-কমার্স ট্রানজেকশন চালু হয়েছে কিন্ত ওটিপি স্ক্রিনে এরর মেসেজ পাচ্ছি। করণীয় কী?

উত্তরঃ কার্ড ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করে, ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সুবিধাটি চালু করে দিতে বলুন।

আমাদের শেষ কথাঃ আশাকরি আপনারা এতক্ষণে ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়মটি শিখে ফেলেছেন এবং এখন আপনি খুব সহজেই ডেভিড কার্ড থেকে বিকাশে টাকা আনতে পারবেন।

অনলাইন ব্যাংকিং সম্পর্কে আরও তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url