পাসপোর্ট করতে কি কি লাগে। passport korte ki ki lage

পাসপোর্ট করতে কি কি লাগে

By আসিফ ইকবাল বাদশা 

পাসপোর্ট করতে কি কি লাগে

এক দেশ থেকে আরেক দেশে বৈধভাবে ভ্রমণের জন্য সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটি হলো পাসপোর্ট। আর এই পাসপোর্ট করার আগে প্রত্যেকেরই জানা দরকার পাসপোর্ট করতে কি কি লাগে। তা না হলে আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে।

 আর পাসপোর্ট অফিস দালাদ/ দরবেশ বাবার অভাব নাই।আমাদের মধ্যে বেশিরভাগ লোকই পাসপোর্ট করতে গিয়ে দালাল চক্র/দরবেশ বাবার ফাঁদে পড়েন। 

এই চক্রের ফাঁদে পড়ে কাজ হতে তো অনেক দেরি লাগে,(অনেক ক্ষেত্রে কাজ হয় না) সাথে অনেকগুলা টাকা শুধু শুধু ব্যয় করতে হয়।  তো চলুন যেনে নেওয়া যাক কোন অসাধু চক্রের ফাঁদে না পড়ে, পাসপোর্ট করতে কি কি লাগে। 

সর্বপ্রথম আমরা জেনে নেই পাসপোর্ট জিনিসটা আসলে কি। 

পাসপোর্টঃপাসপোর্ট হল এক ধরণের নথি বা দলিল,যা সাধারণত একটি দেশের সরকার কতৃক ইস্যু করা হয়। এটি  আন্তর্জাতিক ভ্রমণের সময় বাহকের পরিচয় বা জাতীয়তা বহন করে। 

পাসপোর্ট মূলত ৩ প্রকার।

.হাতে লেখা পাসপোর্ট। ( Hand writing passport) 

২.মেসিন রিডেবল পাসপোর্ট। (MRP)

৩. ই -পাসপোর্ট। ( E passport)

Index:

  1. পাসপোর্ট কী?
  2. পাসপোর্ট কত প্রকার ও কী কী?
  3. পাসপোর্ট করার ধাপ সমুহ কী কী?
  4. পাসপোর্ট করতে কী কী লাগে?
  5. ই পাসপোর্ট করতে কী কী লাগে?
  6. পাসপোর্ট করতে কতদিন সময় লাগে?
  7. পাসপোর্ট করতে কত টাকা লাগে?

পাসপোর্ট করার ধাপ সমূহঃ

  • ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেওয়া।
  • প্রয়োজনীয় সকল কাজ পত্র সংগ্রহ। 
  • আবেদন ফরম পূরণ।( অনলাইনে / হাতে লিখে)
  • ফরম এবং আনুসংগিক সকল কাগজ পত্রাদি সত্যায়িত করা।
  • পাসপোর্ট ফর্ম + সত্যায়িত সকল কাগজপত্র একসাথে পিন আপ করে  পাসপোর্ট অফিসে জমা দেওয়া। 
  • পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে, পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করা। 
  • সর্বশেষ পাসপোর্ট সংগ্রহ করা। 

পাসপোর্ট করতে কি কি লাগে

 ১. পাসপোর্টের প্রিন্টেড  ফর্ম । (০২ কপি)

  ফর্মটি ডাউনলোড করার জন্য Download  ক্লিক করার পর তীর চিহ্নিত স্হানে ক্লিক করে ডাউনলোড করে নিন।


২.পূুরণকৃত ফর্মের ৪র্থ তম পৃষ্টায় একজন সরকারি গেজেটেড প্রাপ্ত কর্মকর্তা দ্বার সত্যায়িত করতে হবে।

৩. পাসপোর্ট ফি ব্যাংকে জমা দেওয়ার রশীদ।

৪.সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি। ( ল্যাব প্রিন্ট)
৫.ন্যাশনাল আইডি কার্ড/স্মার্ট কার্ড/ (জন্ম নিবন্ধন ১৮ বছরের নিচে) এর সত্যায়িত ফটোকপি। 
 ৬.কারিগরি পেশার ক্ষেত্রে, ( ইঞ্জিনিয়ার, ডাক্তার, গাড়িচালক ইত্যাদি), পেশাগত সনদের সত্যায়িত ফটোকপি।
৭.সরকারী চাকুরীজীবীদের ক্ষেত্রে NOC (No Objection Certificate)  / (GO Government Order)সরকারি আদেশ প্রযোয্য।

৮. কৃষি পেশার ক্ষেত্রে জমির মালিকানা পর্চার সত্যায়িত পটোকপি।
৮.নাগরিকতা সদনপত্র( আসল/সত্যায়িত ফটোকপি)।

৯.অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি ফর্মে আঠা দিয়ে লাগানোর পর সত্যায়িত করতে হবে। (মনে রাখবেন, ভুলেও পাসপোর্ট ফর্মে ছবি পিন দিয়ে আটকাবেন না অবশ্যই আঠা দিয়ে আটকাবেন।)

Noteযে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি  সত্যায়িত করতে পারবেনঃ সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলর, গেজেটেড কর্মকর্তা, পাবলিক স্কুলের শিক্ষক, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলর, বেসরকারি স্কুলের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।

Special tips: পাসপোর্ট আবেদন ফর্ম অফিসে জমা দিতে যাওয়ার সময় সকল কাগজের সত্যায়িত ফটোকপির সাথে মূল কপি ও সাথে নিয়ে যাবেন।

কারণ অনেক সময় আবেদন গ্রহনের সময় অফিস থেকে মূল কপি দেখতে চায়। তখন যদি মূল কপি না দেখাতে পারেন তাহলে বিপদে পড়ে যাবেন।

 ই পাসপোর্ট করতে কি কি লাগে

অনলাইনে ই পাসপোর্ট  ফর্ম পূরন করতে ক্লিক করুন।

১.জাতীয় ‍পরিচয়পত্র (NID)/অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) English Version অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।

*১৮ বছরের নিচে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).

*১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) /অনলাইন জন্মনিবন্ধন সনদ  English Version যে কোন একটাতেই হবে।

*২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র অবশ্যই লাগবে। তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।

*অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী  পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর ফর্মে অবশ্যই উল্লেখ করতে হবে।

৩.ই পাসপোর্ট আবেদনের প্রিন্টেড কপি।

৪.সর্বশেষ শিক্ষাগতা যোগ্যতা সনদ।

৫.এপয়েন্টমেন্টের প্রিন্টেড কপি।

৬.সরকারী চাকুরীজীবীদের ক্ষেত্রে NOC (No Objection Certificate)  / (GO Government Order)সরকারি আদেশ প্রযোয্য।

৭.পূর্ব যদি পাসপোর্ট থাকে, তাহলে তার ডাটা পেইজের ফটোকপি।

৮.ব্যাংক পেমেন্টের স্লিপ।

৯. নাগরিকতা সনদপত্র।

ই পাসপোর্ট চেক করার নিয়ম যানতে ক্লিক করুন

পাসপোর্ট করতে কতদিন সময় লাগেঃ

সাধারণত,,, সাধারণ পাসপোর্ট করতে ১৫ কার্যদিবস, জরুরী পাসপোর্ট করতে ০৭ কার্যদিবস, অতি জরুরী পাসপোর্ট করতে ০২ কার্যদিবস সময় লাগে। 

( তবে কারিগরি ত্রুটির কারণে অনেক সময় একটু বেশি সময় ও লাগতে পারে)

পাসপোর্ট করতে কত টাকা লাগে

*৪৮ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্ট:

 সাধারণ পাসপোর্ট        -৪,০২৫ টাকা 

 জরুরী পাসপোর্ট          -৬,৩২৫ টাকা

 অতি জরুরী পাসপোর্ট -৮,৬২৫ টাকা

*৪৮ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট:

সাধারণ পাসপোর্ট        -৫,৭৫০ টাকা

জরুরী পাসপোর্ট          -৮,০৫০ টাকা

অতি জরুরী পাসপোর্ট -১০,৩৫০ টাকা

*৬৪ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্ট:

সাধারণ পাসপোর্ট        -৬,৩২৫ টাকা

জরুরী পাসপোর্ট          -৮,৬২৫ টাকা

অতি জরুরী পাসপোর্ট -১২,০৭৫ টাকা

*৬৪ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট:

সাধারণ পাসপোর্ট         -৮,০৫০ টাকা

জরুরী পাসপোর্ট           -১০,৩৫০ টাকা

অতি জরুরী পাসপোর্ট  -১৩,৮০০ টা

শেষ কথাঃ তো বন্ধুরা আশাকরি আপনারা এখন খুব ভালো ভাবেই বুঝতে পেরেছেন যে, পাসপোর্ট করতে কি কি লাগে। পাসপোর্ট করতে কত সময় লাগে, এবং পাসপোর্ট করতে কত টাকা লাগে। 

তাহলে, পরিশেষে বলা যায় উপরের লেখাটি মনোযোগ দিয়ে পড়লে পাসপোর্ট করার মত কঠিন কাজ আপনার কাছে খুবই সহজ মনে হবে এবং পাসপোর্ট করার জন্য আপনাকে আর কোন ভোগান্তিতে পড়তে হবে না।

পাসপোর্ট সম্পর্কিত আরো তথ্য জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url