অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম। e passport check online

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম

By আসিফ ইকবাল বাদশা 

ই পাসপোর্ট কি,কত প্রকার ও কী কী, পাসপোর্ট চেক করার নিয়ম। 


ই পাসপোর্ট চেক করার নিয়ম

বর্তমান যুগ প্রক্তির যুগ। চাকরি,ভ্রমণ, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে বিভিন্ন সময়ে আমাদের এক দেশ থেকে অন্য দেশে যেতে হয়।

 বৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হল পাসপোর্ট। পাসপোর্ট করার সময় আামদের পাসপোর্টের আপডেট জানার দরকার হয়। আর এ কারণেই মূলত আমাদের জানা উচিৎ অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম। 

তবে আমাদের মধ্যে বেশিরভাগ লোকেই জানেনা কিভাবে অনলাইনে নিজের পাসপোর্টের আপডেট তথ্য জানতে হয়। এই না জানার কারণে তাদেরকে অনেক ভোগান্তির মুখে পড়তে হয়। পড়তে হয় বিভিন্ন অসাধু (দালাল/দরবেশ বাবা) লোকের ফাঁদে।

তো আপনারা যাতে অসাধু কোন লোকের ফাঁদে না পড়ে, ঘরে বসেই নিজের পাসপোর্টের আপডেট তথ্য যানতে পারেন, তার জন্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো অনলাইনে ই পাসপোর্ট  চেক করার নিয়ম।

 Index:

  1. পাসপোর্ট কাকে বলে?
  2. ই পাসপোর্ট কাকে বলে?
  3. পাসপোর্ট কত প্রকার ও কী কী?
  4. কি ভাবে ই পাসপোর্ট চেক করতে হয়?
  5. কোন ওয়েব সাইটের মাধ্যমে ই পাসপোর্ট চেক করতে হয়?
  6. আপনার ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক।

পাসপোর্ট কি

পাসপোর্ট হল এক ধরণের নথি বা দলিল,যা সাধারণত একটি দেশের সরকার কতৃক ইস্যুকৃত। এটি  আন্তর্জাতিক ভ্রমণের সময় বাহকের পরিচয় বা জাতীয়তা বহন করে।

একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, ছবি, স্বাক্ষর, জন্ম স্থান ও তারিখ এবং অন্যান্ন চিহ্নিত কারণ তথ্যাদি সংবলিত থাকে।একটি পাসপোর্ট সাধারণত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকে। মেয়াদ শেষ হলে পাসপোর্ট রিনিউ করে আবার মেয়াদ বাড়ানো যায়।

পাসপোর্ট মূলত ৩ প্রকার।

১.হাতে লেখা পাসপোর্ট। ( Hand writing passport) 

২.মেসিন রিডএবল পাসপোর্ট। ( MRP)

৩. ই -পাসপোর্ট। ( E passport)

 ই পাসপোর্ট কী

ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট। যাতে একাটি ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ সংযুক্ত থাকে। এই চিপের মধ্যে থাকে বায়োমেট্রিক ইনফরমেশন, যা বাহকের পরিচয় বহন করে। বর্তমানে ই পাসপোর্টে বাহকের ছবি, ফিঙ্গারপ্রিন্ট, ও আইরিস নেওয়া হয়। এখন পর্যন্ত বিশ্বর ১২০ টি দেশে ই পাসপোর্ট চালু করা হয়। 

ই পাসপোর্ট চেক করার১নং নিয়ম

এটি হলো আপনার মোবাইল থেকে SMS এর মাধ্যমে পাসপোর্টের অবস্থা জানার নিয়ম।

ক. প্রথমে আপনাকে মোবাইলের ম্যাসেজ অপশানে যেতে হবে।
খ. MRP space EID number সঠিকাবে লিখতে হবে। 
যেমন যার MRP নাম্বার "1234567"  তাকে লিখতে হবেঃ" MRP 1234567"
গ. এখন 6969 নাম্বারে সেন্ড করতে হবে।
ঘ. এরপর কিছুখনের মধ্যে ফিরতি sms এর মাধ্যমে যানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা।

MRP passport চেক করার ২নং নিয়ম

এই নিয়মে পাসপোর্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনকে মোবাইল বা কম্পিউটার এ নেট কানেকশান দিয়ে, একটি অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে। ওয়েবসাইটিতে যেতে, https://www.epassport.gov.bd/authorization/application-status

এই লিংকে প্রবেশ করুন। এখন এখানে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। 

আপনি যখন পাসপোর্ট কারতে অফিসে গেছিলেন তখন আপনাকে যে ডেলিভারি স্লিপ দিয়েছিল সেই স্লিপে একটি এপ্লিকেশন আইডি পাবেন।

যেমনঃ (40000-1000000000)। অথবা আপনি অনলাইনে যখন রেজিস্ট্রেশন করেছিলেন, আপনাকে একটা রেজিস্ট্রেশন আইডি (OID)দেয়া হয়েছিল। (যেমনঃ OID1000001234)।  প্রদত্ত রেজিস্ট্রেশন আইডি ও জন্ম তারিখ বসিয়ে,ক্যাপচা টি পূরন করে যেনে নিতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা।

ই পাসপোর্ট চেক করার অনলাইন ফর্ম

ই পাসপোর্ট চেক করার ৩ নং নিয়ম

এই পদ্ধতিতে পাসপোর্টের সকল আপডেট পেতে, অনলাইনে নতুন পাসপোর্টের আবেদন কারার সময় অথবা পাসপোর্ট রিনিউ কারার সময় জি-মেইলের অপসানে আপনার নিজের পারসোনাল জি-মেইল একাউন্ট দিয়ে সাবমিট করতে হবে।

তাহলে আপনার পাসপোর্টের সকল আপডেট আপনার জিমেইলে আসতে থাকবে। আর আপনি কোন ঝামেলা ছাড়াই ঘরে বসে প্রতিনিয়ত জানতে পারবেন আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা।

শেষ কথাঃ  আশা কারি এখন আপনারা খুব ভালো ভাবেই বুঝতে পেরেছেন  অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম।

উপরের এই নিয়মগুলোর যে কোন একটার মাধ্যমে আপনি খুব সহজেই যেনে নিতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা

পাসপোর্ট সম্পৃক্ত আরো তথ্য জানতে পোস্টের নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url